মাত্র 15 হাজার টাকায় Bajaj Pulsar 150cc, তাড়াতাড়ি করুন, এমন সুযোগ আর পাবেন না -Bike Bumper Offer

একে তো  স্টাইলিশ তার ওপর দ্রুত গতি, একেবারে শুরু থেকে আজ পর্যন্ত  বাইকের তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছে বাজাজের এই প্রোডাক্ট টি । বাইক চড়তে ভালোবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। সাধারণ মানুষের সখ ও প্রয়োজনের কথা মাথায় রেখে বাইক প্রস্তুতকারী একাধিক সংস্থায় নানা অফার দিচ্ছে ক্রেতাদের উদ্দেশ্যে। ঠিক যেমনটি বাজাজ (Bajaj Pulsar) পালসার মোটর বাইক ।

তার ওপর যদি বাজাজ পালসার  হয় তাহলে তো আর কথায় নেই। স্বপ্নের বাইক বলে কথা। একসময় কম মুল্যের সমস্ত ফিচার আর মাইলেজ বাইকের কথা উঠলেই যে নামটি সবার আগে উচ্চারিত হত সেটি অবশ্যই বাজাজ পালসার । আসলে কম বাজেটে এমন বাইকের জুড়ি মেলা ভার । 

এবার গোটা দেশ জুড়ে বাইক প্রেমীদের উদ্দেশ্যে আকর্ষণীয় অফারের খোঁজ নিয়ে হাজির হয়েছি আমরা । আপনার কাছে যদি এই মুহূর্তে নতুন বাইক কেনার মতো টাকা না থাকে তাহলে অবশ্যই আপনি এই অফারটি গ্রহন করতে পারেন । মাত্র ১৫ হাজা টাকায় আপনি বাড়ি নিয়ে আসতে পারেন ১৫০ সি সি  বাজাজ (Bajaj Pulsar 150 c.c.) পালসার মোটর বাইক । 

তবে এই বাইক টি নতুন নয়, সেকেন্ড হ্যান্ড । কিন্তু বাইকটির লুক একেবারে নতুন বাইকের মতো ঝাঁ চকচকে । লাল কালো রঙের মিশ্রণে আকর্ষণীয় লুকের  এই বাইকটির জন্য আপনাকে দিতে হবে মাত্র ১৫ হাজার টাকা । কেনার  সময় ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট  করতে পারবেন । 

এবার জেনে নেওয়া যাক আকর্ষণীয় মুল্যের বাজাজ (Bajaj Pulsar) পালসার মোটর বাইকটির বিষয় সম্পর্কে – 

১) আপনি চাইলে অনলাইনে কুইকার (Quicker.com) ডট কম সাইটে গিয়ে এই বাইকটির যাবতীয় বিষয় ছবি সহ চেক করে নিতে পারেন । 

২) এই বাইকটির বর্তমান অবস্থান অর্থাৎ বাইকটি রয়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরে । তবে বাইকটির রেজিস্ট্রেশন নম্বর রয়েছে দিল্লির । 

৩) মাত্র ১০ হাজার কিলোমিটার রান করেছে এই বাইকটি । এছাড়াও বাইকটি ২০০৯ সালের হলেও মোটের ওপর এই বাইকটির কন্ডিশন বেশ ভালো ।  

৪) বাইকটির মালিকানা এবং কাগজ পত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে অনলাইনে সাইটে গিয়ে খুঁটিয়ে দেখে নিতে পারেন । 

written by – Somnath Pal.

Join Telegram Channel : Click Here

TAG- #BAJAJ #PULSAR #STYLISH #MILAGE #MOTOR BYKE #OFFER

Leave a Comment