মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে কৃষি বিভাগে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন -WB Krishi Department Job

 পশ্চিমবঙ্গে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি বিভাগ। জানানো হয়েছে রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের আবেদনের জন্য অনুরোধ জানিয়েছে যাদের যোগ্যতা রয়েছে। ছেলে মেয়ে নির্বিশেষে আবেদন করার যোগ্য। নোটিশ অনুযায়ী, এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন সম্পর্কে আরও বিশদ জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Krishi Department Recruitment 

আবেদন পদ্ধতি : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে প্রিন্ট আউট বের করে তা সঠিক ভাবে পূরণ করার পর নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। এর সঙ্গে ডিমান্ড ড্রাফট করে পাঠাতে হবে আবেদন ফী। 


নিয়োগ প্রক্রিয়া : যারা আবেদন করবে বা যোগ্য বলে বিবেচিত হবে তাদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে। 

আবেদন ফী : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের সহ EWS দের 200 টাকার ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে এবং এসসি, এসটি, PWD ও মহিলাদের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না। 

কী কী পদে নিয়োগ করা হবে এবং তার সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল –

1. ড্রাইভার /T1

2. ম্যাশন ( Skilled Support Staff)

বয়সসীমা : এক্ষেত্রে প্রথম পদের জন্য সর্বোচ্চ বয়স 30 এবং দ্বিতীয় পদের জন্য সর্বোচ্চ বয়স 25 বছরের মধ্যে থাকতে হবে তবে সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : প্রতি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক বা দশম পাশ। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে আইটিআই পাশ ও কম করে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও লোকাল ভাষার জ্ঞান। প্রথম পদের ক্ষেত্রে মোটরগাড়ি সম্পর্কে জ্ঞান। উভয় ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

আবেদন পত্র জমা করার ঠিকানা : Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.- Vivekanandanagar, District: Purulia, West Bengal, PIN- 723147

ডিমান্ড ড্রাফট করার ঠিকানা : Account Name: Kalyan Krishi Vigyan Kendra, President

Account No.: 0742010104219

Bank details: Punjab National Bank

Branch Name: Vivekananda Nagar

IFSC Code: PUNB0074220


আবেদন জমার শেষ তারিখ : নোটিশ অনুযায়ী 20 দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে তাই যেহেতু 26 জুন নোটিশ প্রকাশ করা হয় সে জন্য 16 জুলাই হবে শেষ তারিখ। 

আবেদন সম্পর্কে আরও তথ্য অফিসিয়াল নোটিশ থেকে পেয়ে যাবেন। আবেদন করার পূর্বে অবশ্যই সমস্ত কিছু যাচাই করবেন –

Official Notice : Download 

Application Form : Download 

Official Website : Click Here

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment