মাত্র 5 হাজার দিয়ে শুরু করে প্রতিমাসে কামিয়ে নিন 5000, এক্ষুনি শুরু এই ব্যবসা -New Business Idea

কলকাতা :  গত দুবছর যাবত গোটা পৃথিবীর আর্থিক হাল বেশ শোচনীয়। বেহাল অর্থনীতির কবলে পড়ে সাড়া বিশ্বের বহু মানুষই কর্মহীন হয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে তার ছবি বেশ স্পষ্ট।  সরকারি হোক কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় বিকল্প কর্ম সংস্থান হিসাবে বেছে নেওয়া যেতে পারে যে কোনও ছোটখাটো (small business)ব্যবসাকে। কিন্তু সেখানেও রয়েছে সমস্যা। কারণ ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার। কোথায় গেলে পাওয়া যাবে পুঁজি।West Bengal New Business Idea 

এ বিষয়ে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সহজেই পুঁজি অর্থাৎ মুলধনের ক্ষেত্রে টাকার সন্ধান হতে পারে। তাই চিন্তা না করে নিজে অথবা সরকারি অনুদান প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে বাড়িতে বসেই যে কোনও ছোটোখাটো ব্যবসা শুরু করা যেতে পারে। 

কিন্তু কি ব্যবসা শুরু করলে ভালো হয় তা বুঝে ওঠা বেশ মুশকিল। বাড়িতে বসে অল্প পুঁজিতে (Small Investment) ঠিক কি ধরণের ব্যবসা করলে আপনি সহজেই হতে পারবেন লাখপতি। তাই ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা হওয়া বিশেষ প্রয়োজন। তারওপর মানুষের দৈনন্দিন জীবনে চাহিদার শেষ নেই। যে কোনও উপায়ে চাহিদা পূরণ হলেই হল। সে মূল্যবানই হোক কিংবা কম দামি দৈনন্দিন জীবনে কত রকমের জিনিসপত্র মানুষ ব্যবহার করেন।

এই যেমন ধরুন মোবাইল (MOBILE PHONE) । সাম্প্রতিক সময়ে মানুষের দৈনন্দিন জীবনে এটি একেবারে অপরিহার্য বস্তু । চলমান জীবনে মোবাইল ফোন ছাড়া গতি নেই । এতো জিনিস থাকতে হঠাৎ করে মোবাইলের কথা উঠল কেন ? আপনার মনে হয়তো এই প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে । তাহলে বিষয় টি স্পষ্ট করে বলাই ভালো । আসলে বর্তমান সময়ে এমন কোনও মানুষ নেই যার হাতে মোবাইল ফোন দেখা যায়না । আর মোবাইল- ই হতে পারে আপনার মনের মতো ব্যবসার বিষয় । কিন্তু কিভাবে ? তাহলে আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিশেষজ্ঞরা ঠিক কি বলছেন । 

মোবাইল কে আপনি যদি আপনার ব্যবসার মাধ্যম হিসাবে বেছে নিতে চান তাহলে আপনাকে মোবাইলের এক্সেসরিজ (Mobile Accessories)  সম্পর্কে সম্যক ধারণা তৈরি করে নিতে হবে । যেমন ধরা যাক , একজন ব্যক্তি প্রয়োজনের  খাতিরে শুধুমাত্র তাঁর মোবাইল হ্যান্ড সেট (Hand Set) টিই ব্যবহার করেন না । এ ক্ষেত্রে ওই ব্যক্তি তাঁর মোবাইলের সঙ্গে এক্সেসরিজ হিসাবে , চার্জার (Charger) , ইয়ারফোন (Ear Phone) , ব্লুটুথ স্পিকার (Blutooth Speaker) , মোবাইল স্ট্যান্ড, সাউন্ড স্পিকার ইত্যাদি নিয়মিত ব্যবহার করেন । আর এখানেই আপনার ব্যবসার সুত্র পাত । 

এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপনি যদি মাত্র ৫ -১০ হাজার টাকা খাটিয়ে মোবাইলের এক্সেসরিজ (Accessories) অর্থাৎ আনুসাঙ্গিক জিনিস পত্রের ব্যবসা শুরু করতে পারেন তাহলে প্রতিমাসে ব্যবসার মূলধনের তিন থেকে চার গুন অর্থাৎ প্রতিমাসে ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত খুব সহজেই কামিয়ে নিতে পারবেন । এ ক্ষেত্রে আপনি দুটি পদ্ধতিতে আপনার ব্যবসা শুরু করতে পারেন । 

কি ভাবে মোবাইল (Mobile Accessories) এক্সেসরিজ – র ব্যবসা শুরু করবেন ? 

প্রথমত , আপনি অনলাইনে বাড়িতে বসেই ই-কমার্সের (E- Commerce) সাইটের মাধ্যমে আপনার ব্যবসার অর্থাৎ মোবাইলের এক্সেসরিজ অর্থাৎ আনুসাঙ্গিক জিনিস পত্রের ছবি আপলোড করতে পারেন ।  সেখানে গ্রাহকের পছন্দ হলে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে । ডেলিভারি মাধ্যমে আপনি আপনার ব্যবসার মালপত্র কাস্টমার (Customer) অর্থাৎ গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারেন । 

দ্বিতীয়ত , রাস্তার ধারে ছোটখাটো স্টল সাজিয়ে আপনি আধুনিক ও কাস্টমার অর্থাৎ গ্রাহকের মনের মতো মোবাইল এক্সেসরিজ আপনার ছোট্ট স্টল টিতে সাজিয়ে গুছিয়ে তুলে ধরলেই আর দেখে কে । চাহিদা অনুযায়ী বিক্রি তো হবেই । সেই সঙ্গে আপনি খুব সহজেই প্রতিমাসে ভালো ইনকামের রাস্তা সহজেই খুঁজে পাবেন । 

তাহলে আর দেরি না করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র চাকরির আশায় বসে না থেকে এখন থেকেই স্বল্প পুঁজিতে শুরু করুন মোবাইল এক্সেসরিজের ব্যবসা । কে বলতে পারে অল্প কয়েকদিনেই আপনি হয়ে উঠতে পারেন একজন ভালো মানের ব্যবসায়ী বা কারবারি ।  

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #NEW BUSINESS IDEA #SELF EMPLOYMENT TIPS #BUSINESS #MOBILE #ACCESSORIES #E- COMMERCE

Leave a Comment