মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের প্রচুর চাকরি, এক্ষুনি আবেদন করুন -Central Govt Job

আপনি কি মাধ্যমিক পাশ , চাকরি খুঁজছেন ? তাহলে ই খবরটি নেহাত আপনার জন্য । এবার  কয়েকশ কনস্টেবল  (RECRUIT))নিয়োগ হতে চলছে ইন্দ- তিব্বতিয়ান(ITBPF) বর্ডার পুলিশ ফোর্সে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইন্দ তিব্বতিয়ান বর্ডার পুলিশের পক্ষ থেকে।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পুলিশ ফোর্সে।  অযথা সময় বিলম্ব না করে চটপট আবেদন করতে দেখে নিন বিস্তারিত দিকগুলি  । 

প্রথমেই শূন্য পদ — 

ইন্দ – তিব্বেতিয়ান বর্ডার পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , 

পদের নাম- কনস্টেবল ড্রাইভার ‘ (Constable Driver) 

শূন্য পদ-  মোট শূন্য পদের ৪৫৮ টি

(তবে মোট শূন্য পদের মধ্যে ৭৪ টি তপশীলি জাতী, ৩৭ টি তপশীলি উপজাতি, ১১০ টি ওবিসি প্রার্থী এবং  ৪২টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ।)   

মাসিক বেতন-

নিযুক্ত পুলিশ কর্মীকে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে ।  

বয়স সীমা– 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- 

আবেদনকারীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। সঙ্গে ভারি মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্স ধারি হতে হবে । 

আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর যাবতীয় তথ্য আপলোড করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । তবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

আবেদন ফর্ম পূরণের আবেদনকারী প্রার্থীকে – ভোটার ও আঁধার কার্ড,  বয়সের প্রমানপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , জাতিগত সংশাপত্রের প্রমান

শারীরিক মাপজোকের যাবতীয় নথি পত্র, সঙ্গে নিতে হবে । 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে শারীরিক মাপজোকের পরীক্ষা দিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ বা সফল হওয়ার পর দিতে হবে লিখিত পরীক্ষা। এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে যাবতীয় নথি ভেরিফিকেশনের এবং শারীরিক পরীক্ষার জন্য । সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ২৬ শে জুলাই ২০২৩ -এর মধ্যে । 

বিস্তারিত জানতে ক্লিক করুন www.recruitment.itbpolice.nic.in – এ 

কর্ম প্রার্থীদের চাকরির খবর  সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি  আপডেট পেতে নজর রাখুন Bongodhara. com- এ

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #ITBP

Leave a Comment