বিনামুল্যে মহিলাদের সেলাই মেশিন দিচ্ছে মোদী সরকার , আবেদন করুন এখনই-Govt New Scheme

নয়াদিল্লী : কথায় বলে নারী শক্তিই প্রকৃত শক্তি। ঠিক তাই। তাই যেকোনো সরকারই মহিলাদের আর্থ সামাজিক উন্নতির দিকে বেশ সচেতন তা বলাই যাই। এর কারণ টা অবশ্য স্পষ্ট। বেশ কয়েকবছর আগেই এ রাজ্যের নারী অর্থাৎ মহিলাদের আর্থ সামাজিক উন্নতির দিকে খেয়াল করে রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছেন মানবিক কনাশ্রী প্রকল্প। ইতিমধ্যেই কন্যাশ্রী (Kanyashree)প্রকল্পটি  বিশ্ব বন্দিত। বর্তমানে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাংলার প্রতিটি ঘরের মেয়েরা। কিন্তু এখানেই থেমে থাকেননি মমতা(Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায়।  গোটা রাজ্যের গৃহিণীদের জন্য ইতিমধ্যেই এ রাজ্যে চালু হয়েছে লক্ষ্মীর (Lakshmir Bhandar)ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্প। সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও প্রকল্পের কাজ চলছে বহাল তবিয়তে। Govt New Scheme 

কিন্তু শুধুকি রাজ্য, গোটা দেশের মায়েদের কথা চিন্তা করতে পিছিয়ে নেই কেন্দ্রের মোদী সরকারও। এর উদাহরণ ও রয়েছে যথেষ্ট । গোটা দেশের মায়েদের রান্না ঘরের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা (Ujwala Yojna)যোজনার আওতায়  ফ্রি-তে অর্থাৎ বিনামুল্যে রান্নার গ্যাস দেওয়ার ববস্থা রয়েছে কেন্দ্রীয় সরকারি তরফে । তার ওপর মহিলাদের বৃদ্ধ বয়সের কথা মাথায় রেখে ইতিমধ্যেই চালু করা হয়েছে বিশেষ আকর্ষণীয় পেনশন(Pension) প্রকল্প। 

এবার আরও একধাপ এগিয়ে ঘরের মায়েদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী কর তুলতে উদ্যোগী হল কেন্দ্রের মোদী সরকার। সম্প্রতি এই বিষয়টি কে বিশেষ প্রাধান্য দিয়ে দেশের সব কয়টি রাজ্যের মহিলাদের জন্য বিনা মূল্যে ঘরে ঘরে সেলাই (tailoring mechine) মেশিন দেওয়ার পাকাপাকি ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি ঘরের মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তবে  প্রকল্পের শুরুতে প্রথম ধাপে মাত্র ৫০ হাজার সেলাই মেশিন দেওয়ার কথা ঘোষণা করা হলেও । ভবিষ্যতে প্রয়োজন বুঝে এই প্রকল্পের আওতায় আরও মহিলাদের সাহায্যে প্রস্তুত কেন্দ্র সরকার। 

কিন্তু কারা পাবেন বিনামুল্যে আস্ত একটা সেলাই মেশিন। 

প্রকল্পের শুরুতে নিয়মবিধির যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, 

১. আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২. আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় হতে হবে ১২ হাজার টাকার মধ্যে

৩. আবেদনকারী মহিলার বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

৪. দেশের যেকোনো প্রান্তের মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 

তবে আবেদন পত্র পাঠাতে হবে  সরাসরি কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দফতরে। এক্ষেত্রে কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট ওয়েব (http://www.india.gov.in) সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্র পূরণ করে তার সঙ্গে আবেদনকারী মহিলার যাবতীয় নথিপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরে। 

আবেদন পত্রের সঙ্গে আবেদনকারী মহিলার 

1  আঁধার কার্ড

2. ভোটার কার্ড

3. বয়সের প্রমান পত্র

4. বাসস্থানের প্রমান পত্র

5. জাতিগত সংশাপত্র 

6. বৈধ মোবাইল নম্বর 

7. ইমেল আইডি  

8. আবেদনকারীর ছবি,  সবই পাঠাতে হবে সংশ্লিষ্ট দফতরে।

আমরা আছি আপনাদের সঙ্গে, আমরাই দেবো সঠিক  খবর.।  চোখ রাখুন bongodhara.com– এ 

written by – Somnath Pal . 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

TAG – #MODI #MAMTA #PRAKALPA #SCHEME #TAILORING MACHINE #UJJWALA YOJNA #KANYASHREE

Leave a Comment