কলকাতা – আপনি কি ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠা পেতে চান। কিংবা জীবন জিবিকার মাধ্যম হিসাবে চাকরির বদলে ব্যবসাকেই বেশি প্রাধান্য দিতে চান তাহলে এই সরকারি সুযোগটি নেহাত আপনার জন্য। কারণ ব্যবসা করতে চাইলে যেমন দরকার সঠিক পরিকল্পনা তেমনি দরকার পুঁজির । তবে এবার চিন্তার কোনও কারণ নেই । আপনার যদি উদ্যোগ থাকে তাহলে সরকারি সহায়তা অর্থাৎ সরকারের আর্থিক সাহায্য নিয়ে এখনই শুরু করুন আপনার মনের মতো ব্যবসা । এতে যেমন আপনার আয়ের পথ প্রসস্ত হবে তেমনি একজন ভালো মানের উদ্যোগ পতি হলে আপনি সহজেই বাড়িয়ে নিতে পারেন আপনার সামাজিক সম্মান ও প্রতিপত্তি ।
আসলে গত দু’বছর ধরে গোটা বিশ্ব জুড়ে আর্থিক মন্দার জেরে সরকারি হোক কিংবা বেসরকারি, চাকরির বাজার বেশ খারাপ। এই অবস্থায় বেশির ভাগ বেকার যুবক-যুবতী অনলাইনে কিংবা সরাসরি দোকান ঘর নিয়ে ব্যবসার উদ্যোগ নিচ্ছেন । কিন্তু সাম্প্রতিক দুর্মূল্যের বাজারে একে তো সংসার চালাতেই নাজেহাল অবস্থা। তার ওপর নতুন করে ব্যবসার পরিকল্পনা যেন অলীক স্বপ্ন। কিন্তু আপনার ব্যবসা করার স্বপ্ন কে স্বার্থক করতে পারে সরকার। কিন্তু কিভাবে ? এ প্রশ্ন উঠতেই পারে । তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বিষয় সম্পর্কে ।
জানেন কি, আপনি ব্যবসা করতে চাইলে ব্যবসার পুঁজি অর্থাৎ মূলধন আপনাকে জোগান দেবে সরকার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত ? এ বিষয়ে বিশেষজ্ঞদের মত , ইতিমধ্যেই রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ১০০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । এরপরেও মমতার লক্ষ্য কর্ম সংস্থান । তার কারণ রাজ্যের লাগামহীন বেকারত্ব মুখ্যমন্ত্রীর প্রধান মাথা ব্যাথার কারণ । এই অবস্থায় ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করতেই রাজ্য সরকার বেকার যুবক – যুবতীদের ব্যবসায়িক উদ্যোগে আর্থিক ভাবে সহযোগিতার হাত প্রসারিত করতে চাইছে ।
ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা বাংলার প্রান্তিক মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে যেমন একাধিক প্রকল্প চালু করেছেন। তেমনি রাজ্যের বেকার যুবক- যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে বিগত কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী এ বঙ্গে চালু করেছেন কর্মতীর্থ(karma tirtho prokalpo) প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার বেকার যুবক- যুবতীদের ব্যবসা করার জন্য দোকান ঘরের ব্যবস্থা করা সরকারি তরফে । কারণ সরকারের লক্ষ্য একটাই যেভাবেই হোক রাজ্যের লাগামহীন বেকারত্বের রাশ নিয়ন্ত্রণ করে বিপুল হারে কর্মসংস্থান(employment) করা।
এবার রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দপ্তরের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে ব্যবসা এবং চাষের কাজে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে কর্পোরেশন এলাকায় এই সুবিধা পাওয়া যাবে না। গ্রামীন এলাকাতেই এই সুবিধা চালু হয়েছে । পাশাপাশি এই প্রকল্পের আওতায় সহজ শর্তে সরকারী ভর্তুকি সহ ঋণ দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
এমনকি সরকারের এই প্রকল্পের মাধ্যমে চালকল, তেলকল, মশলা, কেক, পেস্ট্রি, পাউরুটি, বেকারি আইটেম, সবজি, মধু, মাশরুম, দুধ সহ বহু ব্যবসায় (New Business) আর্থিক সহায়তা করা হবে। এই ছোটখাটো ব্যবসা বা চাষ করার জন্য রাজ্য সরকারের তরফে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। যার একটি নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি থাকবে। যদি ব্যবসার পরিধি বাড়তে থাকে, সেক্ষেত্রে কারখানা তৈরি করতে গেলেও (New Business) রাজ্য সরকার ২৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করবে। সেই টাকা পরপর দুটি ধাপে দেওয়ার ব্যবস্থা রয়েছে । তাহলে আর দেরি না করে নিজের ব্যবসায়িক উদ্যোগ কে এগিয়ে নিয়ে যেতে এখনই আবেদন করুন সরকারি ভাবে প্রদেয় আর্থিক সহায়তার জন্য । আর শুভ মহরৎ দেখে নিজের মনের মতো ব্যবসা শুরু করুন। নিজেকে ব্যবসায়ী হিসাবে জীবনে প্রতিষ্ঠিত করুন খুব সহজে।
written by- Somnath Pal.
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #NEW BUSINESS #WB GOVT #PRAKALPA #ECONOMICAL HELP #LOAN