মাত্র ৫ বছরেই টাকা ডবল, মোদী সরকারের দুর্দান্ত স্কিম , টাকা জমালেই লাভবান হবেন আপনি – Govt Scheme

নয়াদিল্লি – নয় নয় করে পার হয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর । ২০১৪ সালে প্রথম বার ফের একবার ২০১৯ । দেশের মসনদ দখলের পর গত ন’বছরে একাধিক জনমুখি প্রকল্পের পাশাপাশি গোটা দেশের মানুষের সুবিধার্থে একের পর এক দুর্দান্ত স্কিম নিয়ে হাজির হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার । তবে এতো কিছুর মুল কাণ্ডারি একজনই । প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ।  ২০১৪ সাল প্রথমবারের মতো দিল্লির গদিতে বসেই এক বছর অর্থাৎ ২০১৫ সালে দেশের মানুষের অর্থনৈতিক শক্তিকে বুনিয়াদি ও সুদৃঢ় করতে মোদী সরকার এক দুর্দান্ত স্কিম চালু করে । অবশ্য এখনও পর্যন্ত দেশের বহু আম নাগরিক সরকারি এই স্কিমের বিষয়ে বিশেষ অবগত নন । ইতিমধ্যেই যে ব্যক্তিরা এই স্কিমের বিষয়ে শুনেছেন তারা যেমন এই স্কিমে নাম লিখিয়েছেন তেমনি বিগত পাঁচ বছরে বিরাট অঙ্কের লাভবান হয়েছেন এরইমধ্যে । Govt Money Double Scheme 

মোদী সরকারের এই স্কিমটির নাম সার্বভৌম গোল্ড (SGB ) বন্ড স্কিম । বর্তমানে মোদী সরকারের এই স্কিম টি বিরাট জনপ্রিয় । এই স্কিমের আওতায় দেশের যে কোনও ব্যক্তি স্বস্তায় অর্থাৎ বাজার দর থেকে কম মুল্যে  সোনা কিনতে পারেন । তবে এখনও পর্যন্ত যে সব ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করেছেন বর্তমানে তারা দারুন মাত্রায় লাভ পেতে চলেছেন । এই স্কিমে বিনিয়োগকারীদের  টাকা মাত্র ৫ বছরেই ডাবল অর্থাৎ দ্বিগুণ হয়েছে ।     

তাহলে আসুন জেনে নেওয়া যাক মোদী সরকারের সার্বভৌম (SGB) গোল্ড বন্ড স্কিম আসলে কি ? এই স্কিমে আপনি কতটা লাভবান হতে পারেন ? 

১)  এই স্কিমের আওতায় কোনও ব্যক্তি সর্ব নিম্ন  এক গ্রাম সোনা কিনতে পারেন । সর্বোচ্চ ৪ কিলোগ্রাম পর্যন্ত সোনা ক্রয় করতে পারেন । তবে কোনও একত্রিত পরিবার  বা কোনও ট্রাস্টের অধীনে সর্বাধিক ২০ কেজি পর্যন্ত সোনা ক্রয় করা যাবে। 

২)  এই স্কিমে সোনার বন্ডে দেওয়া সুদের হার প্রাথমিক বিনিয়োগের পরিমাণের উপর বার্ষিক ২.৫ শতাংশ। সুদের টাকা প্রতি ৬ মাস অন্তর সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যান বিনিয়োগকারীরা । 

৩) এই স্কিমের আওতায় ক্রয় করা সোনার মূল্য বাজার দর থেকে অনেকটাই কম । পাশাপাশি এটি একটি সরকারি স্কিম হওয়ায় এখানে ঝুঁকির আশঙ্কা নেই বললেই চলে । 

৪) ভারতীয় রিজার্ভ (RBI) ব্যাঙ্ক মারফৎ এই গোল্ড বন্ড বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ইস্যু করা হয়ে থাকে । এখনও পর্যন্ত সরকারি তরফে ৬২ বার সার্বভৌম গোল্ড বন্ড ইস্যু করা হয়েছে ।

৫) এই স্কিমে সরকারি ভাবে একশো শতাংশ গ্যারান্টি দেওয়া হয়ে থাকে । 

৬) এই স্কিমে মেয়াদ শেষে  ক্রয় করা সোনা বিক্রি করে বিনিয়োগকারীরা বর্তমান বাজার মূল্য অনুযায়ী  মূল্য পেয়ে থাকেন । 

৭) সার্বভৌম গোল্ড বন্ড স্কিমের মেয়াদ ৮ বছর । তবে কোনও বিনিয়োগকারী চাইলে ৫ বছর পরেও তিনি তার ক্রয় করা সোনার বন্ড বিক্রি করতে পারেন । 

৮) এই স্কিমের আওতায় বিনিয়োগকারীরা শেষ পাঁচ বছরে ১১০ শতাংশ রিটার্ন পেয়েছেন । 

৯) শেষ পাঁচ বছরের হিসাব ধরলে দেখা যাবে ২০১৭ – ১৮ সালে এস জি বি (SGB) -এর দাম নির্ধারণ করা হয় ২,৯০১ টাকা সেখানে পাঁচ বছর পর সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬,১১৫ টাকা । 

১০) শেষ পাঁচ বছরে সার্বভৌম গোল্ড বন্ডে বিনিয়োগকারীদের টাকা ডাবল অর্থাৎ দ্বিগুণেরও বেশি হয়েছে । বর্তমানে এই স্কিম টি  বিনিয়োগকারী ব্যক্তিদের কাছে বেশ জনপ্রিয় । 

তাই আর দেরি না করে মাত্র পাঁচ বছরে টাকা ডবল করতে মোদী সরকারের এই স্কিমে আপনিও বিনিয়োগ করতে পারেন আপনার ইচ্ছামতো । 

এই ধরণের আকর্ষণীয় স্কিমের আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

Leave a Comment