মাধ্যমিক পাশে কৃষি সমবায়-এ কর্মী নিয়োগ , রাজ্যেই চাকরির পোস্টিং -Govt Job Recruitment

কৃষি আমাদের ভিত্তি আর শিল্প ভবিষ্যৎ । মুলত কৃষির ওপর ভিত্তি করে আবর্তিত গোটা দেশের অর্থনীতি । তাই কৃষিকে বিশেষ করে অর্থনীতিকে বাঁচাতে যে কোনও মুল্যে কৃষক দের সুরক্ষা দিতেই হবে । এই কারনেই রয়েছে কৃষি সমবায় সমিতি । যেখানে রয়েছে কৃষকদের জন্য ফসল বিমার সুবিধা । এবার কেন্দ্রীয় কৃষি সমবায় সমিতিতে কর্মী নিয়োগ করা হবে । এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় কৃষি সমবায় – এর তরফে । এক্ষেত্রে  দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন । তবে এই নিয়োগ প্রক্রিয়ায় সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে এ রাজ্যের সংশ্লিষ্ট সংস্থার অফিসে । 

কেন্দ্রীয় (BHARTIYA COOPERATIVE GENERAL INSURANCE) কৃষি সমবায় – এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , আগামী জুলাই মাসের ১৫ তারিখ অর্থাৎ 15/07/2023 এর মধ্যে চাকরি প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদনের জন্য চটপট দেখে নিন www.bharatinsurance.org ।  তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে । 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মুলত একটি পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । 

পদের নাম – ফসল বিমা অ্যাসিস্ট্যান্ট ‘  (Fasal Bima Assistant) 

বয়স  সীমা –

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর বয়সের ঊর্ধ্ব সীমা ৪০ বছর। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক বেতন –

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে প্রতিমাসে ২১,০০০  টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । এর সঙ্গে রয়েছে যাবতীয় সরকারি এবং আর্থিক সুযোগ সুবিধা । 

শিক্ষাগত যোগ্যতা – 

উল্লেখিত  পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে  স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ  হতে হবে ।  পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে । পাসাপ্সহি আবেদনকারী কারিকে বাংলা ভাষায় লেখা – পড়া এবং কথা বলার দক্ষতা থাকতে হবে । 

নিয়োগের  ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে  পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ২৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 

সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG – #INSURANCE #FASAL BIMA #BHARTIYA COOPERATIVE GENERAL INSURANCE #GOVT JOB #RECRUITMENT BHARTIYA COOPERATIVE GENERAL INSURANCE

Leave a Comment