ফের রাজ্যর বিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীদের সামনে । রাজ্যের নামকরা মিশনের অধীনে এবার বেশ কয়েকটি বিভাগে শিক্ষক সহ বিদ্যালয়ের প্রশাসনিক কাজ কর্মের জন্য বেশ কয়েকটি অশিক্ষক(Clerk) কর্মী নিয়োগ করতে চলেছে এ রাজ্যের সংশ্লিষ্ট মিশন । ওই শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ শিক্ষক(TEACHER) এবং (NON- TEACHER)অশিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এ ক্ষেত্রে শুধু এ রাজ্যই নয় দেশের যে কোনও স্থানের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা উল্লেখিত পদে শিক্ষকতা করার জন্য আবেদন করতে পারবেন । তবে গোটা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে রাজ্য স্কুল সার্ভিস (School Service Commission) কমিশনের নিয়ম মাফিক । এমনকি নিযুক্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে রাজ্য সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে । নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে শেষ অবধি চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল –
১) তিনটি শূন্যপদে শিক্ষক (Teacher)
২) একটি শূন্যপদে ক্লার্ক (Clerk)
এবার জেনে নেওয়া যাক কোন কোনবিষয়ে শিক্ষক (Teacher) পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে :
১) ইংরাজি – English
২) পিউর সায়েন্স – Pure Science
৩) বায়ো সায়েন্স – Bio Science
শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত তিনটি বিষয়ে শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উল্লেখিত বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে পাশাপাশি বি এড কোর্স পাশ হতে হবে । এক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স এবং বি এড -এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অশিক্ষক (Non – Teacher) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে তৎসহ আবেদনকারীকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
বয়স সীমা –
উল্লেখিত বিষয় গুলিতে শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । অন্যদিকে অশিক্ষক পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ওই একই সাল তারিখ হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । তবে যাবতীয় পদেআবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়ম মোতাবেক ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
শিক্ষক – অশিক্ষক দুটি পদের ক্ষেত্রেই নিযুক্ত কর্মীদের রাজ্য সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে । এ ছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
নিয়োগ পদ্ধতি –
নিয়োগের ক্ষেত্রে প্রথমেই নেওয়া হবে লিখিত পরীক্ষা । এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দের ডেকে নেওয়া হবে ইন্তারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার পরীক্ষায় । সব শেষে সফল এবং যোগ্য প্রার্থীদের জমা করা যাবতীয় নথিপত্র পর্যবেক্ষণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । তবে শিক্ষক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রশ্ন পত্র হবে বিষয় ভিত্তিক ।
আবেদন পদ্ধতি—
আবেদনের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ওয়েব সাইটে (www.rkmvpurulia.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে ওই ফর্মের যাবতীয় কলম গুলি পূরণ করে আবেদনপত্রটি ডাক যোগে অথবা সরাসরি প্রার্থীকে জমা করতে হবে নিম্ন লিখিত ঠিকানায়
To The Incharge, Ramakrishna Mission Vivekananda Vidyamandir, English Bazar, P.O. & Dist. – Malda, West Bengal – 732101
প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি—
আবেদন পত্রের সঙ্গে আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমান পত্র,জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার প্রমান পত্র, সাম্প্রতিক সময়ের দুটি পাসপোর্ট সাইজের ছবি, এবং স্ট্যাম্প সহযোগে দুটি খাম পাঠাতে হবে।
আবেদন ফী –
উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির জন্য ৫০০ টাকা, সংরক্ষিত আসনের ক্ষেত্রে ৪০০ টাকা এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে ৩০০ টাকা আবেদন ফী ধার্য করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
www.rkmvvmmalda.org.
আবেদন পত্র জমা করার শেষ সময় সীমা ২০ শে এপ্রিল ২০২৩ অর্থাৎ 20/04/2023
সঠিক চাকরির খবর সবার আগে পেতে নজর রাখুন bongodhara.com -এ
Official Notice : Download
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
written by – Somnath Pal.
TAG- #RAMKRISHNA MISSION #RECRUITMENT #TEACHER #NONE TEACHER #MALDAH #SCHOOL SERVICE COMMISSION