মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য বিরাট সুখবর। এবার মাধ্যমিক পাশে কয়েকশো কর্মী নিয়োগ করছে খোদ কলকাতায় । স্বভাবতই রাজ্যের বেকার যুবক যুবক – যুবতী দের কাছে এটা যে বাড়তি পাওনা তা আর বলার অপেক্ষা রাখেনা । এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি এ রাজ্য ছাড়াও গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পদগুলিতে হওয়ার সুযোগ পাবেন । আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল পাশ হলেই চলবে । পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে সফল এবং যোগ্য প্রার্থীদের । এবার তাহলে আসুন দেখে নেওয়া যাক শিক্ষানবিশ পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 01/23 Metro Railway/Kolkata Dated 07/02/2023
আবেদন পদ্ধতি—
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। তবে অফ্লাইএ আবেদন করলেও মেট্রো রেলের সংশ্লিষ্ট ওয়েব সাইটে গিয়ে প্রার্থীকে তার নিজের নাম রেজিস্ট্রেশন করে আবেদন পত্র ডাউন লোড করতে হবে । অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
৩. প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি মেট্রো রেলের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারী প্রার্থীকে তার,
a. নিজের নাম——————————
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—-
c. লিঙ্গ————————————-
d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———-
e. শিক্ষাগত যোগ্যতা————————-
f. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————
g. আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ—
h. মোবাইল নম্বর————————-
i. ইমেল আইডি ————————-
j. আবেদকারী প্রার্থীর পিতার নাম—————
সবশেষে আবেদনকারীকে নিজের সই (Signature) করে আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে পাঠাতে হবে ।
এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
এবার দেখে নেব কোন কোন পদ বা বিভাগের জন্য শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ-এর আবেদন চাওয়া হয়েছে—
ফিটার (Fitter)
ওয়েল্ডার(Welder (G&E)
মেশিনিস্ট (Machinist)
ইলেকট্রিশিয়ান (Electrician)
শূন্যপদের সংখ্যা –
উল্লেখিত চারটি বিভাগে মোট শূন্য পদের সংখ্যা ১২৫ টি ।
বয়সসীমা—
উল্লেখিত বিভাগ গুলিতে শিক্ষানবিশ হওয়ার আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে ০১-০১-২০২৩ তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স হিসাব করে নিতে হবে।
মাসিক ভাতা-
এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে। পাশাপাশি প্রশিক্ষণ রতদের থাকার ব্যবস্থা রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত বিভাগগুলিতে শিক্ষানবিশ পদের ক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে।
পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও উচ্চ শিক্ষিত রাও আবেদনের যোগ্য ।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি,
০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি
আবেদন ফী –
উল্লেখিত বিভাগগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের নামে । তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।
এবার আসবো কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে-
নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই
উল্লেখিত শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে মেট্রো রেলের কলকাতা শাখায় ।
অনলাইনে আবেদন সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন (apprenticeshipindia.org ) -এ
আবেদন পত্র পাঠানোর ঠিকানা -To The Dy. Chief Personnel Officer , Metro Rail Bhavan , 33/1 J.L. Nehru Road , Kolkata – 700071.
আবেদনের শেষ সময় সীমা 06/03/2023
আমরা আছি চাকরি প্রার্থীদের সঙ্গে , সর্বদা – সর্বত্র চোখ রাখুন www. bongodhara.com – এ
Official Notice : Download Here
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #INDIAN RAIL #RAIL #APPERENTICESHIP #TRAINING #RRB # METRO RAIL #KOLKATA