মাধ্যমিক পাশে জাতীয় স্বাস্থ্য বিভাগে Group-C পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন-Health Recruitment

 কথায় বলে স্বাস্থ্যই সম্পদ । আর দেশের মানুষের স্বাস্থ্য পরিষেবায় রয়েছে জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক । তবে নিত্য নতুন রোগের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে এগিয়ে চলছে রিসার্চ আর গবেষণা । এবার জাতীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চে একাধিক পদে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক কর্মী । সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থা মারফৎ । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিযুক্ত হওয়ার পর জাতীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে  প্রতিমাসে রয়েছে আকর্ষণীয় বেতন ।  কিন্ত কিভাবে আবেদন করবেন ? এই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় নিয়ম বিধি জানতে চটপট নিচের প্রতিবেদন টি পড়ে নেওয়া যাক একেবারে শেষ অবধি । 

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মুলত দুটি পদের ক্ষেত্রে একাধিক শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । যেমন , 

১) টেকনিশিয়ান (Technician) -Group-C


২) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff ) -Group-C

দুটি পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ২৮ টি  । (তবে উল্লেখিত শূন্য পদের মধ্যে সর্ব মোট ২০ টি পদ তপশিলি জাতি- উপজাতি , ওবিসি , শারিরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । ) 

বয়সসীমা : এক্ষেত্রে দুটি পদের মধ্যে  টেকনিশিয়ান পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর বাকি মাল্টি টাস্কিং পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা : ‘ টেকনিশিয়ান ‘ পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে  হবে। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি / ডি এম এল টি/ কম্পিউটার / স্ট্যাটিস্টিক্স বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । অন্য দিকে ‘ মাল্টি টাস্কিং স্টাফ ‘  পদে আবেদন করতে হলে আবেদনকারীকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে । 

আবেদন প্রক্রিয়া : আবেদনের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব ( www.icmr.nic.in) সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদন পত্র টি সঠিক ভাবে পূরণ করে সকল ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থার অফিসে জমা করতে হবে । 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা । এরপর সফল এবং যোগ্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা – প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা যাচাইয়ের পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – TO THE DIRECTOR , ICMR, NATIONAL INSTITUTE FOR RESEARCH IN ENVIRONMENTAL HEALTH, BHAURI BYPASS ROAD, BHOPAL – 462030. 

উল্লেখিত দুটি পদের জন্য সাধারণ ক্যাটাগরি ভুক্ত প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 

আবেদনের শেষ তারিখ – 15/07/2023 

আমারাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন  bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG – #ICMR #MEDICAL JOB #RESEARCH INSTITUTE 3RECRUITMENT #HEALTH JOB 3HEALTH & FAMILY WELFARE

Leave a Comment