বিনামূল্যে মাসে মাসে পেনশনের বিরাট ঘোষণা, জানুন বিস্তারিত-New Pension Scheme

যৌবন আর বার্ধক্য, তফাৎ টা অনেক । তবে বৃদ্ধ বয়সে সন্তানই বাবা- মায়ের প্রধান চালিকা শক্তি । বৃদ্ধ বয়সে নিজের ও পরিবারের বাকি সদস্যদের জীবন কে আর্থিক ভাবে সুরক্ষিত করতে অনেকেই যৌবন কালে কর্ম জীবনে টাকা কড়ি সঞ্চয় করে রাখেন । তবে এমন মানুষের সংখ্যা নেহাত হাতে গোনা । পর্যাপ্ত আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়ের ভাবনা থেকে অনেক মানুষই আবার শত যোজন দূরে থাকেন । কিন্তু বয়স তো আর থেমে থাকেনা । কালের নিয়মে প্রত্যেক মানুষকেই বার্ধক্যের সম্মুখিন হতে হয় । তাহলে সঞ্চয় বা ভবিষ্যৎ জীবনের কি হবে ? কিন্তু আপনাকে এ বিষয়ে না ভাবলেও হবে । এর জন্য সরকার রয়েছে তো । New Pension Scheme 2023

এই যেমন ধরুন আমাদের রাজ্য কিংবা গোটা দেশ , সরকারি ভাবে চালু রয়েছে বৃদ্ধ ভাতার মতো জনমুখি প্রকল্প । পাশাপাশি আমাদের রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা -মাটি – মানুষের সরকার রাজ্যের নাগরিকদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক প্রকল্প চালু করেছেন । রাজ্যের মানুষ ওই সব জনমুখি প্রকল্পের সুবিধা পাচ্ছেন অকছর । এমনকি গোটা দেশের ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফে আম নাগরিকের জন্য রয়েছে একাধিক জনমুখি আর্থিক প্রকল্প । এর পাশাপাশি একাধিক রাজ্যের সরকার ও রাজ্যের মানুষের স্বার্থে চালু করেছে আর্থিক যোজনা । 

ঠিক যেমন টি বিহার সরকারের ক্ষেত্রেই ধরা যাক , ওই রাজ্যের বৃদ্ধ – বৃদ্ধাদের জন্য মুখ্যমন্ত্রী নিতীশ কুমার চালু করেছেন ‘বৃদ্ধজন পেনশন’ প্রকল্প । ২০১৯ সাল থেকে চালু করা ওই প্রকল্পের আওতায় ওই রাজ্যের প্রায় ৩০ লক্ষ বৃদ্ধ – বৃদ্ধা প্রতিমাসে নিয়ম করে পেনশন পান । তবে এর জন্য বিহার সরকার আম নাগরিকের কাছ থেকে একটি টাকাও নেয় না । এই প্রকল্পের অধীনে ৬০ থেকে ৭৯ বছর বয়স্ক মানুষেরা প্রতিমাসে ৪০০ টাকা এবং ৮০ থেকে  আমৃত্যু পর্যন্ত বয়স্ক নাগরিকরা প্রতিমাসে ৫০০ টাকা নিশ্চিত পেনশন পেয়ে থাকেন । 

এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের  সমাজ কল্যাণ বিভাগ দফতর সুত্রে জানা গিয়েছে , যাঁদের বয়স ৬০ বছরের বেশি তাঁরা ‘মুখ্যমন্ত্রী বৃদ্ধজন পেনশন যোজনা’-র জন্য আবেদন করতে পারেন।   মুখ্যমন্ত্রী বার্ধক্য পেনশন স্কিমের সুবিধা নিতে চাইলে ব্লক অফিসের আরপিটিএস কাউন্টারে আবেদন করতে হবে। পাশাপাশি https://www.sspmis.bihar.gov.in –এ ক্লিক করেও আবেদন করতে পারেন । আবেদনের জন্য আবেদনকারীকে তার  আধার কার্ড, আধার লিঙ্ক, ব্যাঙ্ক পাসবুক, মোবাইল নম্বর, ভোটার আইডি কার্ড, মুখ্যমন্ত্রী বার্ধক্য পেনশন স্কিম ফর্ম এবং পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি নথিপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে । 

সরকারি চাকরি কিংবা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhra.com -এ 

Official Website : Click Here

Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal . 

TAG – #PENSION SCHEME #PRAKALPA #GOVT SCHEME #OLD AGE PENSION

Leave a Comment