মধ্যবিত্তের জন্য মোদির বিরাট উপহার, স্বস্তির নিঃশ্বাস ফেলবে দেশবাসী-Budget 2023

দিল্লি – বছর ঘুরলেই লোক সভা নির্বাচন । এই অবস্থায় আম জনতাকে স্বস্তি দেওয়াই ছিল প্রধান লক্ষ্য । যেমন ভাবনা তেমন কাজ । আসলে বাজেট নিয়ে দেশের মানুষের ভাবনার অন্ত নেই । তারই মাঝে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বুধবার অরথত ১লা ফেব্রুয়ারি ২০২৩ – ২৪ অর্থ বর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন । বিরোধীরা অবশ্য এই বাজেট কে অমাবস্যার ঘোর কালো দিন বলে কটাক্ষ করলেও কেন্দ্র সরকার অবশ্য এই বাজেট কে সাধারণ মানুষের বাজেট বলেই গলা চড়িয়েছে কয়েক গুণ । তবে বিরোধীরা যাই বলুক এদিনের বাজেটে বেশ কিছুটা হলেও স্বস্তি মিলেছে দেশের আম জনতার । অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই । এবার দেখে নেওয়া যাক২০২৩  বাজেটের সংক্ষিপ্ত বিবরণ  –

আয়করে বিশেষ ছাড় – 

এদিনের বাজেটে দেশের মধ্য বিত্ত মানুষ কে আয় করের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে ।যেমন , আগে আয়করের ঊর্ধ্ব সীমা ৩ লক্ষ টাকা পর্যন্ত থাকলেও নতুন বাজেটে আয়করের ঊর্ধ্ব সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় পৌঁছে গিয়েছে ৭ লক্ষ টাকায় ।  অর্থাৎ এখন থেকে ৭ লক্ষ টাকা  পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দেওয়ার প্রয়োজন নেই । তবে ৭ লক্ষ টাকার ওপর আয়ের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী আয়কর জমা দিতে হবে উক্ত ব্যাক্তিকে । 

মহিলা ও প্রবীণদের জন্য বিশেষ প্রকল্প – 

এদিনের বাজেটে দেশের মহিলাদের আর্থ সামাজিক উন্নতির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । যেমন , মহিলাদের জন্য চালু করা হল নয়া সম্মান পত্র প্রকল্প । এই প্রকল্পের অধীনে কোনও মহিলা যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি পেয়ে যাবেন ৭.৫ শতাংশ হারে সুদ । তবে এক্ষেত্রে ওই মহিলাকে এই প্রকল্পের আওতায় ২ বছরের জন্য ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে । এর পাশাপাশি প্রবিন অর্থাৎ ষাট বছরের উরধে যে কোনও  ব্যাকটির ক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও বিনিয়োগের ঊর্ধ্ব সীমা এক ধাকায় বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে । যেমন এখন থেকে যে কোনও সিনিয়র সিতিজেন দেশের যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে ৩০ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন । এক্ষেত্রে ওই ব্যাক্তিকে সরকারি তরফে প্রদেয় সুদের হারে কোনও পরিবর্তন করা হবে না । এছাড়াও পোস্ট অফিসের আওতাধীন মান্থলি বা মাসিক ইনকাম স্কিমে সাধারণ নাগরিকরা ৪.৫ লক্ষ টাকার পরিবর্তে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা ।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দের পরিমাণ বৃদ্ধি – 

এদিনের বাজেটে দেশের আম জনতার  উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরও বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে। এই যোজনার অধীনে ৭৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বিগত বছরে ৪৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল, তবে এবারে টাকার অঙ্ক ৬৬ শতাংশ বাড়িয়ে ৭৯,০০০ কোটি টাকা করা হল। 

চাকরি প্রার্থীদের জন্য সু-খবর – 

২০২৩ -২৪ অর্থ বর্ষের বাজেটে দেশের বেকার চাকরি প্রার্থীদের জন্যও রয়েছে বিশেষ খুশির খবর , যেমন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে , দেশ জুড়ে মডেল স্কুল গুলিতে এক ধাক্কায় ৮০০ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তা ছাড়াও একাধিক সেক্টরে নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করা হবে । যার জেরে গোটা দেশ জুড়ে কেন্দ্র সরকারের অধীনে চাকরির সুযোগ পাবেন দেশের কয়েক লক্ষ বেকার যুবক- যুবতী । এছাড়াও দেশের ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শতাধিক নার্সিং কলেজ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই বাজেট অধিবেশনে।

নতুন বাজেটে দেশের মহিলাদের জন্য বিরাট উপহার মোদী সরকারের, দেখে নিন তাড়াতাড়ি -Govt Budget2023

শিশু- কিশোরদের জন্য বিশেষ প্রকল্প – 

এদিনের  বাজেট অধিবেশনে দেশের সমস্ত শিশু-কিশোরদের এবং সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে ডিজিটাল লাইব্রেরী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে খুব সহজেই শিক্ষা ব্যবস্থার সরলীকরণ এবং দ্রুত শিক্ষার প্রসার ঘটানো যাবে বলে আশাবাদী কেন্দ্র সরকার । 

written by – Somnath Pal . 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #UNION BUDGET #BUDGET 2023 #BUDGET #CENTRAL GOVT #FINANCE MINISTRY

Leave a Comment