মমতা বন্দ্যোপাধ্যায় মানেই শ্রী-য়ের ছড়াছড়ি । ঠিক যেমনটি কন্যাশ্রী – যুবশ্রী – শিক্ষাশ্রী আরও কত কি ? এবার আসরে মেধাশ্রী । আসলে সবই তার মস্তিস্ক প্রসূত । তবে সংখ্যাটা নেহাত কম নয় । নয় নয় করে ৭০ টির ওপর । রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তালিকায় সংযোজিত হল আরও এক শ্রী । মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্পের নাম মেধাশ্রী (MEDHASHREE PRAKALPA) । বৃহস্পতিবার উত্তর বঙ্গের আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা মঞ্চ থেকে এই নয়া প্রকল্পের বিষয়ে সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রকল্পটি চালু করা হবে রাজ্যের অনগ্রসর অর্থাৎ ও বিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র – ছাত্রীদের জন্য । এবার মেধাশ্রী প্রকল্পের আওতায় প্রতি বছর ৮০০ টাকা করে ভাতা পাবে প্রত্যেক ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র- ছাত্রীরা । অনগ্রসর অর্থাৎ ও বিসি সম্প্রদায়ের পড়ুয়াদের প্রতি কেন্দ্র সরকারের বিমাতৃ সুলভ আচরনের কারণেই তিনি এই নয়া প্রকল্প চালু করছেন বলে জানিয়ে দিয়েছেন ।
ওই দিন এই নয়া প্রকল্পের ঘোষণা করার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের একাধিক বৈষম্য মূলক আচরণ সম্পর্কেও একাহাত নেন প্রশাসনিক সভা মঞ্চ থেকে । এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন , পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ও বিসি সম্প্রদায় ভুক্ত পড়ুয়াদের ভাতা দিলেও বর্তমানে সেই ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার । ফলে আর্থিক অনটনের কবলে পড়ছে রাজ্যের প্রায় ২ লক্ষ ৬৫ হাজার অনগ্রসর অর্থাৎ ওবিসি পড়ুয়া । তবে মুখ্যমন্ত্রীর এই কথার একটা বিশেষ তাৎপর্য আছে বৈ কি । কারণ পড়াশোনার জীবনে হোক কিংবা যেকোনো সরকারি- বেসরকারি চাকরির আবেদন সহ নিয়োগ এবং যাবতীয় বিষয়ে তপশিলি সম্প্রদায় ভুক্ত ছাত্র -ছাত্রীরা একেবারে গোরা থেকে আজ পর্যন্ত আর্থিক ভাবে সুবিধা ভোগ করে । কিন্তু সাম্প্রতিক সময়ে শুধুমাত্র তিন বছর বয়সের ছাড় ব্যাতিরেখে আর কিছুই ভাগ্যে জোটে না ওবিসি অর্থাৎ অনগ্রসর পড়ুয়া কিংবা আবেদনকারীদের । ফল স্বরুপ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কে আপাতত সাধুবাদ জানিয়েছে রাজ্যের লক্ষ লক্ষ অনগ্রসর শ্রেনি ভুক্ত পড়ুয়ারা ।
তবে এই প্রথম নয় , রাজ্যের পড়ুয়াদের আর্থিক অস্বছলতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই স্টুডেন্টস ক্রেডিট (STUDENTS CREDIT CARD) কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই রাজ্যের ৮ লক্ষ পড়ুয়া মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে জানানো হয়েছে সরকারি তরফে । এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের জন্য সবুজ সাথী (SABUJ SATHI ) প্রকল্পের আওতায় গোটা রাজ্য ছাত্র- ছাত্রী দেড় সাইকেল প্রদান থেকে শুরু করে রাজ্যের মেয়েদের জন্য মুখ্য মন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী (KANYASHREE PRAKALPA ) ইতিমধ্যেই বিশ্ব বন্দিত হয়েছে । এবার আরও এক ধাপ এগিয়ে গোটা রাজ্যের অনগ্রসর শ্রেনি ভুক্ত পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর এই নয়া প্রকল্প মেধাশ্রী যে বেশ কার্যকরী তা বলাই বাহুল্য । এবার থেকে এই প্রকল্পের আওতায় প্রাক মাধ্যমিক পড়ুয়ারা প্রতি বছর নিয়ম করে তাদের পড়াশোনার খরচ বাবদ ৮০০ টাকা করে ভাতা পাবেন ।
বিরোধীরা অবশ্য মুখ্যমন্ত্রীর যাবতীয় কর্ম সূচির পিছনে ভোট রাজনীতির ধুয়ো তোলেন । এবার যে তার অন্যথা হবেনা তা আর বলার অপেক্ষা রাখেনা । কারণ আর কয়েক মাস পরেই এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । এই অবস্থায় শিক্ষক দুর্নীতি মামলায় হোক কিংবা নিত্য দিনের সঙ্গী একশো দিনের কাজ সহ মাথায় পাকা বাড়ির স্বপ্ন প্রধান মন্ত্রী আবাস যোজনায় রাজ্যের শাসক দলের সীমাহীন দুর্নীতি যে গ্রাম বাংলার মানুষের কাছে মা, মাটি মানুষের সরকারের স্বচ্ছ ভাব মূর্তিতে বেশ টান ধরিয়েছে সে কথা বলাই বাহুল্য । এই অবস্থায় তৃণমূল সরকারের তরফে গোটা রাজ্যের মানুষের কাছে পরিচ্ছন্ন ভাবমূর্তি তুলে ধরাই একমাত্র চ্যালেঞ্জ ।
তাই সরাসরি দফতর হোক কিংবা সরকারি প্রকল্পের আওতায় কর্মসংস্থান অথবা রাজ্যের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী্র তরফে একাধিক আর্থিক সুবিধা প্রদানের মতো ব্যবস্থায় যে তৃণমূল সরকারকে মানুষের সামনে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে সে কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বোঝেন ক’জন ?
তবে বিরোধীরা যাই বলুক, মুখ্যমন্ত্রীর এই নয়া প্রকল্পে রাজ্যের ওবিসি (OBC) অর্থাৎ অনগ্রসর শ্রেনি ভুক্ত পড়ুয়াদের যে আর্থিক ভাবে কিছুটা হলেও উপকার হবে তা না বললেই নয় । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের তপশিলি ছাত্র- ছাত্রীদের মতো ওবিসি পড়ুয়ারা মেধাশ্রী (MEDHASHREE PRAKALPA) প্রকল্পের আওতায় বছরে ৮০০ টাকা আর্থিক ভাতা পাবেন । কিন্তু এ যে শুধু মুখ্যমন্ত্রীর আশার বানী নয় তার প্রমাণ মিলেছে সরকারি সুত্রে । মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অনগ্রসর শ্রেনি কল্যান দফতরও জোর কদমে প্রকল্পের কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #WB #GOVT #NEW #SCHEME #OBC #MEDHASHREE #PRAKALPA #KANYASHREE #MAMTA BANERJEE