ভাবা যায় ! মাত্র ১০০ টাকায় ১৬ লাখ টাকা , সঙ্গে পাবেন ঋণের সুবিধা, রইল বিস্তারিত -Post Office Scheme

ব্যাঙ্ক  কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা, ভারতীয় পোস্ট অফিসের  স্কিমকে টেক্কা দেবে কে?  আসলে বহুকাল আগে থেকেই বিনিয়োগকারীদের মাথাব্যথার কারণ একটাই। সেটি হল  কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কিংবা এককালীন বিনিয়োগ(investment) নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ বেশি লাভ জনক বুঝে ওঠা দায়। কারণ বাজারে এখন হাজার রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে হাজির একগুচ্ছ সংস্থা। কারা কটা বেশি দেবে আর কারা কটা কম নেবে তাই নিয়েই প্রতিযোগিতার পালা। তবে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারীরা অবশ্য বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখেই বিনিয়োগ করেন।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে  ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই। স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের একাধিক স্কিম। কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। স্বাভাবিক অর্থে দেশের বিনিয়োগকারীদের কাছে এখনও পর্যন্ত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। এবারও তার অন্যথা হলনা । আবারও দুরদান্ত স্কিম নিয়ে এল পোস্ট অফিস । পোস্ট অফিসের এই স্কিমে  এই দুর্মূল্যের বাজারেও দেওয়া হচ্ছে ৫.৮ শতাংশ সুদ। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক । 

১) এই স্কিমের আওতায় দেশের যে কোনও ব্যক্তি  মাসে মাত্র ১০০ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পাবেন।   

২) পোস্ট অফিসের এই স্কিমে ভারত সরকার প্রতি তিন মাস অন্তর আপনার জমানো টাকার ওপর সুদ প্রদান করে। পরে ওই সুদের সঙ্গে আসল টাকা জমা হয়ে মোট টাকার ওপর তিন মাস পর আবার সুদ। এই ভাবে দীর্ঘ মেয়াদি হারে চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ বাড়তে থাকে। 

৩) এক্ষেত্রে ওই ব্যক্তির টাকা সম্পূর্ণ কর মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রী। 

৪) এই স্কিমটি  নুন্যতম দশ বছরের জন্য রাখা হয়েছে। এমনকি কোনও বিনিয়োগকারী যদি মনে করেন তার জমানো টাকার ওপর ঋণ নেবেন সে ক্ষেত্রে তিনি এই স্কিমের আওতায় লোন অর্থাৎ ঋণও নিতে পারবেন। 

৫) নুন্যতম ১৮ বছর বয়সী যেকোনো ব্যক্তি গোটা দেশের পোস্ট অফিসের যেকোনো শাখায় এই স্কিমে টাকা বিনিয়োগের সুবিধা পাবেন। 

৬) পোস্ট অফিসের এই স্কিমে যদি কোনও বিনিয়োগকারী প্রতিমাসে ১০০০০ টাকা দশ বছরের জন্য বিনিয়োগ করেন। তাহলে দশ বছর পর ওই ব্যক্তি ১৬ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন।  

এক কথায় স্বল্প অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের  জুড়ি মেলা ভার। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন,  তাই আর দেরি না করে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করাই ভালো। কারণ বর্তমানের এই ক্ষুদ্র সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে নিরাপদ করতে পারে বিলক্ষণ। 

এই ধরণের আকর্ষণীয় স্কিমের খবর পেতে নজর রাখুন bongodhara.com -এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #POST OFFICE #SCHEME #SAVINGS #INDIA POST #GOVT OF INDIA

Leave a Comment