আপনি কি সবে সবে মাধ্যমিক পাশ করেছেন ? তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য । তথাপিচাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েকশো শিক্ষানবিশ অর্থাৎ ট্রেইনি (RECRUIT) নিয়োগ করতে চলছে ভারত সরকারের কয়লা (COAL MINISTRY OF INDIA) মন্ত্রকের অধীনে কোল ইন্ডিয়া (COAL INDIA LIMITED) লিমিটেড। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল কোল ইন্ডিয়া লিমিটেড।
কয়লা মন্ত্রকের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের প্রথমে শিক্ষানবিশ পরে সরাসরি নিয়োগ করা হবে কয়লা মন্ত্রকের অধীনে ঝাড়খণ্ড রাজ্যের কয়লা খনি অঞ্চলের অফিসে ।
এক কথায় বলতে গেলে কাজে নিযুক্ত হওয়ার পর ওই কর্মীর যাবতীয় দায় দায়িত্ব বহন করবে ভারত সরকারের কয়লা ( COAL INDIA LIMITED) মন্ত্রক। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – No. CCL/Apprentice Trg / Notification/23-24/25 Dated —23/05/2023
আবেদন পদ্ধতি–
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েব (www .centralcoalfields.in) অথবা (http://apprenticeshipindia.gov.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদনপত্র টি সাবমিট করতে হবে ।
বয়স সীমা –
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । তবে কিছু কিছু ট্রেডে ফ্রেশার বা একেবারে নতুনদের আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে । তবে যাবতীয় ট্রেডে আবেদনের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী- উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের কোল (COAL INDIA LIMITED) ইন্ডিয়া লিমিটেডের নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি–
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাই এবং আবেদনকারী প্রার্থীর জমা করা সকল ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে–
সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট 18 টি ট্রেডের ক্ষেত্রে কয়েকশ শিক্ষানবিশ পদে শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । এক্ষেত্রে যে যে ট্রেডের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল ,
ইলেক্ট্রিশিয়ান (Electrician)
ফিটার (Fitter)
মেকানিক ডিসেল (Mechanic Diesel)
কোপা (COPA)
মেশিনিস্ট (Mechinist)
টার্নার (Turner)
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (Secretarial Assistant)
হিসাবরক্ষক (Accountant)
ওয়েলডার (Welder)
সার্ভেয়র (Surveyor)
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথেলজি (Medical Laboratory Technician Pathelogy)
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি (Medical Laboratory Technician Radiology)
ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (Dental laboratory Technician)
ওয়্যার ম্যান (Wireman)
মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার (Multimedia and Web Page Designer)
ভেহিক্যাল মেকানিক (Vehicle Mechanic)
মেশিনারি মেকানিক (Mechinery Mechanic)
শূন্য পদ – উল্লেখিত ট্রেড গুলিতে মোট শূন্য পদের সংখ্যা 608 টি
মাসিক ভাতা অর্থাৎ স্টাইপেন্ড –
ট্রেনিং চলাকালীন সংশ্লিষ্ট ট্রেডে নিযুক্ত শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেনটিশ কে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতিমাসে নির্দিষ্ট হারে মাসিক স্টাইপেন্ড অর্থাৎ ভাতা দেওয়া হবে ।
এ ক্ষেত্রে নির্দিষ্ট ট্রেড এবং পদ অনুযায়ী মাসিক ভাতার পরিমাণ 6000 থেকে 7000 এবং 9000 টাকা পর্যন্ত স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে ।
ট্রেনিং পিরিয়ড –
সংশ্লিষ্ট ১৮ টি ট্রেডের ক্ষেত্রে বেশ কয়েক টি ট্রেডে ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে 1 বছর আবার বেশ কয়েকটি ট্রেডে 15 মাস আবার একাধিক ট্রেডে প্রশিক্ষণের মেয়াদ 24 মাস অর্থাৎ 2 বছর ।
উল্লেখিত ট্রেড গুলিতে আবেদন জানানোর শেষ তারিখ 18/06/2023
নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (http://centralcoalfields.in)- অথবা (http://apprenticeshipindia.gov.in) এ
চাকরি কিংবা সরকারি প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com
written by – Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG- #COAL INDIA #JOB #GOVT JOB #RECRUITMENT #JHARKHAND #COAL MINISTRY