মহিলাদের জন্য রয়েছে আকর্ষণীয় ব্যবসা , ভালো আয় করতে এখনই শুরু করুন -New Business Idea

Rajjak Ali

Written by Rajjak Ali

Published on:

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

আপনি কি একজন মহিলা । ছোটোখাটো ব্যাবসা করে নিজেকে স্বাবলম্বী করতে চান তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য । আসলে বর্তমান সমাজে নারী – পুরুষ উভয়েরই সমান অধিকার । বিশেষ করে বেসরকারি চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট । সাম্প্রতিক সময়ে কাজের বাজারে অনেক পুরুষ মানুশকেই পেছনের সারিতে ফেলা দিয়েছে মহিলারা । কিন্তু অনেক মহিলা আবার বাইরের কাজের বদলে ঘরে বসে ছোটখাটো ব্যাবসা করতে বিশেষ আগ্রহী । পাশাপাশি বিবাহিত জীবনে অনেক মহিলারাই বাড়িতে বসে স্বল্প পুঁজিতে ব্যাবসা কিংবা হাতের কাজ করে পয়সা উপার্জন করে সংসারের খরচ উলে নেন অকছর । কিন্তু বেশিরভাগ মায়েরাই জানেন না বর্তমান সুয়ে বিশেষ করে ডিজিটাল জুগে এমন অনেক ধরনের কাজ আছে যা থেকে খুব সহজেই ভালো উপার্জন করা সম্ভব । তাই আজা আমরা সেই সকল মায়েদের উদ্দেশ্যে এমন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হতে চলেছি য রপ্ত করলে যে কোনও মহিলা খুব সহজেই আয়ের পথ খুঁজে নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারেন অনায়াসে । এ বিষয়ে বিশেষজ্ঞ দের অভিমত অনুযায়ী কোনও মহিলা যদি এই ব্যবসা গুলি করতে পারেন তাহলে আর চিন্তা নেই যেমন , 

মহিলাদের জন্য রয়েছে আকর্ষণীয় ব্যবসা , ভালো আয় করতে এখনই শুরু করুন -New Business Idea

১) নাচ- গান – ছবি আঁকার স্কুল – 

কোনও মহিলার যদি নাচ, গান, ছবি আঁকার মধ্যে কোনো একটি বিষয়ে শখ থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে ভালো টাকা উপার্জন করা সম্ভব। কারণ বর্তমান সময়ে অনেক শিশুর পিতা – মাতাই তাদের সন্তানকে নাচ- গান-আবৃত্তি- ছবি আঁকা শেখাতে বিশেষ আগ্রহী। স্বভাবতই এই বিষয় গুলো শেখার জন্য স্থানীয় স্কুলের সন্ধান করেন শিশুর পিতা- মাতা । এ ক্ষেত্রে কোনও মহিলা যদি এই ধরনের কোনো একটি জিনিস শিখে থাকেন তাহলে একটি ছোট্ট স্কুল খুলে সেখানে ছাত্রছাত্রীদের শেখাতে পারেন। এই ব্যবসা শুরু করতে গেলে বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। ঘরে বসেই উপার্জন করতে এটি অতুলনীয় । 

২) অনলাইনে রান্নার চ্যানেল –

বর্তমান সময়ে অধিকাংশ মহিলাই রান্না করতে ভালোবাসেন। এ ক্ষেত্রে বিভিন্ন রেসিপি অর্থাৎ রকমারি রান্নার  ভিডিও ছবি YouTube, Facebook এবং Instagram এ পোস্ট করতে পারেন। কারণ রেসিপি বা রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। এ ক্ষেত্রে  ওই ভিডিওর দর্শক সংখ্যা  বাড়লে তা থেকে ভালো উপার্জন করা সম্ভব । রান্নার পাশাপাশি বিউটি টিপসের চ্যানেল তৈরি করে অনলাইনে সোশ্যাল মিডিয়া ছাড়লে তা থেকেও আয় হতে পারে অকল্পনীয় ।  

৩) বিউটি পার্লার – 

মহিলাদের ব্যবসা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যবসার আইডিয়া হল বিউটি পার্লার। কারণ বর্তমান সময়ে সমস্ত মহিলারাই সাজতে পছন্দ করেন। এ ছার যে কোনও আনন্দ অনুষ্ঠানে যেকোনো ধরনের সাধারণ মেকআপের জন্যই বিউটি পার্লারের প্রয়োজন হয়। আর তখনই মেকআপ আর্টিস্টের প্রয়োজন হয় ।  কোনও মহিলার যদি এই কাজ না জানা থাকে তাহলে একটি ছোট্ট কোর্স করে  মেকআপ আর্টিস্টের কাজ করতে পারেন। নিজের বাড়ি বা নিকটবর্তী কোনো এলাকায় ঘর ভাড়া করেও বিউটি পার্লার খুলতে পারেন। তাছাড়া নতুন মেয়েদের বিউটিশিয়ান কোর্স শেখাতে পারেন। এই ব‍্যবসায় রয়েছে অসাধারন আয়ের সুযোগ ।

৪) নার্সারি –

ফুল -ফল ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল । অনেক মানুষই আছেন যারা নার্সারি খুলে ফুল- ফলের গাছ বিক্রি করেন। বর্তমান সময়ে  বেসশির ভাগ মানুষই বাড়িতে ফাঁকা জায়গায় অথবা টবে বিভিন্ন ধরণের ফুল- ফল গাছ লাগান । এ ক্ষেত্রে কোনও মহিলা যদি তাঁর শখ কে ব্যবসার কাজে লাগাতে পারেন তাহলে এই  ব্যবসা করতে পারেন খুব সহজে । টবে এক্ষেত্রে এই ব্যবসায় সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে হবে । এই ব্যবসা করে দ্রুত আয়ের পথ সুগম করা যায় সহজে ।

৫ ) ই কমার্স বা ইন্টারনেট মাধ্যমে ব্যবসা –

বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটা দিনকে দিন বেড়েই চলেছে।  ফলে ই-কমার্স  ব্যবসার পরিধিও বাড়ছে পাল্লা দিয়ে । এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই । ঘরে বসে যেকোনো মহিলা এই ব্যবসা করতে পারেন খুব সহজে । এক্ষেত্রে প্রথমেই একাধিক ই কমার্স ওয়েবসাইট এবং প্লাটফর্মে গিয়ে ক্রেতাদের পছদ মতো বিভিন্ন ধরনের প্রোডাক্ট  বিক্রি করে উপার্জন করা সম্ভব । এক্ষেত্রে  পাইকারি বাজার থেকে অল্প দামে বিভিন্ন জিনিস পত্র কিনে নিয়ে এসে অনলাইনে সেগুলি বিক্রি করে আয় হতে পারে বছরভর । 

তাহলে আর দেরি না করে এখনই শুরু করুন আপনার মনের মতো ব্যবসা । আর হয়ে উঠুন একজন আদর্শ উদ্যোগ পতি । 

written by – Somnath Pal . 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG – #NEW IDEA #BUSINESS #WOMEN #COOK #E COMMERCE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Rajjak Ali
Rajjak Ali

Rajjak Ali is an experienced content writer with over 5 years of expertise in crafting engaging and informative content. With a passion for writing, Rajjak has successfully delivered high-quality articles, blog posts, and website content for various niches. Rajjak's dedication to delivering captivating content has earned him a reputation for excellence in the field.