মাধ্যমিক পাশে দেশ জুড়ে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, সঙ্গে প্রচুর নিয়োগ -Govt Job Recruitment

আপনি কি মাধ্যমিক পাশ ? তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য। মাধ্যমিক পাশেই এবার সরাসরি কয়েক হাজার কর্মী নিয়োগ করা হবে ভারত সরকারের স্বরাষ্ট্র  (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা ইন্টিলিজেন্স ব্যুরো (INTELLIGENCE BUREAU) অর্থাৎ গোয়েন্দা দফতরে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিভিন্ন রাজ্যের গোয়েন্দা শাখার অফিসে।   এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

প্রথমেই দেখে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে-

পদের নাম- সিকিউরিটি অ্যা সিট্যান্ট/ এক্সিকিউটিভ (SECURITY ASSISTANT/ EXECUTIVE)

শূন্য পদ- ১৫২৫ টি

(উল্লেখিত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী  ৭৩৯ টি সাধারণ, ২৪২ টি তপশীলি জাতী, ১১৭টি তপশীলি উপজাতি, ২৭৬ টি ওবিসি প্রার্থী এবং  ১৫১ টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষন করা হয়েছে।)   

মাসিক বেতন– ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত 

পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF)  

শূন্য পদ– ১৫০ টি

(উল্লেখিত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী  ৬৮ টি সাধারণ, ১৬ টি তপশীলি জাতী, ১৬ টি তপশীলি উপজাতি, ৩৫ টি ওবিসি প্রার্থী এবং  ১৫ টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষন করা হয়েছে।)  

মাসিক বেতন– ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত 

বয়স সীমা- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে তপশীলি জাতী , তপশীলি উপজাতি এবং ও বিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 

এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে-

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে (www.mha.gov.in) অথবা (www.ncs.gov.in) গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। যেমন, 

প্রার্থীর নাম—————- 

বাবার নাম—————- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা————- 

বয়স———————

শিক্ষাগত যোগ্যতা——————— 

নিজের ইমেল আইডি——————– 

ফোন নম্বর——————–  

ইত্যাদি উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।   

৮। এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

আবেদন ফী – 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে । 

এবার দেখে নেওয়া যাক আবেদন ফর্ম পূরণের সময় কী কী  ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।

সবশেষে জানবো নিয়োগ সম্পর্কিত বিষয়ে-

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে  দিতে হবে লিখিত পরীক্ষা।  লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করে সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর যাবতীয় নথি ভেরিফিকেশনের পর সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ১০ই ফেব্রুয়ারি অর্থাৎ 10/02/2023 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  (www.mha.gov.in) অথবা (www.ncs.gov.in)  – এ 

Official Notice : Download 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #IB #HOME MINISTRY

Leave a Comment