সুন্দর একটা বাড়ি, আর দামি গাড়ি। আসলে মানুষের সখের অন্ত নেই। কিন্তু সখ পূরণে অবশ্যই পকেট পারমিট হওয়া চাই। কারণ সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে সংসার চালানোয় দায়। তার ওপর নাকি সখের বাইক। তবে সাধারণ মানুষের সখ ও প্রয়োজনের কথা মাথায় রেখে বাইক প্রস্তুতকারী একাধিক সংস্থায় নানা অফার দিচ্ছে ক্রেতাদের উদ্দেশ্যে। ঠিক যেমনটি রয়্যাল এনফিল্ড বুলেট। আসলে বাইক চড়তে ভালোবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। তার ওপর যদি রয়্যাল এনফিল্ড বুলেট(Royal Enfield Bullet 350) হয় তাহলে তো আর কথায় নেই। স্বপ্নের বাইক বলে কথা। কিন্তু দাম ও নেহাত কম নয়।
তবে গোটা দেশ জুড়ে বুলেট প্রেমীদের উদ্দেশ্যে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়্যাল এনফিল্ড বুলেট প্রস্তুতকারী সংস্থা। এবার প্রতিদিন মাত্র ৯০০০ টাকায় বাড়ি নিয়ে আসা যাবে স্বপ্নের বুলেট । পাশাপাশি এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা গ্রাহকদের কথা মাথায় রেখেই একটি ফিনান্স(FINANCE SCHEME) স্কিম এনেছে, যার সাহায্য গ্রাহকরা মাসিক কিস্তিতে এই গাড়ি কিনে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন। তবে ক্রেতাকে বাইক কেনার সময় শুধুমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। এর পাশাপাশি আরও কিছু অফার রয়েছে । এনফিল্ড -র সমস্ত মডেল গুলি যেমন আপনি সস্তায় পেয়ে যাবেন । তেমনি কেনার সময় ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট যেমন করতে পারবেন তেমনি মাসিক সহজ ও স্বল্প কিস্তিতে অর্থাৎ মান্থলি ইন্সটল্মেন্ট (EMI) সিস্টেম পাবেন । এছাড়াও এক কালীন টাকা দিয়ে কিনতে চাইলে আপনি মোট দামের ওপর পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অর্থাৎ বিশেষ ছাড়ের সুবিধা । তাহলে আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক রয়্যাল এনফিল্ড কি মডেলে কি অফার অফার দিচ্ছে ।
রয়্যাল এনফিল্ড -র নতুন অফার – :
১) বুলেটের (BULLET) ক্ষেত্রে – :
আপনি যদি রয়্যাল এনফিল্ড-র পুরনো মডেল ‘ বুলেট ‘ কিনতে চান এর জন্য আপনাকে ডাউন পেমেন্ট হিসাবে ৯০০০ টাকা শোরুমে জমা দিতে হবে ।
২) রয়্যাল এনফিল্ড ক্লাসিক ( ROYAL ENFIELD) -:
এই মডেলটি বেশ জনপ্রিয় । আপনি যদি ‘ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ‘ কিনতে চান তাহলে আপনাকে ৯৮৯৯ টাকা ডাউন পেমেন্ট করতে হবে ।
৩) রয়্যাল এনফিল্ড মেটিওর ( ROYAL ENFIELD METEOR) -:
এই মডেল টির ক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্ট হিসাবে ব্যয় করতে হবে ১২০০০ টাকা । তবে এর পাশাপাশি আরও যে মডেল গুলি রয়েছে সে ক্ষেত্রে অতি সামান্য ডাউন পেমেন্ট দিয়েই আপনি নিতে পারেন আপনার স্বপ্নের বাইক ।
written by – Somnath Pal.
Join Telegram Channel : Click Here
TAG- #ENFIELD #BULLET #MOTOR BYKE #BANK #FINANCE #OFFER