কলকাতা – বলি হল টা কি ? গোটা বৈশাখ মাস দেখা মেলেনি কাল বৈশাখীর । আবহাওয়ার খামখেয়ালীপনা অব্যাহত । তার ওপর বাইরে চাঁদি ফাটা রোদ , তার সঙ্গে পাল্লা দিয়ে তাপ প্রবাহ । অসহ্য গরমে ঘরে বাইরে থাকায় দায় । কিন্তু আপনি এই গরমেও যদি ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল থাকতে চান তাহলে বাড়িতে অবশ্যই রাখতে হবে এয়ার কন্ডিশনার অথবা এয়ার কুলার ।
তবে এয়ার কুলারে যেমন জল ভরার ঝক্কি ঝামেলা তার সঙ্গেন নিজের চাহিদা মতো ঠাণ্ডা পাওয়া কিছুটা হলেও মুশকিল । সে ক্ষেত্রে বেশির ভাগ মানুষই এয়ার কন্ডিশন অর্থাৎ এসির দিকেই আগ্রহ প্রকাশ করেন । তবে এসির ক্ষেত্রে আবার প্রতিমাসে মোটা বিদ্যুতের বিলও বেশ চিন্তার বিষয় । তবু ও সে সব বিষয়ে পরোয়া নেই । এই গরমে ঠাণ্ডা মিষ্টি মধুর আবহাওয়া চান না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবেনা ।
কিন্তু এসি কিনলেই তো হবেনা । কারণ বাজার ছেয়েছে হাজারো কোম্পানি । কারা কত কম দামে কত ভালো জিনিস গ্রাহকের হাতে তুলে দেবে তা নিয়ে যেন প্রতিযোগিতার আসর চলছে বাজার জুড়ে । তাই এসি কেনার আগে অবশ্যই আপনাকে বাজার যাচাই করে কিনতে হবে ।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন , সাম্প্রতিক এ বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছে টাটা (Tata) গ্রুপের ক্রোমা । টাটা কোম্পানির প্রডাক্ট বলে কথা । সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে সম্প্রতি টাটা গ্রুপের তরফে এয়ার কন্ডিশন – এয়ার কুলার সহ একাধিক ইলেক্ট্রনিক্স আইটেমে আকর্ষণীয় ছার নিয়ে আসা হয়েছে ।
এবার এক নজরে দেখে নেওয়া যাক টাটা গ্রুপের (Chroma By TATA Group ) ক্রোমা – বিশেষ ছাড় সম্পর্কে –
এই তীব্র গরমে আপনি যদি এসি কেনার কথা চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই টাটা গ্রুপের (Tata Group) ই-কমার্স ব্র্যান্ড ক্রোমা (Chroma) অফারে বিশেষ সুবিধা নিতে হবে ।
১) এখানে রয়েছে মান্থলি (EMI) ইন্সটলমেন্ট – র বিশেষ সুবিধা। যেমন, মাত্র 1999 টাকা দিলেই মিলবে নতুন এয়ার (AC) কন্ডিশনার । এছাড়া প্রতি মাসে মাত্র 1999 টাকার বিনিময়ে 5 স্টার ইনভার্টার এসি বাড়ি নিয়ে যেতে পারবেন। এর জন্য আপ্নকাএ কোনও অতিরিক্ত ডাউন পেমেন্ট করতে হবেনা। এক্ষেত্রে মোট ছ’টি ব্র্যান্ডের ওপর রয়েছে আকর্ষণীয় অফার ।
২) এছাড়াও কেউ যদি অল্প দামে এয়ার কুলার (AIR COOLER) খুঁজছেন । তাহলে এর জন্য আপনাকে 9-10 হাজার টাকা খরচ করতে হবে না । মাত্র 3690 টাকাতেই আপনি সহজেই পেয়ে জাবেন আপনার মনের মত এয়ার কুলার । বলতে গেলে একমাত্র টাটা গ্রুপের ক্রো মা তেই আপনি পেয়ে জাবেন এই একেবারে হাফ দামে এয়ার কুলার কেনার সুযোগ ।
৩) আপনি যদি আপনার পুরন হ্যান্ড সেট – র বদলে নতুন 5G মোবাইল কিনতে চান তাহলেও টাটা গ্রুপ দিচ্ছে বিরাত অফারের সুযোগ । এক্ষেত্রে মাত্র 13,999 টাকাতেই আপনি পেয়ে রকমারি ফিচার্স যুক্ত একাধিক ব্র্যান্ডের মোবাইল ফোন । এর জন্য গ্রাহক কে আলাদা কোনও খরচ করতে হবে না ।
৪) এছাড়াও অ্যাপেল কোম্পানির ল্যাপটপ কেনার স্বপ্ন থেকে থাকলে টা সহজেই পুরন করতে পারবেন টাটা গ্রুপের ক্রোমার হাত ধরে । তবে শুধু ল্যাপটপ -ই নয় অ্যা পেলের আরও একাধিক অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স সরঞ্জামের ওপর রয়েছে আকর্ষণীয় ছাড় । যেমন ক্রোমা থেকে Apple MacBook কিনলে প্রতি মাসে 2534 টাকার বিনিময়েই বাড়ি নিয়ে যেতে পারেন MacBook।
৫) আকর্ষণীয় অফারের ক্ষেত্রে মনে রাখার মতো বিষয়টি হল । টাটা গ্রুপের এই ক্রোমা অফারে কোনও ইলেক্ট্রনিক্স আইটেম কিনলে আপনাকে যেমন বাড়তি কোনও ডাউন পেমেন্ট করতে হবে না । তেমনি প্রত্যেকটি জিনিসই অর্ধেক দামে পাওয়ার পাশাপাশি HDFC, ICICI, Federal Bank ইত্যাদি ব্যাংকের কার্ড – র মাধ্যমে ক্রয় করলে আরো অতিরিক্ত 10 শতাংশ ছাড় বা ডিসকাউন্ট এবং 6000 টাকার ক্যাশব্যাক পাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি করুন কারণ এই অফার চলে গেলে আর পাবেন না ।
এই ধরণের আকর্ষণীয় অফারের খবর পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG -#AC #TATA #CROMA #OFFER #APPLE#LAPTOP #AIR COOLER #MOBILE