নয়াদিল্লী – কথায় বলে নারীই আসল শক্তি’ । তবে নয় নয় করে কেটে গিয়েছে বেশ কয়েক টা বছর । সেই কবে কার কথা । ২০১৪ সালে কেন্দ্রের মসনদে বসে গোটা দেশবাসীর জন্য একের পর এক জনমুখি প্রকল্প নিয়ে হাজির হয়েছে কেন্দ্রের মোদী সরকার । তালিকাটা বেশ লম্বা । একেবারে শিশু জন্মানোর পর থেকে শুরু করে বৃদ্ধ মানুষের জন্য মোদী সরকারের ভাবনার অন্ত নেই । যেমন ধরুন সাড়া দেশের মানুষ কে ব্যাঙ্ক মুখি করে তুলতে জিরো ব্যালেন্সে ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা’ কিংবা ‘মানধন যোজনায়’ হোক কিংবা দেশের প্রান্তিক কৃষক ভাইদের জন্য ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’ থেকে শুরু করে দেশের গরীব মানুষ কে আর্থিক ভাবে সুরক্ষিত ও নিরাপত্তা দিতে ‘অটল পেনশন যোজনা’ থেকে শুরু করে কন্যা সন্তান নিয়ে বাবা মায়ের ভাবনা দূর করতে ‘সু-কন্যা সমৃদ্ধি যোজনা’ এমনকি দেশের বেকার যুবক যুবতীদের জন্য ‘রোজগার মেলা’ কিংবা ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ থেকে শুরু করে গরীব মেধাবী ছাত্র – ছাত্রী বা পড়ুয়াদের জন্য ‘ন্যাশেনাল স্কলারশিপ’ , এ সবই দেশের মানুষের সার্বিক কল্যানের জন্য ।
সেই তালিকায় দেশের মহিলাদের জন্য ‘পেনশন প্রকল্প’ পাশাপাশি মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতে গোটা দেশ জুড়ে ‘সেলাই মেশিন বিতরণও মোদী সরাক্রের এক দৃষ্টান্ত মূলক পদক্ষেপ । তবে শুধু পেনশন প্রকল্প কিংবা সেলাই মেশিন বিতরণই নয় এবার সেই তালিকায় সংযোজন হয়েছে মহিলাদের জন্য মোদী সরকারের এক বিশেষ আর্থিক সুবিধা প্রদান প্রকল্প । সবে মাত্র পার হয়েছে ২০২৩ বাজেট অধিবেশন । সাম্প্রতিক বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের ঘোষণা অনুযায়ী গোটা দেশের মহিলা দের জন্য এক বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে আসা হয়েছে । এই প্রকল্পের আওতায় যদি কোনও মহিলা আগামী ২০২৫ সালের মধ্যে ২ লক্ষ টাকা জমা করেন তাহলে ওই মহিলা সরাসরি পেয়ে যাবেন ১৫ হাজার টাকা । এ ক্ষেত্রে ওই আমানতকারী মহিলাকে তার জমাকৃত টাকার ওপর দেওয়া হবে বার্ষিক ৭.৫ শতাংশ সুদ । কিন্তু মজার বিষয় একটাই সেটি হল , দেশের মানুষের স্বার্থে একাধিক জনমুখি প্রকল্প থাকলেও আম জনতা কিন্তু সেই প্রকল্প গুলি সম্পর্কে বিশেষ অবগত নন । তাহলে চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে বাজেট অধিবেশনে মোদী সরকার দ্বারা চালু হওয়া দেশের মহিলাদের জন্য এই বিশেষ আর্থিক প্রকল্পের বিস্তারিত বিষয় সম্পর্কে ।
১) দেশের মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলতেই এই বিশেষ প্রকল্পের সুচনা করা হয়েছে । প্রকল্পটির নাম মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প অর্থাৎ ওম্যান সম্মান সেভিংস (WOMAN SOMMAN SEVINGS CERTIFICATE) সার্টিফিকেট স্কিম ।
২ ) ভারত বর্ষের যে কোনও প্রাপ্ত বয়স্ক মহিলা এই প্রকল্পে আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদন করতে পারেন ।
৩) এই প্রকল্পে সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনও যোগ্যতার প্রয়োজন নেই ।
৪) এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে ।
৫) এই প্রকল্পে কোনও মহিলাকে ২০২৫ সালের মধ্যে সর্ব নিম্ন ২ লক্ষ টাকা জমা করতে হবে । ২ লক্ষ টাকার কম জমা করলে তিনি এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন না । এক্ষেত্রে দু’বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে । অর্থাৎ জমাকৃত টাকার ঊর্ধ্ব সীমা দু’লক্ষ টাকা ।
৬) এই প্রকল্পের আওতায় আমানত কারী ওই মহিলাকে তার জমাকৃত ২ লক্ষ টাকার ওপর বার্ষিক ৭.৫ শতাংশ সুদ প্রদান করবে সরকার ।
৭ ) এই প্রকল্পে জমাকৃত টাকা সম্পূর্ণ রুপে কর মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রি ।
৮ ) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
৯ ) তবে পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত ব্যক্তির বয়স অবশ্যই ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে ।
১০) এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে পোস্ট অফিসে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে । তবে অনলাইন – অফলাইন দু ক্ষেত্রেই আবেদনের সুযোগ রয়েছে ।
১১) এই প্রকল্পে মহিলারা দু বছরে দু’লক্ষ টাকা জমা করতে পারবেন । এমনকি আমানতকারী তার প্রয়োজনে টাকা তুলেও নিতে পারেন । এ কেহেত্রে ওই মহিলাকে কোনও ট্যাক্স দিতে হবে না ।
১২) অনলাইনে অথবা অফলাইনে আবেদন করতে হলে আবেদন কারীকে তার আঁধার কার্ড , প্যান কার্ড সঙ্গে রাখতে হবে ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #WOMAN #SCHEME #MODI GOVT #INVESTMENT #BENIFIT