ব্যাংক অফ ইন্ডিয়াতে কয়েকশো স্টাফ নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -Bank Of India Recruitment

চলতি বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর । আগামী এপ্রিল মাসের মধ্যেই সম্পন্ন হবে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া । এবার গোটা দেশ জুড়ে কয়েকশো প্রবেশনারি অফিসার (PROBETIONARY OFFICER) নিয়োগ হতে চলেছে ভারত সরকারের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক (BANK OF INDIA )অব ইন্ডিয়ায়  ।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে  ব্যাঙ্ক অব ইন্ডিয়ার  মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে  ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একাধিক শাখায়। আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে  । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ  Project No – 2022-23/03 Dated – 01/02/2023 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে— 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে  ব্যাঙ্ক অব (BANK OF INDIA) ইন্ডিয়ার ওয়েব সাইটে  (www.bankofindia.co.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । তবে এ ক্ষেত্রে দেশের বাইরের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আবেদনের সুযোগ ।  

এবার আসি শূন্যপদ সম্পর্কে—

পদের নাম – ক্রেডিট অফিসার (CREDIT OFFICER) 

শূন্যপদ – ৩৫০  টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৯  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে  যে কোনও শাখায় স্নাতক ডিগ্রীধারী হতে হবে । 

মাসিক বেতন –

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক মারফৎ প্রতি মাসে ৬৩,৮৪০ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি সুবিধা গুলি । 

পদের নাম – আই টি অফিসার (IT OFFICER ) 

শূন্যপদ – ১৫০  টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৯  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে  যে কোনও শাখায় স্নাতক অথবা কম্পিউটার সায়েন্স অথবা তথ্য প্রযুক্তি বিষয়ে  ডিগ্রীধারী হতে হবে । 

মাসিক বেতন –

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক মারফৎ প্রতি মাসে ৬৩,৮৪০ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি সুবিধা গুলি ।

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন পত্র পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল ,

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, 

৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি ।

আবেদন ফী – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে । এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফী জমা করতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নামে । 

নিয়োগ পদ্ধতি – 

উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে অনলাইন লিখিত পরীক্ষার জন্য । তারপর যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য । সব শেষে আবেদনকারীর জমা করা নথি পত্রের ভেরি ফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে ব্যাঙ্ক অব (BOI) ইন্ডিয়ার তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে নিযুক্ত কর্মীকে প্রথমে তিন বছর মেয়াদে ব্যাংকিং এবং ফাইনান্স বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে । 

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  (www.bankofindia.co.in

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানাতে হবে আগামী ২৫ শে ফেব্রুয়ারি অর্থাৎ 25/02/2023 – এর মধ্যে ।  

 

চট জলদি চাকরির খবর পেতে নজর রাখুন   Bongodhara.com – এ 

Official Notice : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB #BOI #BANK OF INDIA

Leave a Comment