মাত্র 500 টাকায় বছরে 12 টি গ্যাস সিলিন্ডার, ঘোষণা এই রাজ্যের, রইল বিস্তারিত -LPG Gas Cylinder Update

 বর্তমানে দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয় হলো রান্নার গ্যাস (LPG Gas)। এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর সরকারের ভর্তুকি প্রদান। আর তার জেরে আসলো মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য বিরাট সুসংবাদ। এবার এই গ্যাসের ভর্তুকির পাশাপাশি মিলবে দৈনন্দিন ব্যবহৃত বিদ্যুৎ পরিষেবাও। এই দুই ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ সাধারণ জনগণের জন্য দারুণ সুসংবাদ প্রদান করাবে। তবে বিলম্ব না করে আসুন জানা যাক বিস্তারিত। LPG Gas Cylinder Update

খাদ্য দ্রব্য থেকে জামা কাপড় সব ক্ষেত্রেই বাজার মূল্য আকাশ  ছোয়া তারমধ্যে সাধারণ জনগণের জন্য দারুণ সুসংবাদ শোনালো সরকার পক্ষ। তাদের ঘোষণা অনুযায়ী, এবার থেকে মাত্র 500 টাকায় মিলবে রান্নার গ্যাস ও বিদ্যুৎ পরিষেবা। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। গোটা বছরে মোট 12 টি এমন গ্যাস সিলিন্ডার দেওয়া হবে যার মূল্য হবে মাত্র 500 টাকা এবং সঙ্গে একই খরচে পাবে বিদ্যুৎ পরিষেবাও। 

বর্তমানে গোটা দেশের LPG Gas এর দাম আকাশ ছোয়া। গত কয়েক বছরের মধ্যে LPG Gas এর দাম ছুঁয়েছে 1000 এর ঘরে। বর্তমানে দেশের প্রায় সমস্ত রাজ্যে গ্যাসের দাম 1000 এর ঘরে বহাল রয়েছে। তার মধ্যে দরিদ্র মানুষের জন্য সুসংবাদ শোনালো এই সরকার। এমন পরিস্থিতিতে সরকারের এহেন ঘোষণা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই সুযোগ কারা কারা পাবে। 

বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীয়ান সহ বহু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -WB University Job 

আসুন তাহলে জেনে নেওয়া যাক, কারা এই সুবিধা ভোগ করবে। সম্প্রতি রাজস্থান সরকার সাধারণ মানুষের পরিস্থিতি দেখে এমন ঘোষণা করেছেন। রাজস্থান সরকারের তরফে জানানো হয়, 1 এপ্রিল থেকে গোটা রাজ্যে এই সুবিধা পাবে। মাত্র 500 টাকায় বছরে 12 টি গ্যাস সিলিন্ডার পাবেন দরিদ্র সাধারণ মানুষেরা। যদিও অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও গ্যাসের দাম 1000 টাকার উপরে তারপরও সরকারের এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে। এছাড়াও রাজস্থান সরকার আরও কিছু প্রকল্প চালু করেন যা সাধারণ মানুষকে নানা ভাবে উপকৃত করে। 

Join Telegram Channel : Click Here

Leave a Comment