নয়াদিল্লী – পার হতে চলল চলতি জানুয়ারি । তবে আর কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে । সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পেশ হবে ২০২৩ -২৪ অর্থ বর্ষের কেন্দ্রীয় বাজেট । সরকারি সুত্রে খবর এমনটাই । ওই বাজেটের দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে দেশের কয়েক লক্ষ পেনশন ভোগী । কারণ এ বছরের বাজেট যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে বিশেষ তাৎপর্য পূর্ণ তা বলাই বাহুল্য । আসলে চলতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে একেবারে সোনায় সোহাগা। আর হবে নাই বা কেন ? কারণ এ বছরই অর্থাৎ চলতি ২০২৩-এ তিন তিনটি সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । যেমন , প্রথমত ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বাড়ছে , দ্বিতীয়ত বাড়ছে ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক , তৃতীয়ত বিগত ১৮ মাসের বকেয়া টাকা এই বছরেই নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । তবে একটু ধৈর্য ধরতে হবে । কারণ বছর শুরুতে না হলেও আসন্ন বাজেট অধিবেশনের পরেই কেন্দ্র সরকারি কর্মীদের ভাঁড়ার পূর্ণ করতে পারে সরকার। সরকারি সুত্রে খবর এমনটাই । Govt Employees Salary And DA Update
সরকাই সুত্রে পাওয়া তথ্য অনুসারে আর কয়েক দিন পরেই ২০২৩- ২৪ অর্থ বর্ষের বাজেট অধিবেশনের পরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতি দরাজ হস্ত হতে পারে সরকার। তবে সরকারি কর্মীদের আশা ছিল প্রতি বছরের মতো বছর শুরুতেই তাদের বিষয়ে সদর্থক ভুমিকা নেবে সরকার । কিন্তু বর্তমানে তা প্রায় অসম্ভব। কারণ আগামী বছরই দেশে লোকসভা নির্বাচন। এই অবস্থায় নিজের আর্থিক ভাণ্ডার কে একটু ঝালিয়ে নিতে চাইছে সরকার । ফলত অন্যান্য বছরের তুলনায় এ বছর একটু আলাদা। চলতি বছরে বাজটের ওপরেই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া পাওনার ভাগ্য । তবে সুখবর যে বাজেট অধিবেশনের পরেই মিলবে সে বিষয়ে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে সরকারি তরফে । কারণ এ নিয়ে ইতিমধ্যেই কয়েক প্রস্থ আলোচনা সেরে ফেলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক । এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আশ্বাস ও মিলেছে বলে জানা গিয়েছে ।
সাম্প্রতিক সংসদের চলতি শীতকালীন অধিবেশনের মাঝেই মন্ত্রী সভার বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সুত্রে খবর এমনটাই । আসলে কর্মীদের বিষয়ে কেন্দ্র সরকার যে সদা সতর্ক তার প্রমান মিলেছে কেন্দ্রীয় মন্ত্রী সভার জরুরি আলোচনায় । পাশাপাশি সরকারি সিদ্ধান্তে বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ এক লাফে চার শতাংশ বৃদ্ধি হতে পারে বলে গুঞ্জন তৈরি হয় গোটা সরকারি মহলে । শেষ পর্যন্ত মন্ত্রী সভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই নজর ছিল উৎসুক কেন্দ্রীয় সরকারি কর্মীদের ।
তবে চলতি বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইতে।
তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা। কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরই কেন্দ্র সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন লাঘু হতে পারে। যার জেরে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ তথা বর্ধিত মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়াবে ৪২ শতাংশে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের নিয়মানুযায়ী ৩৮ শতাংশ ডি এ -এর আওতায় রয়েছে । এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া সরকারি কর্মীদের এআইসিপিআই (AICPI ) সুচক। এক্ষেত্রে যে সকল কর্মীদের বেসিক স্যালারি নুন্যতম তাদের ক্ষেত্রে ৭২০ টাকা এবং যাঁদের বেসিক স্যালারি সর্বোচ্চ তাদের ক্ষেত্রে ডি এ বাড়তে পারে ২২৭৬ টাকা ।
সরকারি কর্মীদের জন্য দূর্দান্ত সুসংবাদ! বেতন বৃদ্ধি আকাশ ছোয়া, রইল বিস্তারিত – Govt Employees Update
এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি ইতিমধ্যেই এআইসিপিআই (AICPI)-এর সূচক ১৩১ পয়েন্ট পার করেছে ৷ জুনের নিরিখে তুলনা করলে তা ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা ১৮ হাজার টাকা রাখা হয়েছে। এতে ইনক্রিমেন্ট ফিটমেন্ট ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে।
ফলে চলতি বছর বাজেট অধিবেশনের পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা ।
written by – Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – DA# GOVT #EMPLOYER#DEARNESS ALLOWENCE #INCREASE #PAY COMMISSION #SALARY