শীত – গ্রীষ্ম – বর্ষা , ব্যবসায় ভরসা । আসলে কথায় বলে লক্ষ্মী বসতে বাণিজ্য । চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা । তার ওপর পরের গোলামী । তাই মনের মতো ব্যবসা করতে পারলে আর কথায় নেই । একবার পসার সাজিয়ে নিতে পারলেই হল । তারপর লক্ষ্মী লাভ শুধু সময়ের অপেক্ষা । তবে অনেক ব্যবসাই আছে যার জন্য রীতিমতো প্রশিক্ষণ দরকার আবার বেশ কিছু ব্যবসা আছে যেখানে পুঁজি অর্থাৎ মূলধন যেমন সামান্য প্রয়োজন তেমনি অভিজ্ঞতা বা প্রশিক্ষণেরও তেমন দরকার হয়না । এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন কোনও ব্যক্তি যদি ঋতু অনুযায়ী চুটিয়ে মরশুমি ব্যবসা করেন লাভের অঙ্ক ঘরে আসবে নিশ্চিত । যেমন ধরা যাক এখন গ্রীষ্ম কাল । এই গ্রীষ্ম কালে কেউ যদি ঠাণ্ডা পানীয় কিংবা জলজ দ্রব্যের ব্যবসা করেন তাহলে ওই ব্যক্তির ব্যবসা চলবে গড়গড়িয়ে ।
এবার হয়তো একটি প্রশ্ন আপনার মনে উঁকি দিচ্ছে এই গররমে এমন কি ব্যবসা করলে প্রতি মাসে কিংবা বৎসরান্তে মোটা টাকা ঘরে তোলা যাবে । তাই আজ আমরা সেই সকল যুবক – যুবতীদের উদ্দেশ্যে এমন কিছু আকর্ষণীয় মরশুমি ব্যবসার আইডিয়া বা ধারাওনা দিতে চাই যা থেকে টাকা উপার্জন হবে বিলক্ষণ । পাশাপাশি বিশেষজ্ঞরা অবশ্য একটি কথা অবশ্যই মাথায় রাখার পরামর্শ দিয়েছেন সেটি হল । বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসা করলে সাফল্য লাভ করা যায় খুব সহজেই ।
এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমরা যে ব্যবসা গুলির কথা আলোচনা করব সেগুলি হল
১) সাঁতার প্রশিক্ষণ –
গরমে জল পছন্দ করেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল । কেউ কেউ আবার স্নান করতে নদী কিংবা পুকুরে নেমে ঘণ্টার পর ঘণ্টা জলেই কাতিয়ে দেন । তবে এর জন্য দরকার সাঁতারের । তবে অনেক মানুষই সাঁতার না জানলে আবার জলের ধারে ঘেঁষতে চান না । তাই আপনি যদি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে কম খরচে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন তাহলে প্রতিমাসে সাঁতার শিখিয়ে ইনকাম হবে বেশ । বর্তমান সময়ে শিশুদের পাশাপাশি অনেক প্রাপ্ত বয়স্ক মানুষরাও শরীর চর্চার কারণে সাঁতার শেখেন নিয়ম করে ।
২) পোশাক তৈরি ব্যবসা – :
আপনার যদি সেলাই বা জামা কাপড় কাটিং -য়ের কাজে অভিজ্ঞ তা থাকে তাহলে নিজের বাড়িতেই রুচি সম্মত আধুনিক ডিজাইনের পোশাক তৈরি করে নেট মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন । পাশাপাশি এ বিষয়ে খুব অল্প সময়ে এবং স্বল্প টাকায় কোর্স করে নিতে পারেন । বর্তমান বাজারে এমন বহু প্রতিষ্ঠান রয়েছে যারা এই প্রশিক্ষণ দিয়ে থাকে ।
৩) টাটকা ফল দিয়ে তৈরি জ্যুসের ব্যবসা -:
গরম কালে বাজার জুড়ে রসাল ফলের ছড়াছড়ি । যেমন , আম, আনারস, মুসুম্বি লেবু , ডালিমের মতো মরশুমী ফল বাজার থেকে পাইকারি দরে কিনে নিয়ে তা পেষাই করে তার সঙ্গে একটু ঠাণ্ডা বরফ দিলেই এক নিমেষে তৈরি হয়ে যাবে ফলের জ্যুস । কাস্টমার বা গ্রাহকের চাহিদা অনুযায়ী বানিয়ে ফেলতে পারলেই আর দেখে কে । যেমন বিক্রি তেমন লাভের অঙ্ক । তবে বাজার থেকে ফল কেনার সময় আপনাকে অবশ্যই টাটকা ফল কিনতে হবে ।
৪) লস্যি ও কোল্ড কফি-র ব্যবসা -:
দইয়ের শরবত বা ঘোল কিংবা লস্যিও এই সময়ের বেশ চাহিদার । বাজারে গেলেই দেখা মিলবে নানারকম লস্যি স্টলের । আপনি যদি ঘন করে দই দিয়ে লস্যি তৈরি করতে চান তাহলে এর খরচ খুব সামান্য । সেই সঙ্গে আপনার সরবতের দোকানে রাখতে পারেন কোল্ড কফি কিংবা ঠান্ডা মিল্ক শেকও। যা অনেক গ্রাহকেরই বেশ পছন্দের ।
৫) ওয়াটার এটিএম – :
এই গরমে ওয়াটার এটিএম ব্যবসাও খুব লাভবান হতে পারে। যে কোনও বাস স্ট্যান্ড-রেলওয়ে স্টেশন সহ একাধিক জায়গাতে এই ব্যবসা খুব সহজেই শুরু করা যেতে পারে। যে কোনও ব্যক্তি ওয়াটার এটিএমে টাকা দিয়ে প্রয়োজনীয় জল ভরে নিতে পারবেন কোনও বোতল কিংবা জগে। এই ব্যবসায় ৩০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত ব্যবসা শুরু করতে পারবেন। আর তাতে প্রত্যেক মাসে ২০ থেকে ত্রিশ হাজার টাকা রোজগারের সুবিধা রয়েছে।
৬) মাটির পাত্রের ব্যবসা -:
গরমে অনেকেই মাটির কলসি সহ বিভিন্ন পাত্রে জল রাখেন। এমনকি তাতে খেতেও ভালোবাসেন। কথিত আছে মাটির পাত্রে জল রাখলে নাকি জল ঠান্ডা থাকে। ফলে গরমের দিনে মাটির পাত্রের ব্যবসা শুরু করতে পারেন। ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে খুব একটা বিনিয়োগ করতে হবে না। অল্প বিনিয়োগেই মোটা অঙ্কের রোজগার সম্ভব।
৭) লেবুর রস ও সোডা জ্যুস- র ব্যবসা -:
প্রচণ্ড গরম ও ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে অনেক মানুষই লেবুর জলের গ্লাসে চুমুখ দেন । তাই লেবুর রসের জন্য ছোট্ট ফুড ট্রাক কিংবা ছোট্ট দোকান দেওয়া যেতে পারে। পাতিলেবু, বরফ, বিশুদ্ধ পানীয় জল – খুব কম খরচেই করা যেতে পারে। এর সঙ্গে লেবুর রসের সঙ্গে সোডা জ্যুসও রাখা যায়।
এই ধরণের ব্যবসার আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #NEW IDEA #TIPS #BUSINESS #SUMMER #SELF EMPLOYMENT