ভাবা যায় ! মাত্র ১০০ টাকায় ৫ লাখ , এমন নোটের কথা শুনেছেন না কি কখনও-Old Currency Business

এমন কিছু বিষয় আছে যা চখে না দেখলে বিশ্বাস করা যায়না । প্রথম অবস্থায় অবশ্য এমন বিষয় কে গল্প বলে উড়িয়ে দেন অনেকে ।তবে গল্প হলেও এটি খাঁটি সত্য । এই যেমন ধরুন মাত্র ১০০ টাকায় আপনি পাবেন ৫ লাখ টাকা । শুনতে অবাক লাগলেও এ ঘটনা একেবারে ইতিহাস সত্য । প্রতিবেদন টি পড়াকালীন আপনার মনে  হয়তো এই প্রশ্নি উঁকি দিচ্ছে এ আবার হয় নাকি ? কিন্তু এক কথায় উত্তর হবে, আলবাত সম্ভব । কিন্তু কিভাবে । তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে মাত্র ১০০ টাকায় এক নিমেষে আপনি হয়ে জেতে পারেন পাঁচ লাখের মালিক । 

এক কথায় বলতে গেলে এ এক লটারি ও বটে । মাত্র ১০০ টাকার এমন নোট যদি কোনও ব্যাক্তির সংগ্রহের তালিকায় থেকে থাকে তাহলে তিনি অবশ্যই একজন ভাগ্যবান । কিন্তু কি এমন নোট যা থেকে আপনার লাখপতি হওয়ার স্বপ্ন পূরণ হবে অতি সহজেই । এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন , সারা পৃথিবীর এমন অনেক মানুষই আছেন যারা পুরনো নোট কিংবা কয়েন নিজের সংগ্রহের তালিকায় রেখে দিতে পছন্দ করেন ।  নেহাত পছন্দ নয় , চড়া  দাম পেলে তা বিক্রি করে সহজেই নিজের লাখ কিংবা কোটি পতি হওয়ার স্বপ্ন সহজেই পূরণ করেন । কিন্তু এই চালানে আমরা ভারতীয় মুদ্রায় মাত্র ১০০ টাকার এমন নোট সম্পর্কে আলোচনা করতে চলেছি যার বর্তমান বাজার মূল্য ২.৫ লক্ষ টাকা । 

এবার তাহলে জেনে নেওয়া যাক ১০০ টাকার এমন নোটের কেরামতি সম্পর্কে – 

যদি কোনও ব্যাক্তির কাছে ভারতীয় মুদ্রায়  ১০০ টাকার এমন নোট থাকে , যে নোটের ওপর ভাগে কিছুটা অংশ সাদা হতে হবে । ওই নোটের ক্রমিক নম্বরে থাকতে হবে ৭৮৬ নম্বর । এ কথা অবশ্য আমাদের সকলেরই জানা যে,  ৭৮৬ নম্বর টি মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে অতপ্রত ভাবে । এই নম্বরটি তাঁদের কাছে শুভ প্রতিক হিসাবে বরাবরই সমাদৃত । স্বভাবতই মুসলিম সম্প্রদায়ের  কোনও ব্যক্তি এমন নম্বর দেওয়া নোট পেলে সহজেই তা নিজের কাছে রেখে দিতে চাইবেন বিলক্ষণ । তা সে যত দামই হোক । তিনি তা চড়া দাম দিয়ে কিনে নিতেও বিন্দু মাত্র কসুর করবেন না । যার কারণে ভাগ্য কে হাতিয়ার করে আপনি মাত্র ১০০  টাকার এমন নোট চড়া দামে বিক্রি করে আপনার লাভের অঙ্ক সহজেই ঘরে তুলে নিতে পারেন । 

এবার হয়তো আপনি ভাবছেন , কিভাবে আপনি এই নোট টি বিক্রি করবেন ? তবে চিন্তা করবেন না আজ আমরা সেই বিষয়টিও বিশদে তুলে ধরব আপনাদের সামনে । চটপট নিয়ম গুলি পড়ে নিয়ে কোমর বেঁধে তৈরি হন ।

১) এ বিষয়ে প্রথমেই আপনাকে অনলাইনে Indiamart.com, CoinBazzar বা OLX এর মত ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট খুলে নিতে হবে । 

২) এবার ওই সাইট গুলিতে একজন বিক্রয়কারী হিসাবে নিজের নাম- ফোন নম্বর – ইমেল আই ডি আপলোড করুন । 

৩) ঠিক একই ভাবে আপনার কাছে থাকা ১০০ টাকার এমন জাদুভরি নোটের ছবিটি আপলোড করুন ।  

৪) এবার আপনার বিজ্ঞাপন দেখে কোনও ক্রেতা আপনার সঙ্গে যোগাযোগ করবেন ।  

এবার আপনি আপনার দাম অনুযায়ী ওই ক্রেতার সঙ্গে ডিল (DEAL) করলে সহজেই আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়ে যাবে আপনার একশো টাকার নোট টি । তবে এমন নোট যদি আপনার কাছে দুটি থেকে থাকে তাহলে তো আর কথায় নেই । সহজেই আপনি পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন মুহূর্তের মধ্যে । তাহলে আর দেরি করবেন না এখনই লাখ পতি হওয়ার স্বপ্ন পূরণ করুন মাত্র ১০০ টাকার বিনিময়ে । 

এই ধরণের আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #OLD CURRENCY #COIN #NOTE #BUSINESS #ONLINE #SOCIAL MEDIA #SALE #HUNDRED  RUPEES

Leave a Comment