ভাবা যায়! মাত্র 15 টাকায় পাওয়া যাবে পেট্রোল, বিস্তারিত পড়ুন – Good News for Indians

নয়াদিল্লী – রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানি তেল , কয়েক বছর যাবত আগুন ছোঁয়া দামে পুড়ছে গোটা দেশ । কিন্তু এবার বুঝি শেষের পালা । তবে দেশের রাজনীতিতে ভোট বড় বালাই । ভোটের ময়দানে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন রাজনৈতিক নেতারা । এবারও তার অন্যথা হলনা ।  সম্প্রতি বিধানসভা ভোটের আবহে রাজস্থানে গিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী । স্থানীয় প্রতাপনগরে রাজনৈতিক সভা মঞ্চে দাঁড়িয়ে পেট্রোলের দাম নিয়ে আগাম ভবিষ্যৎ বানী শোনালেন তিনি । 

এদিনের রাজনৈতিক বক্তব্যে মন্ত্রী বলেন, আর কয়েক বছরের মধ্যে গোটা দেশে পেট্রোলের দাম হবে ১৫ টাকা লিটার । কিন্তু বর্তমান দাম তো ১০৬ টাকা প্রতি লিটার । তাহলে এ কি করে সম্ভব ? অবশ্য নিজের বক্তব্য আর পেট্রোলের দাম নিয়ে ভবিষ্যৎ বানীর সমর্থনে স্পষ্ট যুক্তিও দিয়েছেন মন্ত্রী মশাই স্বয়ং । তিনি বলেন  শুধু খাবার উৎপন্ন করায় নয় , এবার থেকে দেশের কৃষক ভাইরা  জ্বালানি উৎপাদনেও বড় ভুমিকা গ্রহন করতে চলেছে । এ বিষয়ে গোটা দেশের দেড় লক্ষ আঁখ চাষি ভাইদের কথা উল্লেখ করে তিনি জানান , আঁখের থেকে উৎপাদিত ইথানল থেকে দিব্যি চলবে যানবাহন । পাশাপাশি গোটা দেশ জুড়ে ইলেকট্রিক যানবাহনের বাড় বৃদ্ধির কথাও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে ।

প্রতাপ নগরের রাজনৈতিক মঞ্চে মোদী মন্ত্রী সভার দায়িত্বপূর্ণ  মন্ত্রী বলেন , দেশে পেট্রোল-ডিজেলের দাম লিটারে ১৫ টাকায় গিয়ে ঠেকতে পারে। কিন্তু কি করে? আসলে তিনি বলেন যে ৬০ শতাংশ ইথানল এবং ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করা হলে পেট্রল প্রতি লিটার ১৫ টাকায় পাওয়া যেতে পারে। এতে দূষণও কম হবে আবার জ্বালানি আমদানিও কমানো যেতে পারে । বর্তমানে গোটা দেশে আমদানিকৃত জ্বালানি তেলের পরিমাণ ১৫ লাখ কোটি টাকা । তবে ইলেকট্রিক যানবাহন আর পেট্রোল – ডিজেলের বদলে বিকল্প জ্বালানি হিসাবে ইথানলের ব্যবহার বাড়লে আগামীতে আমদানিকৃত জ্বালানির পরিমাণ কমলে পেট্রোলের দাম ১৫ টাকা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী । তবে আগামীতে পেট্রোলের দাম সত্যিই ১৫ টাকা লিটার হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আপাতত কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে খুশির হাওয়া গোটা দেশ জুড়ে । 

এই ধরণের আকর্ষণীয় খবর পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here


TAG – #BJP #MINISTER IN-CHARGE #TRASNPORT MINISTER #PETROL #DEASEL #PRICE

Leave a Comment