কথায় বলে ইচ্ছে থাকলে, উপায় হয়। কথাটি বাস্তব সত্য। তার নমুনা মিলল একেবারে হাতে নাতে । নয় নয় করে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় 70 টির ওপর। হ্যাঁ ঠিকই ধরেছেন। সরকারি প্রকল্পের কথা বলছি। কন্যাশ্রী, রুপোশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে সরকার । আরও কত কি । রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের সাধারণ মানের ছাত্র- ছাত্রী অর্থাৎ পড়ুয়াদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড তো ছিলই। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের গণ্ডি পার হওয়া সাধারণ মানের ছাত্র- ছাত্রীরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা তো পাচ্ছেন তার ওপর মাত্র কয়েক মাস আগেই রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ জোগানের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর মা, মাটি মানুষের সরকার চালু করেছে ঐক্যশ্রী স্কলারশিপ । এছাড়াও রয়েছে শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান । তবে শেষ হইয়াও বুঝি হইল না শেষ। WB Govt New Scheme
কারণ মুখ্যমন্ত্রীর লক্ষ্য একটাই রাজ্যের লাগাম হীন বেকারত্ব হ্রাস করা । কারণ সাম্প্রতিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকার যে বেশ বেকায়দায় তা আর বলার অপেক্ষা রাখেনা । তার ওপর দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন । এরই মধ্যে একাধিক ইস্যুতে জর্জরিত রাজ্য সরকার । এই অবস্থায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিকুল পরিস্থিতি মোকাবিলা করে দলের পরিচ্ছন্ন এবং জন দরদী ভাব মূর্তি তুলে ধরাই একমাত্র লক্ষ্য ।
সেই লক্ষ্যেই এবার একধাপ এগিয়ে গোটা রাজ্যের বেকার যুবক – যুবতীদের জন্য এক নয়া প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্পের নাম ওয়েস্ট বেঙ্গল (West Bengal Credit Card Scheme )ক্রেডিট কার্ড স্কিম । স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) মতোই এবার বেকার যুবক-যুবতীদের জন্য ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম চালু করল রাজ্য সরকার। এই প্রকল্পে বেকারদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ দেবে রাজ্য সরকার।
শুক্রবার নবান্নে রাজ্যস্তরের ব্যাঙ্কিং কমিটির বৈঠক হয়। এদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ উপদেষ্টা অমিত মিত্র ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন শতাধিক ব্যাঙ্ক কর্তৃপক্ষ । এই বৈঠকেই বেকারদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে রাজ্য সরকার।
এবার তাহলে এক নজরে দেখে নেওয়া যাক (West Bengal Credit Card Scheme ) বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম বা প্রকল্পের সুবিধা কি ?
১) নয়া প্রকল্পের আওতায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমে ব্যাঙ্ক থেকে 5 লক্ষ টাকা ঋণ পাবেন বেকার যুবক-যুবতীরা।
২) এই প্রকল্পের জন্য রাজ্য সরকার সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে।
৩) এ ক্ষেত্রে ঋণের 15 শতাংশ গ্যারান্টিও দেবে রাজ্য। বাকি ৮৫ শতাংশের গ্যারান্টার হবে ক্রেডিট মাইক্রো স্মল ট্রাস্ট।
৪) ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমের জন্য চালু করা হবে একটি পোর্টাল। দুয়ারে সরকারের শিবিরেও এই প্রকল্পের সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।
written by – Somnath Pal .
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG – #WEST BENGAL #NEW SCHEME #PRAKALPA #LOAN #GOVT SCHEME