মাত্র 5 হাজারে সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা, মাসে আয় হাজার হাজার, রয়েছে সিকিউরিটি -Post Office Business

 বর্তমানে চাকরির মন্দা বাজারে কোনো মতে দিন কাটাতে নানা রকম ব্যবসার খোঁজে রয়েছে বহু মানুষ। শুধু তাই নয়, অনেকের একটি কাজে পরিবার চালাতে বা নিজের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না, তার দরকার আরও আয়ের উৎস। এমন বেকার রয়েছে যে শিক্ষিত হওয়ার দরুন সব রকম ব্যবসা করতে পারছেন না। আজকে যে আয়ের উৎস নিয়ে কথা বলতে যাচ্ছ সেটি সকল প্রকার মানুষ বিশেষত একটু হলেও শিক্ষিক মানুষের জন্য এমন একটি আয়ের উৎস জানাব যাতে অল্প টাকা বিনিয়োগ করে সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করে মাসে মাসে ভালো আয় করতে পারবেন।

দেশের কুরিয়ার হোক বা সরকারি যে কোনো কাগজপত্র পোস্ট অফিস ছাড়া কোনো কথায় নেই। বর্তমানে পোস্ট অফিসের নতুন নতুন শাখা খোলার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস (Post Office) । জানানো হয়, আপনি আপনার বাড়িতে পোস্ট অফিসে ব্রাঞ্চ খুলে মাসে মাসে আয় করতে পারেন প্রচুর টাকা।আর সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করলে আয়ের উৎসের স্থায়িত্ব দীর্ঘ জীবি হয়। তাই যারা এই সুযোগ হাতছাড়া করতে চাননা তারা অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। আমরা সংশ্লিষ্ট ব্যবসা সম্পর্কে খুটিনাটি আলোচনা করবো। আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

বর্তমানে গোটা দেশে দেড় লক্ষেরও বেশী পোস্ট অফিস ব্রাঞ্চ রয়েছে। আর তার মাধ্যমে প্রতিনিয়ত মানুষের পরিষেবা দেওয়া হয়ে থাকে। কিন্তু তাতেও অনেক যায়গায় পরিষেবা পেতে সাধারণ মানুষের বহু অসুবিধা হচ্ছে। যার কারন হিসেবে চিহ্নিত করা হয়েছে পোস্ট অফিস ব্রাঞ্চের সংখ্যা কম। তাই পোস্ট অফিস কর্তৃক নয়া সিদ্ধান্তের মাধ্যমে প্রাইভেট ব্রাঞ্চ খোলার পরিকল্পনা করেছে। যার মাধ্যমে পরিষেবাও ঠিক থাকবে এবং জনগণ ভালো পরিষেবাও পাবে। Post Office Business 

পোস্ট অফিসে সাধারণত বহু ধরনের কাজ করা হয়। যে মানি অর্ডার, পোস্ট অফিস ব্যাংক, নানা রকম স্কিম সহ আরও বহু ধরনের পরিষেবা যেমন কুরিয়ার, নানা রকম কাগজ পত্র এই ব্রাঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। বেশি বেশি পোস্ট অফিস ব্রাঞ্চ খোলা হলে এই পরিষেবা আরও সহজ হয়ে উঠবে। 


এবার প্রশ্ন হলো এক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে : এক্ষেত্রে যে ব্যাক্তি আবেদন করবে বা পোস্ট অফিস ব্রাঞ্চ খোলার সুযোগ পাবে তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাশ হলেও চলবে। এছাড়াও পরিবারের কেও পোস্ট অফিস কাজের সঙ্গে যুক্ত হলে আবেদন করতে পারবে না। অবশ্যই আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের উর্ধ্বে। Post Office Business 

এক্ষেত্রে আরও কয়েকটি জরুরি বিষয় রয়েছে তা হলো ইনভেস্টমেন্ট বা সিকিউরিটি মানি। কমপক্ষে  5 হাজার টাকা দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি ( Post Office Franchise)  নিতে পারবেন তবে আপনার এরিয়া অনুযায়ী টাকার পরিমান বৃদ্ধি পেতে পারে তবে এক্ষেত্রে আয়ও বেশি হবে। এক্ষেত্রে 200 স্কয়ার ফিট জায়গায় প্রয়োজন।


কীভাবে আয় করতে পারবেন :এক্ষেত্রে পোস্ট অফিসে স্পিড (Speed Post) পোস্টের জন্য 5 টাকা, মানি অর্ডারের জন্য 3 থেকে 5 টাকা, পোস্টাল স্ট্যাম্প এবং স্টেশনারির জন্য 5 টাকা করে কমিশন পাওয়া যায়৷ এর পাশাপাশি পোস্ট অফিস খোলার পরে বিভিন্ন পরিষেবার উপর কমিশনের ভিত্তিতে আপনি খুব সহজেই ভালো রকমের উপার্জন করতে পারবেন। 

Official Website : Click Here 


Online Apply: Click Here

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment