ব্যাংকে শতাধিক চাকরির সুযোগ, দীর্ঘদিনের সপ্ন পূরণ করুন আবেদন করে -CBI Bank Recruitment

স্বাধীনতার অমৃত মহোৎসব বলে কথা । তাই নিয়োগও হবে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস কে উৎসর্গ করে । তবে চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার গোটা দেশ জুড়ে কয়েকশো আধিকারিক  (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা(FINANCE MINISTRY) সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (CENTRAL BANK) ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি (BANK JOB) করতে হবে গোটা দেশের সংশ্লিষ্ট ব্যাঙ্কের একাধিক শাখায় । 

এই মুহূর্তে দেশের ৩৪ টি রাজ্যে এবং দুটি কেন্দ্র শাসিত অঞ্চলেই সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখা রয়েছে । এক্ষেত্রে গোটা দেশের মোট ৪৫০০ টি শাখায় বর্তমানে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মী  সংখ্যা ৩১ হাজারের ওপর । গ্রাহক দ্রুত এবং তরান্বিত পরিষেবা পৌঁছে দিতে গোটা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া  বলে জানানো হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া মারফৎ। এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন । এবার তাহলে জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে— 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে (www:centralbankofindia.co.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।  

এবার আসি শূন্যপদ সম্পর্কে—

পদের নাম- চিফ ম্যানেজার সিনিওর ম্যানেজমেন্ট (CHIEF MANAGER SENIOR MANAGEMANT )

শূন্যপদের সংখ্যা – ৫০ টি 

বয়স– এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

শিক্ষাগত যোগ্যতা– 

আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায়  স্নাতক  হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।  তৎসহ ব্যাঙ্কের প্রশাসনিক কাজে অন্তত ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।  

পদের নাম– সিনিওর ম্যানেজার মিডিল ম্যানেজমেন্ট (SENIOR MANAGER MIDDLE MANAGEMANT )

শূন্যপদের সংখ্যা – ২০০ টি 

বয়স– এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায়  স্নাতক  হতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।  তৎসহ ব্যাঙ্কের প্রশাসনিক কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।  

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, 

৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি ।

আবেদন ফী – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই । 

নিয়োগ পদ্ধতি – 

উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে অনলাইন পরীক্ষার জন্য । তারপর যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য । সব শেষে আবেদনকারীর জমা করা নথি পত্রের ভেরি ফিকেশন এবং সফল প্রার্থী দের স্বাস্থ্য পরীক্ষা করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে নিযুক্ত কর্মীকে দেশের যে কোনও প্রান্তে সেন্ট্রাল ব্যাঙ্কের শাখায় চাকরি করতে হবে ।  

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.centralbankofindia.co.in

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানানোর শেষ তারিখ 11/02/2023 

আমরাই দেবো সঠিক চাকরির খবর , চোখ রাখুন  Bongodhara.com – এ 

 Official Notice : Download 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB #CENTRAL  BANK

Leave a Comment