ভাবা যায়! মাত্র 58 টাকায় 8 লাখ টাকা রিটার্ন , LIC-র নয়া প্ল্যানে ঘুরবে আপনার ভাগ্যের চাকা – LIC New Scheme

কলকাতা : কথায় বলে নারী মায়ের সমান । এবার সেই মহিলা অর্থাৎ মায়েদের জন্য ধামাকাদার পলিসি নিয়ে হাজির ভারতীয় জীবন বিমা কর্পোরেশন । তবে নিজের জীবন কে ভালবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। কারণ মানুষের জীবনে দুর্ঘটনা কখনও বলে আসেনা। তাই নিজের অথবা পরিবারের বাকি সদস্যদের  আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ বেছে নেন জীবন বিমার মতো একাধিক পলিসি কে। 

কিন্তু বর্তমান বাজারে এক গুচ্ছ বিমা সংস্থা । তথাপি দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এলআইসিকেই (LIC) বেশি নিরাপদ বলে মনে করেন। এর কারন টা অবশ্য বেশ স্পষ্ট । দেশের প্রান্তিক কিংবা শহরাঞ্চলের মানুষের ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে সুরক্ষিত করতে এল আই সি -র জুড়ি মেলা ভার । তাই বিমার ক্ষেত্রে দেশের একাধিক সংস্থা কে কয়েক কদম পিছনে ফেলে তালিকার  একেবারে প্রথম সারিতে অবস্থান করছে  এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIFE INSURANCE CORPORATION OF INDIA)। 

আসলে এলআইসি(LIC) বলে কথা। গোটা দেশের সবচাইতে বৃহৎ জীবন বিমা সংস্থা। তাই হাজার রকম প্ল্যান। কখনও এটা তো কখনও সেটা। বিমার ক্ষেত্রে ইতিমধ্যেই কয়েক হাজার বিমা প্ল্যান বা পলিসি নিয়ে হাজির হয়েছে এলআইসি। এবার দেশের মহিলাদের জন্য এক আকর্ষণীয় পলিসি লঞ্চ করেছে এল আই সি । 

ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের অর্থাৎ এল আই সি -র তরফ থেকে যে প্ল্যান বা পলিসিটি বাজারে লঞ্চ করা হয়েছে সেটি হল এলআইসি ‘ আঁধার শীলা পলিসি ‘ । এই পলিসিতে দৈনিক মাত্র 58 টাকা দিলেই ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ শেষে  গ্রাহক পাবেন নিশ্চিত 8 লক্ষ টাকা রিটার্ন । পাশাপাশি এই পলিসিতে প্রিমিয়ামের অংকও একেবারে সাধ্যের মধ্যে। 

ধরা যাক,  বছর ৩০ এর কোনও মহিলা যদি দিনে মাত্র 58 টাকা প্রিমিয়াম বাবদ খরচ করেন তাহলে পলিসির নিয়ম অনুযায়ী ওই মহিলার বছরে এলআইসি-র ঘরে জমা পড়বে 21918 টাকা।  যদি বিমাকারী এই পলিসিটি 20 বছরের মেয়াদের জন্য করেন তাহলে  20 বছর এল আই সি-র ঘরে তাঁর জমা টাকার পরিমান দাঁড়াবে 4,29,392 টাকা । মেয়াদ শেষে ওই মহিলা এল আই সি- র তরফ থেকে রিটার্ন পাবেন 7,94,000 টাকা ।   

তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক মহিলাদের জন্য এলআইসি (LIC)-র এই ‘ আঁধার শীলা ‘ পলিসির যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে :

এ বিষয়ে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ এলআইসি মারফৎ যে তথ্য দেওয়া হয়েছে সেটি এই রকম,

১)  এই পলিসিতে প্রিমিয়াম পরিশোধ করার নুন্যতম মেয়াদ 5 বছর। অর্থাৎ পলিসি শুরু করার পর বিমাকারীকে তা অন্তত পক্ষে পাঁচ বছর চালাতেই হবে । তবেই পলিসি হোল্ডার লয়্যালটি অ্যাডিশনের যোগ্য বলে বিবেচিত হবেন ।  

২) 8 বছর থেকে 55 বছর বয়সী যে কোনও  মহিলা এই দীর্ঘ মেয়াদী সেভিংস পলিসিতে বিনিয়োগ করতে পারবেন । 

৩) এই পলিসির সর্বোচ্চ মেয়াদ 20  বছর । তবে এই পলিসিতে 10 থেকে 20 বছরের জন্যে বিনিয়োগ করা যায়।

৪) এই পলিসিতে তিন মাস অন্তর অর্থাৎ ত্রৈমাসিক – ছ’মাস অন্তর অর্থাৎ ষাণ্মাসিক – অথবা বছরে একবারে প্রিমিয়াম জমা করার সুবিধা রয়েছে  । 

৫) পলিসি করার ক্ষেত্রে পলিসি হোল্ডারের আঁধার কার্ড পরিচিতি পত্র থাকা বাধ্যতা মুলক । অর্থাৎ শুধুমাত্র আঁধার কার্ড দিয়েই যে কোনও মহিলা এই পলিসি ওপেন করতে পারেন । 

৬) আধার শীলা পলিসিতে পলিসি হোল্ডার যদি পলিসির মেয়াদ শেষ হওয়ার আগেই মারা যান তাহলে তাঁর পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা হয়। আর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি বেঁচে থাকলে এল আই সি-র তরফে ওই পলিসি হোল্ডার কে সুদ সহ ফিরিয়ে দেওয়া হয় ম্যাচিউরিটির যাবতীয় টাকা। 

৭) এমনকি এই পলিসির বিনিময়ে পলিসি হোল্ডার কে এল আই সি-র তরফ থেকে ঋণ -এর সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে । পাশাপাশি রয়েছে গাড়ি বিমার সুবিধা । মোটের ওপর এই পলিসি টি ঘরের মহিলাদের ক্ষেত্রে বিমা এবং টাকা সঞ্চয় অর্থাৎ সেভিংস-র এক উত্তম ব্যবস্থা । 

কোথায় গেলে মিলবে এই পলিসির সুবিধা ?

ইতিমধ্যেই ভারতীয় জীবন বিমা (LIC) কর্পোরেশনের যে ওয়েব সাইট চালু রয়েছে অনলাইন পদ্ধতিতে সেখানে ঢুকে দেশের যেকোনো প্রান্তের গ্রাহক এই ‘ আঁধার শীলা ‘ পলিসির বিস্তারিত তথ্য যেমন পাবেন তেমনি পলিসিতে অংশগ্রহণ করতে পারেন। এ ছাড়াও নিকতবর্তী কোনও এজেন্ট অথবা সরাসরি এলআইসি-র কোনও শাখা অফিসে গেলেই মিলবে পলিসির যাবতীয় তথ্য এবং পলিসি ক্রয়ের যাবতীয় সুবিধা। 

বিমা সংক্রান্ত এই ধরণের আকর্ষণীয় খবর পেতে নজর রাখুন bongodhara.com -এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #LIC #NEW INSURANCE PLAN #LIFE INSURANCE CORPORATION  #LIC OF INDIA

Leave a Comment