বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -WB Electricity Recruitment

রাজ্যের ছাত্র- ছাত্রীদের জন্য এবার বিরাট সুখবর। এবার সরাসরি শিক্ষানবিশ হওয়ার সুযোগ । তাও আবার  রাজ্যের বিদ্যুৎ দফতরে (WEST BENGAL STATE ELCTRICITY DEPARTMENT)। সম্প্রতি এই মর্মে আবেদন পত্র চেয়ে রাজ্য বিদ্যুৎ দফতর মারফৎ অ্যাপ্রেনটিশশিপ বা শিক্ষানবিশ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । গোটা রাজ্যের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অবশ্য তার জন্য উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । এ ক্ষেত্রে নিযুক্ত শিক্ষানবিশ দের ভারত সরকারের অ্যাপ্রেনটিশশিপ (NATIONAL APPRENTICESHIP TRAINING) প্রশিক্ষণের নিয়ম বিধি মেনে আবেদন করতে হবে ।  তবে এই প্রশিক্ষণের মেয়াদ এক বছর । প্রশিক্ষণ চলাকালীন নিযুক্ত প্রার্থীকে মাসিক স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে । এবার তাহলে আসুন  দেখে নেওয়া যাক শিক্ষানবিশ পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-  WBSETCL/Apprentice /2023/01       

আবেদন পদ্ধতি—

রাজ্য বিদ্যুৎ দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, 

১. আবেদনকারী প্রার্থীকে  এরাজ্যের বাসিন্দা  হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩.  প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি রাজ্য বিদ্যুৎ দফতর অথবা জাতীয় অ্যাপ্রেনটিশশিপ ট্রেনিং এর ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদকারী প্রার্থীকে তার,

a.  নিজের নাম——————————

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—- 

c.  লিঙ্গ————————————-

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———- 

e.  শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————

g. আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ—

h.  মোবাইল নম্বর————————-

i. ইমেল আইডি ————————-

j. আবেদকারী প্রার্থীর পিতার নাম—————

সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। 

এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। 

এবার দেখে নেব কোন কোন পদ বা বিভাগের জন্য শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ-এর আবেদন চাওয়া হয়েছে—

1. গ্র্যাজুয়েট আপ্রেনটিশ ইলেকট্রিক্যাল (Graduate Apprentice Electrical)

উল্লেখিত বিভাগের জন্য মোট শূন্যপদের সংখ্যা – ১৫ টি 

2. টেকনিশিয়ান আপ্রেনসটিশ ইলেকট্রিক্যাল (Technician Apprentic Electrical )

উল্লেখিত বিভাগে শূন্য পদের সংখ্যা – ৬৬ টি 

বয়সসীমা—

উল্লেখিত দুটি  বিভাগের মধ্যে গ্র্যাজুয়েট শিক্ষানবিশ হওয়ার আবেদনের ক্ষেত্রে  আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২২ বছরের মধ্যে। অন্যদিকে টেকনিশিয়ান অ্যাপ্রেন টিশের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের মধ্যে ।   

এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক ভাতা- 

এক্ষেত্রে নিযুক্ত হওয়া অ্যাপ্রেনটিশ বা শিক্ষানবিশদের মধ্যে গ্র্যাজুয়েট দের ক্ষেত্রে মাসিক ৯,০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস বা শিক্ষানবিশদের ক্ষেত্রে মাসিক ৮, ০০০ টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে । এছাড়াও ট্রেনিং চলাকালীন প্রতি সপ্তাহের শনি এবং রবিবার ছুটি পাবেন  প্রশিক্ষণরত শিক্ষানবিশরা । তৎসহ সরকারি চাকুরি জীবীদের মতো বাকি সুবিধাপ পাবেন ওই শিক্ষানবিশরা । এই প্রশিক্ষণের মেয়াদ এক বছর । 

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত বিভাগগুলিতে শিক্ষানবিশ হওয়ার জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে  অষ্টম শ্রেণি/ মাধ্যমিক পাশ হতে হবে 

পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, 

০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি

এবার আসবো কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই । উল্লেখিত শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে  রাজ্য বিদ্যুৎ দফতরের অধীনে । 

অনলাইনে আবেদন  সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন ( (www.mhrdnats.gov.in) অথবা  (www.wbsetcl.in) -এ 

আবেদনের শেষ সময় সীমা 31/01/2023 

রাজ্য তথা গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন www. bongodhara.com   – এ 

Official Notice : Download 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG – #ELETRICITY #APPERENTICESHIP #TRAINING #WB

Leave a Comment