কলকাতা – এমনিতেই মুখ্যমন্ত্রীর লক্ষ্য কর্ম সংস্থান । তার ওপর রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কে আরও সুদৃঢ় করা। তাই রাজ্যের জেলায় জেলায় কয়েক হাজার আশা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কারণ কি ? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার আগে বেশ কয়েক হাজার নিয়োগ করে বিরোধীদের প্রচারের অস্ত্র কে ভোঁতা করে দিতে চাইছে রাজ্য সরকার । সাম্প্রতিক কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা । পরিস্থিতি এমন যেন মাথা ঢাকতে গিয়ে পা বেড়িয়ে যাওয়ার জোগাড় । তার ওপর রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে রাজ্য সরকার বেশ চিন্তিত । তবে মাত্র কয়েকদিন আগেই উত্তরবঙ্গের সভা থেকে গোটা দেশের লাগামহীন বেকারত্ব নিয়ে কেন্দ্র সরকার কে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তিনি বক্তব্যের আসরে দাবি করেন, যেখানে দেশের বেকারত্ব ক্রমশ বাড়ছে সেখানে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের মাধ্যমে রাজ্যের বেকারত্বের হার ৪০ শতাংশ কমিয়েছেন তিনি । WB Govt Job Recruitment
তার ওপর রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন । এই অবস্থায় ‘একশো দিনের কাজ’ সহ ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ এমনকি অতি সম্প্রতি ‘মিড- ডে-মিল’ কাণ্ডে মুখ পুড়েছে রাজ্য সরকারের । পাশাপাশি শিক্ষক নিয়োগ ইস্যু থেকে শুরু করে সরকারি কর্মীদের ন্যায্য দাবি নিয়ে বেশ বেকায়দায় রাজ্য সরকার । তবে বিরোধীদের দাবি, এই সব থেকে বাঁচতে তড়িঘড়ি রাজ্য জুড়ে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । কারন শুধুমাত্র রাজ্য স্বাস্থ্য দফতরে জেলায় জেলায় আশা কর্মী নিয়োগই নয় রাজ্যের একাধিক দফতর মিলিয়ে প্রায় ১০ হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের শুরুতেই । সাম্প্রতিক রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । তার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রায় ২৫০০ আশা কর্মী নিয়োগের পাকাপাকি সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্যের প্রশাসনিক সভায় ।
সব কিছু ঠিক থাক থাকলে আগ্মি কয়েক দিনের মধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে জেলা ভিত্তিক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর । সরকারি সুত্রে খবর এমনটাই । আগামী পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে তড়িঘড়ি এই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার । এতো দ্রুত এবং এক সঙ্গে এতো সংখ্যক নিয়োগ যে রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের তৃণমূল সরকারকে পঞ্চায়েত ভোটের ময়দানে বেশ খানিকটা ডিভিডেন্ট দেবে তা বলাই বাহুল্য ।
সর্বপরি পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ নিয়ে রাজ্যের বিরোধীদের মাৎ করতে চাইছেন তৃণমূল নেত্রী । তবে এই নিয়োগই নয় । সবে মাত্র প্রকাশিত হয়েছে প্রাইমারী টেট ২০২২ এর ফলাফল । এরই মধ্যে ২০২৩ এর মাঝামাঝি সময়ে ফের টেট পরীক্ষার কথা জানিয়েছেহ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল । কিন্তু শুধু পরীক্ষা নিলেই তো হবে না । নিয়োগ কোথায় । এই নিয়ে রাজ্য সরকার কে খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের একাধিক বিরোধী শক্তি । তবে নিয়োগ প্রক্রিয়াও নিয়ম মেনে দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন গৌতম । তবে এরই মাঝে রাজ্যের স্বাস্থ্য দফতরে কয়েক হাজার আশা কর্মী নিয়োগের বিষয়ে রাজ্য সরকারি এই সিদ্ধান্তে আপাতত খুশি রাজ্যের চাকরি প্রার্থীরা । কারণ শুধুমাত্র মাধ্যমিক পাশেই রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানা গিয়েছে । বিজ্ঞপ্তি প্রকাশ এখন যে শুধু সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG -# WB #GOVT #RECRUITMENT #ASHA KARMI #JOB #VACANCY