মাত্র ১১ হাজার টাকায় হিরো স্প্লেনডর ঘরে আনুন, সুযোগ হাতছাড়া করবেনা -Hero Bike Offer

সুন্দর একটা বাড়ি, আর দামি গাড়ি। আসলে মানুষের সখের অন্ত নেই। কিন্তু সখ পূরণে অবশ্যই পকেট পারমিট হওয়া চাই। কারণ সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে সংসার চালানোয় দায়। তার ওপর নাকি সখের বাইক। তবে সাধারণ মানুষের সখ ও প্রয়োজনের কথা মাথায় রেখে বাইক প্রস্তুতকারী একাধিক সংস্থায় নানা অফার দিচ্ছে ক্রেতাদের উদ্দেশ্যে। ঠিক যেমনটি হিরো স্প্লেনডর মোটর বাইক । 

গোটা দেশ জুড়ে  ক্রেতাদের সাধ ও সাধ্যের মধ্যে আকর্ষণীয় অফার নিয়ে হাজির মোটর বাইক প্রস্তুতকারী এই সংস্থা। এবার ১১ হাজার টাকাতেই বাড়ি নিয়ে আসা যাবে হিরো কোম্পানির এই মোটর বাইক টি ।  । পাশাপাশি এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা গ্রাহকদের কথা মাথায় রেখেই একটি ফিনান্স (FINANCE SCHEME) স্কিম এনেছে, যার সাহায্য গ্রাহকরা মাসিক কিস্তিতে এই গাড়ি কিনে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন। তবে ক্রেতাকে বাইক কেনার সময় শুধুমাত্র ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে।

তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক হিরো স্প্লেনডরের নতুন অফার সম্পর্কে : 

বর্তমানে হিরো স্প্লেনডর মোটর বাইকের দাম ৭৪,৮০০ টাকা ।  বাইক টি অন রোড করতে বাড়তি ১৫ হাজার টাকা গুনতে হবে। এবার যদি কোনও গ্রাহক এই মোটর বাইক ইন্সটল পেমেন্টে কিনতে চান তাহলে ওই গ্রাহক কে ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে আর বাকি ৭৭ হাজার টাকা ৯.৭ শতাংশ হারে লোন দেবে ব্যাঙ্ক । ডাউন পেমেন্ট জমা দেওয়ার পর প্রতি মাসে কিস্তি হিসাবে দিতে হবে ২৫০০ টাকা মতো । এই কিস্তি ৩ বছর অর্থাৎ ৩৬ মাস জমা করতে হবে। 

হিরো স্প্লেনডরের (Hero Splender)- এ কি কি সুবিধা পাওয়া যাবে ? 

এই বাইকে একটি ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই বুলেটের মাইলেজ প্রায় ৭০ কিমি প্রতি লিটার।  মোটরসাইকেলে রয়েছে -ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার  অ্যানালগ এবং হেডলাইট ও টার্ন সিগন্যাল /টেল ল্যাম্প হ্যালোজেন ইত্যাদি । তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন নিকত বর্তী হিরোর শোরুমে। আর আর বাড়ি নিয়ে আসুন কম খরচের বেশি মাইলেজের নতুন মোটর বাইক ।

written by – Somnath Pal.

Join Telegram Channel : Click Here

TAG- #HERO SPLENDER #MOTOR BYKE  #FINANCE #BEST SELLING MOTOR BYKE #BEST MILEAGE BYKE

Leave a Comment