কলকাতা : ১ লক্ষ ২৫ হাজার , সংখ্যা টা নেহাত কম নয় । শিক্ষা থেকে স্বাস্থ্য, রাজ্যের একাধিক দফতরে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার । রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন । তার আগেই রাজ্যের একাধিক দফতরে কর্মী নিয়োগের আগাম বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী স্বয়ং । তবে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে । এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত , পঞ্চায়েত ভোটে বাড়তি ডিভিডেন্ট পেতেই এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । তবে যে যাই বলুক , মুখ্যমন্ত্রীর লক্ষ্য কর্ম সংস্থান । সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক দফতরে লক্ষাধিক কর্মী নিয়োগের ঘোষণা করলেন । সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু- এক মাসের মধ্যেই রাজ্যের একাধিক দফতরে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ সম্পন্ন হবে । তবে এই নিয়োগ প্রক্রিয়া চলবে আগামী এক বছর ধরে । এবার এক নজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী রাজ্যের কোন কোন দফতরে কত সংখ্যক কর্মী নিয়োগের বিষয়ে ঘোষণা করেছেন ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুসারে আগামী দু-এক মাসের মধ্যেই আরও এক লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি দফতরে। যে যে দফতর গুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যেমন ,
শিক্ষা দফতরের অধীনে –
প্রাথমিক শিক্ষায় শিক্ষক পদে ১১ হাজার ,
উচ্চ প্রাথমিকে শিক্ষক পদে ১৪ হাজার ৫০০ ,
কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ে ২০০ জন অধ্যাপক ,
স্বরাষ্ট্র দফতরের অধীনে –
রাজ্য পুলিশে ২০ হাজার পুলিশ কর্মী ,
আবগারি দফতরে ৩ হাজার কনস্টেবল ,
স্বাস্থ্য দফতরের অধীনে –
২ হাজার চিকিৎসক ,
এছাড়াও ৭ হাজার নার্স ,
৭ হাজার আশা কর্মী ,
২ হাজার হেলথ ওয়ার্কার
সমাজ কল্যান দফতরের অধীনে –
অঙ্গনওয়ারী কর্মী পদে ৪৯৩ জন ,
অঙ্গনওয়ারী সহায়িকা ১৩ হাজার ৯২৬ জন
এছাড়াও একাধিক দফতরে গ্রুপ ডি পদে ১২ হাজার ,
গ্রুপ সি পদে ৩ হাজার কর্মী এবং
বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য , একে তো করোনা মহামারী , তার ওপর লাগামহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে রাজ্য সরকারের একাধিক দফতর কর্মী শূন্যতায় ভুগছে । কিন্তু দফতর চালাতে তো কর্মীর প্রয়োজন । সব চাইতে জটিল অবস্থা রাজ্যের শিক্ষা দফতর নিয়ে । এর সঙ্গে দোসর খাদ্য দফতর থেকে শুরু করে দমকল বিভাগ আরও একাধিক দফতর । পর্যাপ্ত কর্মীর অভাবে রাজ্য সরকারের একাধিক দফতরের কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে দিনের পরদিন । কিন্তু দুর্নীতির গেরো যেন রাজ্য সরকারের পিছু ছাড়ছে না । বর্তমানে অবস্থা যেমন যেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতি । এর ওপর গোটা দেশের পাশাপাশি রাজ্যে বেকারের সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী ।
এই অবস্থায় কর্মী শূন্য দফতর চালাতে রাজ্য সরকারের যেমন অসুবিধায় পড়তে হচ্ছে তেমনি বেকারের ঊর্ধ্বমুখি গ্রাফকে নিচে নামানো রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ । এমনকি নিয়োগের স্বচ্ছতা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন । পাশাপাশি চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন আর নিয়োগ নিয়ে বিরোধীদের শ্লেষাত্মক বাক্য বাণে জেরবার রাজ্য সরকার । এই অবস্থায় স্বচ্ছ নিয়োগ আর ব্যপক হারে কর্মসংস্থানই যে রাজ্য সরকার- র স্বচ্ছ ভাব মূর্তি ফেরানো পাশাপাশি তৃণমূল সরকার কে পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ডিভিডেন্ট দিতে পারে সে কথা বলাই বাহুল্য ।
চাকরি কিংবা সরকারি প্রকল্প সঠিক খবর দেবো আমরাই । নজর রাখুন bongodhara.com– এ
written by – Somnath Pal.
Join Telegram Channel : Click Here
TAG – #WB #RECRUITMENT #JOB #GOVT JOB #JOB NEWS # #CM