সরকারি কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । তাও যদি হয় ব্যাংকে তাহলে আর কথায় নেই । এবার চাকরি প্রার্থীদের সামনে ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ । সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং (IBPS) পার্সোনেল সিলেকশনের পক্ষ থেকে । এক্ষেত্রে শূন্য পদ বেশ কয়েক হাজার । এক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তের যোগ্যতা সম্পন্ন এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন । তাহলে আসুন চটপট জেনে নিন আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি বিষয় ।
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ক্লার্ক (Clerk) পদের ক্ষেত্রে 6030 টি শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । আই বি পি এস (IBPS) ক্লার্ক পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে ।
সংশ্লিষ্ট ক্লার্ক পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন কারি প্রার্থীদের প্রথমেই দিতে হবে লিখিত পরীক্ষা । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বা সফল প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ইন্টারভিউতে যোগ্যতা যাচাইয়ের পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
উক্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ( www.ibps.in) এ ঢুকে নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে । এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করতে হবে । সবশেষে নিজের নাম সই করে তা স্ক্যান করে এবং পাসপোর্ট সাইজের ছবি ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদন ফর্ম টি সাবমিট করতে হবে।
অনলাইনে ফর্ম ফিলাপের সময় আবেদনকারী প্রার্থীকে তার ভোটার কার্ড এবং আঁধার কার্ড, জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র , বয়সের প্রমান পত্র , সবই কাছে রাখতে হবে । সম্পূর্ণ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২১ শে জুলাই অর্থাৎ 21/07/2023 পর্যন্ত । আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.ibps.in
আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com -এ
Written by – Somnath Pal .
Official Notice : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- #OFFICIAL JOB #BANK JOB #RECRUITMENT #IBPS #CLERK