মাধ্যমিক পাশে কয়লা খনিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে দেখুন -Coal India Recruitment

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েকশো শিক্ষানবিশ অর্থাৎ ট্রেইনি (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের কয়লা (COAL MINISTRY OF INDIA) মন্ত্রকের অধীনে কোল ইন্ডিয়া (COAL INDIA LIMITED) লিমিটেড। সম্প্রতি এই মর্মে  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে । কয়লা মন্ত্রকের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের প্রথমে শিক্ষা নবিশ পরে সরাসরি নিয়োগ করা হবে কয়লা মন্ত্রকের অধীনে ঝাড়খণ্ড রাজ্যের কয়লা খনি অঞ্চলের অফিসে । এ ক্ষেত্রে ভারত সরকারের কয়লা মন্ত্রকের অধীনে কোল ইন্ডিয়া লিমিটেড নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এক কথায় বলতে গেলে কাজে নিযুক্ত হওয়ার পর ওই কর্মীর যাবতীয় দায় দায়িত্ব বহন করবে ভারত সরকারের কয়লা( COAL INDIA LIMITED) মন্ত্রক। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – No. CCL/Recruitment/Adv -Stat/032023/63    Dated — 28/01/2023 

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েব (www .centralcoalfields.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদনপত্র টি সাবমিট করতে হবে । 


নিয়োগ পদ্ধতি

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইনে (CBT) পরীক্ষা দিতে। অনলাইন পরীক্ষা কবে , কোথায় হবে তা প্রার্থীর মেল আই ডি তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। অনলাইন পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে মোট ৭০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে ।

যোগ্যতা নির্ণয়ে ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার পাশ নম্বর ঘোষণা করা হয়েছে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার পরীক্ষায় । সেখানে ৩০ নম্বরের পরীক্ষা দিতে হবে । এরপর আবেদনকারী প্রার্থীর জমা করা নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রশিক্ষণ কর্ম সূচিতে যোগ দেওয়ার নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে । এ ক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে প্রথমে ম্যানেজমেন্ট ট্রেইনি(MANAGEMENT TRAINEE ) হিসাবে ট্রেনিং নিতে হবে তারপর ওই প্রার্থীকে যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে ।  

এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে-

১) পদের নাম- মাইনিং সিরদার (Mining Sirdar) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৭৭ টি । 

শিক্ষাগত যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার পাশাপাশি মাইনিং ইঞ্জিনিয়ারিং  বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে । 

২) পদের নাম- ইলেক্ট্রিশিয়ান / টেকনিশিয়ান (Electrician/Technician )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১২৬ টি । 

শিক্ষাগত যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার পাশাপাশি আই টি আই(ITI) ডিগ্রীধারী হতে হবে । 


৩) পদের নাম- ডেপুটি সার্ভেয়র ‘ (Deputy Surveyor) 

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২০ টি । 

শিক্ষাগত যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক অর্থাৎ মাইনিং সার্ভে বিষয়ে বৈধ সংশাপত্র থাকতে হবে ।  

৪) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ‘ (Assistant Foreman)

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১০৭ টি । 


শিক্ষাগত যোগ্যতা :

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক অর্থাৎ মাইনিং ইলেক্ট্রিক্যাল বিষয়ে দক্ষতার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বৈধ সংশাপত্র থাকতে হবে ।  

বয়স সীমা –

উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের কোল (COAL INDIA LIMITED) ইন্ডিয়া লিমিটেডের নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক বেতন –

এক্ষেত্রে এক বছর মেয়াদের প্রশিক্ষণের পর সংশ্লিষ্ট সংস্থায় কাজে যোগ দেওয়া পর নিযুক্ত কর্মীকে কোল্ড ফিল্ড অব ইন্ডিয়ার তরফে প্রতিমাসে বেসিক পে ৩১,৮৫২ টাকা বেতন দেওয়া হবে । তবে প্রশিক্ষণ চলাকালীন যাবতীয় পদে নিযুক্ত শিক্ষানবিশ দের প্রতিমাসে আই টি আই ট্রেড সার্টিফিকেটের গ্রেড অনুযায়ী সাম্মানিক প্রদানের ব্যবস্থা রয়েছে । অর্থাৎ প্রশিক্ষন চলাকালীন উপযুক্ত ট্রেডে জুক্ত শিক্ষানবিশদের প্রতিমাসে ভাতা দেওয়া হবে । 

আবেদন ফী – 

উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ এবং ও বিসি ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । তবে সংরক্ষিৎ আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।  

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 19/04/2023

 

এ ছাড়াও নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (http://centralcoalfields.in)-এ 

 অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

★Join Telegram Channel : Click Here


★More Job News : Click Here

TAG- #COAL INDIA #JOB #GOVT JOB #RECRUITMENT #JHARKHAND #COAL MINISTRY

Leave a Comment