ভাবা যায় ! মাত্র 5 টাকায় আনলিমিটেড কলিং – আনলিমিটেড ডাটা, তাড়াতাড়ি করুন-Jio Dhamaka Offer

মুম্বাই :  সাম্প্রতিক সময়ে মোবাইল ছাড়া দুনিয়া অচল । আর মোবাইল মানেই ইন্টার নেট । আর ইন্টারনেটের হাত ধরেই সখের হ্যান্ড সেটে সর্বক্ষণ গান শোনা, খেলা দেখা, সিনেমা দেখা, থেকে শুরু করে ফেস বুক অথবা হোয়াটস অ্যাপে চ্যাট করা আরও কত কি । তার জন্য মোবাইলে ডাটা চাই..ই চাই। তবে মোবাইলে ডাটার জন্য গ্রাহকের পকেট পারমিটও হওয়া চাই । কিন্তু বাজারে এখন অনেক সংস্থা ।  জিও (Jio), এয়ারটেল (airtel) থেকে ভোদা ফোন (voda) পাশাপাশি আরও কত নামীদামী সংস্থা । তবে প্রতিযোগিতার অন্ত নেই । যে যার সাধ্য মতো কোটি কোটি গ্রাহকদের স্বল্প মূল্যে পরিষেবা দিতে সদা তৎপর।

কিন্তু স্বল্প মূল্যে গ্রাহকদের নানা প্রকারের নিত্য নতুন অফার দেওয়ার ক্ষেত্রে মুকেশ আম্বানির জিও (Jio)  অবশ্য অন্যান্য সংস্থাকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে ইতিমধ্যেই। এমনকি সর্ব প্রথম রিলায়েন্স জিও (Reliance jio)  – হাত ধরেই গোটা দেশের আনাচে কানাচে ৫জি ইন্টারনেট পরিসেবাও পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা । 

তবে দেশ জুড়ে ৫ জি ইন্টারনেট পরিসেবা নিয়ে তোড়জোড়ের মাঝেই এবার গ্রাহকদের জন্য এক আকর্ষণীয় স্বস্তা ধামাকাদার অফার নিয়ে হাজির হল জিও । অফার টি গ্রাহকের সাধ ও সাধ্যের মধ্যে । অর্থাৎ স্বস্তায় কম খরচে বছর ভর চুটিয়ে ইন্টারনেট আর আনলিমিটেড কলিং – য়ের সুবিধা রয়েছে । শুধুই কি আনলিমিটেড ডাটা আর কলিং , এর সঙ্গে গ্রাহক পাবেন ভয়েস কলিং  থেকে শুরু করে এস এম এস – এর সুবিধা । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক জিও – (Jio) এর ধামাকাদার অফার সম্পর্কে -:   

১) যেখানে প্রতিদিন মাত্র ৫ টাকা অনুপাতে  প্রতিমাসে ১৩৮ টাকা খরচ করলেই মাস ভর পেয়ে যাবেন আন লিমিটেড ডাটা-র সুবিধা । এই প্ল্যান গ্রহণ করলে আপনি সর্বমোট ২৪ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। উচ্চগতির ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে।

২) জিওর এই প্ল্যান টি ১৫১৯ টাকার ।  এই প্ল্যানটিতে আপনারা ১৫১৯ টাকার বিনিময় পেয়ে যাবেন ৩৩৬ দিন অর্থাৎ ১১ মাসের বৈধতার পাশাপাশি জিও টু জিও আনলিমিটেড কল সহ দৈনিক ১০০টি ফ্রি এসএমএস এর সুবিধা। 

৩) এছাড়াও এই রিচার্জে আপনি পেয়ে যাবেন ভয়েস কলিং  থেকে শুরু করে জিও সিনেমা – জিও টি ভি – জিও স্পোর্টস সহ আরও একাধিক সুবিধা । 

তাহলে আর দেরি না করে এখনই রিচার্জ করুন । আর পেয়ে যান জিও-র ধামাকাদার অফার। 

এই ধরণের আকর্ষণীয় অফারের খবর পেতে নজর রাখুন bongodhara.com এ 

Telegram Channel : Click Here 

written by – Somnath Pal. 

TAG- #JIO #AIRTEL #VODAFONE #BUMPER OFFAR #DATA #UNLIMITED CALLING

Leave a Comment