মাত্র 10 হাজার পুঁজি মাসে আয় 50 হাজার টাকা পর্যন্ত, রইল 4 টি চলমান ব্যবসা – Business Strategy Tips

 বর্তমান সমাজে ব্যবসার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। করোনার পর থেকে গোটা বিশ্বের বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পরেছেন বহু মানুষ। অনেকে আবার অল্প পুঁজিতে ব্যসা খুজে পাচ্ছেন না। আবার অনেকে রয়েছে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু পাশাপাশি ব্যবসা করতে আগ্রহী। যদি আপনি অল্প পুঁজি খাটিয়ে ভালো মানের আয় করতে চান তাহলে যে কোনো ব্যবসা শুরু করলে হবে না, এমন ব্যবসা রয়েছে পুঁজি অনেক কিন্তু মুনাফা সামান্য আবার কিছু ব্যবসা রয়েছে পুঁজি অল্প মুনাফা প্রচুর। আসুন তাহলে আজকের প্রতিবেদনে আরও বিস্তারিত জানি। Business Strategy Tips

আজকের বাজারে ব্যবসার চাহিদা প্রবণতা থাকলেও অনেকে বাজারে টিকে থাকতে পারেনা, এর কারণ না বুঝে ব্যবসা শুরু করা বা পরিকল্পনা ছাড়াই ব্যবসা শুরু করা। ব্যবসা শুরু করার আগে অবশ্যই দুটি বিষয় (Business Strategy) মনে রাখতে হবে। প্রথমত যে ব্যবসা শুরু করতে চলেছেন তাতে লাভ বা মুনাফা কতটা এবং সেই ব্যবসাকে দার করাতে কত টাকার পুঁজি খাটাতে হবে। বর্তমানে সল্প বিনিয়োগ করে বেশি বেশি আয় করার প্রবণতা অনেকের। 

আজকের প্রতিবেদনে এমন কয়েকটি ব্যবসার খোজ নিয়ে উপস্থিত হয়েছি যেখানে 10-20 হাজার টাকা বিনিয়োগ করে কীভাবে মাসে 50 হাজার টাকা অবধি আয় করা যায়। তাহলে আর দেরি না করে চলুন আজকের প্রতিবেদন সংশ্লিষ্ট ব্যবসা গুলির নাম জানা যাক –

অল্প পুঁজিতে যেখানে ভালো মুনাফা করার কথা আসে সেখানে ফাস্টফুড এর ব্যবসা (Business Strategy) সর্বপ্রথম আসে। বর্তমানে শহর হোক বা গ্রামাঞ্চল বিকেল থেকে রাত পর্যন্ত কম করে হলেও দিনে একবার করে ফাস্টফুড খাওয়ার প্রবণতা দেখা যায় বেশির ভাগ মানুষের। কম বয়সী হোক বা বয়স্ক সকলে ফাস্টফুড পছন্দ করে তাই এমন অবস্থায় যদি আপনি ভালো মানে কারিগর রেখে চাউমিন, এগরোল, মোমো, বিরিয়ানি, চপ, বার্গার সহ আরও অন্যান্য তেলে ভাজা জিনিস বানাতে পারেন এবং ভালো যায়গায় নিজের দোকান লাগাতে পারেন তাহলে এক্ষেত্রে মাসে 50 হাজারেরও বেশি আয় করা সম্ভব। 

নামমাত্র পুঁজি, আপনার জন্য রইল 10 টি সুপারহিট ব্যবসা -Unique Business Idea

 

আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবসা রয়েছে যা আগেকার দিনে বয়স্ক মহিলারা বাড়িতে তৈরি করতো। সেটি হলো বাড়িতে বসে আচার তৈরি করা। প্রথমত এক্ষেত্রে আপনি 5-10 হাজার টাকা বিনিয়োগ করে বাজার থেকে বিভিন্ন ধরনের আচার সামগ্রী নিয়ে আসবেন তারপর বানানোর কাজ শুরু করে দিবেন। আগেকার দিনের মতো এখন আর বাড়িতে আচার তৈরি না করে বাজার থেকে রেডিমেড আচার সকলের পছন্দ তাই এই ব্যবসা (Business Strategy) ভালো যায়গায় পৌঁছালে প্রচুর আয় করা সম্ভব হবে। 

এছাড়াও 10-15 হাজার টাকা বিনিয়োগ করে বাজারে বা শহরে নিজের বাড়িতে শাক সবজির ব্যবসা কিংবা ফলের ব্যবসা করে ভালো আয় করতে পারবেন। 

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment