কলকাতা : চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা। তার থেকে বরং ঢের ভালো ব্যবসা। তাও যদি নিজের হয় তা হলে তো আর কথায় নেই। মনের মতো করে পসার জমাতে পারলেই আর চিন্তা নেই । তখন শুধু টাকা আর টাকা। তবে ক্ষতিও ব্যবসার আর এক অঙ্গ। আসলে গত দু বছর যাবত মহামারীর কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক হাল বেশ শোচনীয়। আর্থিক দৈনদশার কবলে পড়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় গোটা বিশ্বের পাশাপাশি দেশের বেকার যুবক- যুবতীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে ব্যাবসাকেই তাদের পছদের তালিকায় রেখেছেন সাম্প্রতিক সময়ে। Business Tips
কিন্তু শধু পছন্দ হলেই তো হবে না । ব্যবসা করতে যেমন দরকার সঠিক পরিকল্পনা , উপযুক্ত শ্রম তেমনি দরকার পুঁজির। তার ওপর অর্থনৈতিক অস্বচ্ছলতার কোপে পড়ে অল্প পুঁজিতে ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাও নেহাত চ্যালেঞ্জের বিষয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মতো এগলে স্বল্প পুঁজিতে ব্যবসা করে খুব অল্প দিনেই সাফল্যের সোপানে পোঁছানো সম্ভব।
তাই আজ আমরা বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আপনাদের সামনে এমন কিছু স্বল্প পুঁজির লাভ জনক ব্যবসার কথা বলব যে ব্যবসাগুলি করলে যেকোনো বেকার যুবক -যুবতীরা সহজেই মাসে মাসে প্রচুর টাকা কামাতে পারবেন খুব সহজেই। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা স্বল্প পুঁজিতে ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলেছেন। New Business Idea
এ বিষয়ে বিশেষজ্ঞদের প্রথম বক্তব্য, প্রথমেই ব্যবসা শুরুর আগে যে বিষয়টির ওপর আপনাকে সবার আগে নজর দিতে হবে হল, বর্তমানে বাজারে কোন ধরণের জিনিসের চাহিদা রয়েছে প্রচুর পরিমানে। মোটের ওপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্যবসা শুরু করলে উপযুক্ত বাজার সহজেই আপনার সামনে ধরা দেবে চট জলদি। তাতে আপনার ব্যবসার ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে একেবারে শুরু থেকে। পাশাপাশি মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা শুরু করলে আপনার ব্যবসা চলবে গড়গড়িয়ে।
এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ মতো বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী অল্প পুঁজিতে আপনি স্যুপের দোকান খুলতে পারেন । বর্তমানে এই উপকরণটির চাহিদা প্রচুর । মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে আপনি সহজেই এই ব্যবসা শুরু করতে পারেন । এমনকি এই ব্যবসায় দৈনিক পরিশ্রমের পরিমাণও বেশ কম । এই ব্যবসার জন্য প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ ঘণ্টা কাজ করলেই আপনি সহজেই কামিয়ে নিতে পারবেন হাজার হাজার টাকা । যা প্রতিমাসে যোগ করলে আপনার মাসিক ইনকাম দাঁড়াবে লক্ষ টাকার ওপর । তাহলে আসুন এই ব্যবসার লাভের অঙ্ক মিলিয়ে নেওয়া যাক ।
ধরা যাক আপনি নিজের দোকান অথবা দোকান ঘর ভাড়া নিয়ে একটি স্যুপ তৈরির দোকান ঘর খুলেছেন । এ ক্ষেত্রে যদি আপনার তৈরি স্যুপ প্রতি গ্লাস ৫০ টাকা হয় তাহলে এক লক্ষ টাকা বিক্রির জন্য আপনাকে সারা মাসে ২০০০ গ্লাস স্যুপ তৈরি করতে হবে । এবার ওই পরিমাণ স্যুপের গ্লাস কে এক মাস অর্থাৎ ৩০ দিন হিসাবে ভাগ করলে দৈনিক আপানার স্যুপ বিক্রির পরিমাণ দাঁড়ায় ৬৬ গ্লাস । পাশাপাশি ওই এক গ্লাস স্যুপ তইরিকরতে আপনার খরচ পড়ে ১০ থেকে ১৫ টাকা তাহলে গ্লাস প্রতি আপনার লাভের পরিমাণ ৩৫ থেকে ৪০ টাকা । তাহলে সারা মাসে আপনার ইনকামের পরিমাণ দাঁড়াবে প্রায় ৭৫ থেকে ৮০ হাজার টাকা ।
তবে এই ব্যবসা শুরুর আগে আপনাকে একটা বিষয় অবশ্যই নজর দিতে হবে সেটি হল , আপনার স্যুপের দোকান টি যেমন বাজার সংলগ্ন জন বহুল হওয়া চাই । তেমনি দোকানের নামটিও বেশ ইউনিক বা আকর্ষণীয় হওয়া প্রয়োজন । তাহলে আর চিন্তা নেই আপনার স্যুপের দোকান চলবে রম রমিয়ে । এক্ষেত্রে দিনের বেলা না হলেও সন্ধ্যার পর মাত্র ৪ থেকে পাঁচ ঘণ্টা দোকান ঘর খুলে মন লাগিয়ে ব্যবসা করলে প্রতিদিন গড়ে ২০০০ টাকা ইনকাম হবে খুব সহজেই । তবে প্রথম অবস্থায় গ্রাহকদের চাহিদা মতো আপনাকে তাদের পছন্দের ওপর বিশেষ নজর দিতে হবে । আবার দোকানটি ধারাবাহিক ভাবে চালু রাখতে হবে । পাসাপাশি দোকানি হিসাবে আপনার ব্যবহার ও বেশ সুন্দর হওয়া প্রয়োজন আপনার তৈরি স্যুপে অনুরুপ ।
নিত্যনতুন ব্যবসার আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com -এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #NEW BUSINESS #SELF EMPLOYMENT TIPS #UNIQUE BUSINESS #SOUP