বেকার যুবক যুবতীদের 2 লক্ষ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এক্ষুনি আবেদন করুন -WB Govt Prakalpo

কলকাতা – নয় নয় করে সংখ্যাটা নেহাত কম নয় । প্রায় ১০০ টার ওপর । রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির স্বার্থে ইতিমধ্যেই একাধিক জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে একে বারে শুরু থেকে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর লক্ষ্য একটাই । সর্বোপরি বেকার যুবক – যুবতীদের কর্ম সংস্থান । কিন্তু সাম্প্রতিক দুর্নীতি আর অসম প্রতিযোগিতার গেরোয় পড়ে চাকরির বাজারের যা অবস্থা তা নতুন করে না বলাই ভালো । তার ওপর চাকরিতে যেমন পরের গোলামী । তেমনি ধরা বাঁধা মাস মাইনা । তার চেয়ে বরং ঢের ভালো ব্যবসা । বর্তমান সময়ে চাকরির চিন্তা ছেড়ে বেশির ভাগ বেকার যুবক – যুবতীরাই ব্যবসা কে নিজের জীবন জীবিকা হিসাবে বেছে নিতে চাইছেন । তবে সেখানেও রয়েছে হাজার বিপত্তি । কারণ ব্যবসা ছোট হোক বা বড় মাপের । তার জন্য প্রথমেই প্রয়োজন পুঁজির । কিন্তু টাকা দেবে কে ? 

তবে চিন্তার কোনও কারণ নেই । বেকার যুবক – যুবতীরা যদি ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাহলে আজ আমরা সেই সকল উদ্যোগী ভাই – বোনেদের জানাবো এমন এক সরকারি প্রকল্পের কথা যেখানে সরকারি টাকা নিয়ে সহজেই শুরু করা যেতে পারে মনের মতো ব্যবসা । 

মাত্র কয়েক বছর আগের কথা । ২০২১ সালে রাজ্যের মসনদে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে এ রাজ্যের তৃণমূল সরকার বেকার যুবক – যুবতীদের জন্য চালু করে কর্ম সাথী ( Karma Sathi Prakalpa) প্রকল্প । এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের বেকার যুবক – যুবতীদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করেছে । যা দিয়ে সহজেই শুরু করা যেতে ছোটোখাটো ব্যবসা । মোটের ওপর এ রাজ্যের সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পে ৫০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করেছে ।  

তবে এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পেতে গেলে আবেদনকারীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের গণ্ডি পাড় করতে হবে । পাশাপাশি আবেদনকারী কে অবশ্যই এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে । 

কিভাবে আবেদন করবেন ? 

কর্ম সাথী প্রকল্পে আবেদন করতে হলে  সরকারি ওয়েব সাইটে গিয়ে কর্ম সাথী পেজ টি খুলে নিতে হবে । এরপর ধাপে ধাপে আবেদন পত্রের নির্দিষ্ট তথ্য গুলি পূরণ করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । তবে আবেদন পত্র পূরণের সময় আবেদনকারীকে আঁধার কার্ড – ভোটার কার্ড – শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র – বয়সের প্রমাণ পত্র এবং বাসস্থানের প্রমাণ পত্র অবশ্যই সঙ্গে নিতে হবে । তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এখনই আবেদন করুন কর্ম সাথী প্রকল্পে আর সহজ শর্তে ঋণ নিয়ে শুরু করুন আপনার মনের মতো ব্যবসা ।  

সরকারি চাকরি কিংবা প্রকল্প , মনের মতো খবর পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #WB #GOVT #PRAKALPA #KARMA SATHI #SCHEME FOR UNEMPLOYED

Leave a Comment