রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কলকাতা – মাস ফুরালেই মাধ্যমিক । পড়ুয়াদের প্রস্তুতিও চলছে জোর কদমে । কিন্তু এতো আর স্কুলের পরীক্ষা নয় , এ বোর্ডের পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষা । শিক্ষা জীবনের প্রথম ধাপ বলে কথা । তাই প্রস্তুতির পাশাপাশি একেবারে গোরা থেকে পর্ষদের কড়া নিয়মের গেরোয় পড়তে হয় সকল পরীক্ষার্থীকেই । কিন্তু এবার আরও কঠোর মাধ্যমিক শিক্ষা পর্ষদ । ইতিমধ্যেই সেই কড়া দাওয়াইয়ের নির্দেশ নামা পৌঁছে গিয়েছে জেলায় জেলায় পরীক্ষা সেন্টার গুলিতে । কিন্তু এবার একটু অন্য রকম কেন ? আসলে গোটা রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতিতে শাসক তৃণমূলের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড় । পাশাপাশি চাকরি হোক কিংবা যে কোনও বোর্ডের পরীক্ষা হলেই প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে বারংবার প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে । এই অবস্থায় অতি সতর্ক রাজ্য সরকার । তাই এবার কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ ।
বিগত বছরের মতো এবারও কয়েক লক্ষ পরীক্ষার্থী বসছে মাধ্যমিক পরীক্ষায় । পূর্ব নির্ধারিত সময় সূচী অনুযায়ী আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের প্রথম দিকেই শুরু হতে চলেছে এবারের মাধ্যমিক পরীক্ষা । কিন্তু এবার প্রশ্ন পত্র ফাঁস নিয়ে অতি সতর্ক মাধ্যমিক শিক্ষা পর্ষদ । পরীক্ষা শেষের আগেই যাতে প্রশ্ন পত্র ফাঁসের মতো ঘটনা না ঘটে তার জন্য এবার নিয়মের ক্ষেত্রে গোরা থেকেই কড়া অবস্থান নিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক এবার বোর্ডের নির্দেশ অনুসারে মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠিক কি নিয়ম পালন করতে হবে ।
১) পরীক্ষা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ পরীক্ষা শেষের ঘণ্টা না পড়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী প্রশ্ন পত্র নিয়ে পরীক্ষা হলের বাইরে বের হতে পারবেন না ।
২) যদি কোনও পরীক্ষার্থীর পরীক্ষা আগে ভাগেই শেষ হয়ে যায় তাহলে ওই পরীক্ষার্থীকে তার প্রশ্ন পত্র পরীক্ষকের কাছে জমা রেখে পরীক্ষা হলের বাইরে বের হতে হবে ।
৩) পরীক্ষা সেন্টার গুলিতে সিসিটিভি ইন্সটল বাধ্যতা মূলক করা হয়েছে ।
৪) এছাড়াও পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি করিডরে সিসিটিভি লাগানো বাধ্যতা মূলক করা হয়েছে ।
৫) এক্ষেত্রে পরীক্ষা সেন্টার গুলিকে যাবতীয় পরিকাঠামো তৈরির পর ওই ছবি পর্ষদের মেইলে পাঠাতে বলা হয়েছে । যদি কোনও পরীক্ষা সেন্টার উপযুক্ত পরি কাঠামো তৈরি না করে তাহলে ওই পরীক্ষা কেন্দ্র বাতিল করা হতে পারে পর্ষদের তরফে ।
৬) পরীক্ষা শেষের পড়ে উপযুক্ত প্রমান দিয়ে স্কুল ইন- চার্জের কাছ থেকে ওই পরীক্ষার্থী তার প্রশ্ন পত্র সংগ্রহ করতে পারবে ।
৭) পরীক্ষা শেষের আগে প্রশ্ন পত্র ফাঁস এবং পরীক্ষায় কারচুপি ও নকল ঠেকাতে পর্ষদের তরফে এবার এই নতুন নিয়ম বিধি চালুর নির্দেশ নামা জারি হয়েছে ।
পর্ষদ কর্তৃক এই নিয়ম গুলি না মানলে কিংবা নয়া নিয়ম বিধি না জানলে বিপদে পড়তে হবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে । তবে পরীক্ষার অ্যাডমিট সংগ্রহ করাকালীন প্রত্যেক পরীক্ষার্থীকেই এই নয়া নিয়ম বিধি সম্পর্কে অবহিত করার জন্য স্কুলগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে ।
written by – Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #MADHYAMIK #EXAMINATION #2023 #NEW RULE #QUESTION PAPER LEAK