নয়াদিল্লী – তাঁতের শাড়ি কিংবা পাঞ্জাবী ভারতীয় মহিলা এবং পুরুষদের ভীষণ পছন্দ। ভারতীয় তাঁত বস্ত্র- বয়নের নাম জগৎজোড়া। কিন্তু বিগত কয়েক দশক ধরে ভারতীয় তাঁত ( TEXTILES INDUSTRIES) শিল্পে ভাঁটার টান পড়েছে সরকারি উদাসীনতায়। এবার সে জট যে কাটতে চলছে তার নমুনা মিলল হাতে নাতে। কারণ রুগ্ন প্রায় তাঁত শিল্প বাঁচাতে এবার উদ্যোগী হল ভারত সরকার। কারণ সূতি বস্ত্র এবং রেশম শিল্পের ওপর ভর করে এ রাজ্য ছাড়াও গোটা দেশের অসংখ্য মানুষ তাঁদের জীবন- জীবিকা নির্বাহ করেন অনায়াসে। একে তো রুগ্ন প্রায় শিল্পের দিকে নজর এবং অন্য দিকে গোটা দেশের বেকারত্ব হ্রাস করতে সম্প্রতি ভারতীয় রেশম ও সূতি বস্ত্র শিল্পে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে।
স্বভাবতই ভারত সরকারের এই উদ্যোগে খুশি বেকার চাকরি প্রার্থীরা। কর্মী নিয়োগের(RECRUITMENT) বিষয়ে গত কয়েকদিন আগেই ভারত সরকারের ভারতীয় সুতী বস্ত্র শিল্প (MINISTRY OF TEXTILES) মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের একাধিক সুতী- বস্ত্র এবং রেশম শিল্পের উৎপাদন স্থলে । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়ার তত্বাবধানে রয়েছে সেন্ট্রাল সিল্ক অর্থাৎ রেশম (CENTRAL SILK BOARD) শিল্প বোর্ড । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরি কাঠামোর নিয়মানুযায়ী। তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর WSC/DLH/ADMN1(3)/2022/01
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই (ONLINE) আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব (www.csb.gov.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড (UPLOAD) করতে হবে।
৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । তার পর আবেদন পত্র টি সাবমিট করতে হবে ।
এবার দেখে নেব শূন্য পদ সম্পর্কে-
১) পদের নাম- সহকারী নির্দেশক (ASSISTANT DIRECTOR – ADMINISTRATION & ACCOUNTS )
শুন্য পদ– ৪ টি ( উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীর জন্য ২টি, ওবিসি দের জন্য ১ টি, তপশীলি জাতির জন্য ১ টি আসন সংরক্ষিত রয়েছে।)
মাসিক বেতন– ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chartered Accountant/ Cost Accountants /MBA/Company Secretaries অথবা বাণিজ্য শাখায় স্নাতকোত্তর পাশ হতে হবে ।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে ।
২) পদের নাম- কম্পিউটার প্রোগ্রামার (COMPUTER PROGRAMMER)
শূন্য পদ- ১ টি
মাসিক বেতন– ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী হতে হবে
৩) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট (ASSISTANT SUPERINTENDENT-ADMINISTRATION &ACCOUNTS)
শূন্য পদ- ২৫ টি (উল্লেখিত শূন্যপদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ১৩ টি তপশিলি জাতীর জন্য ৩ টি , তপশিলি উপজাতির জন্য ১ টি ওবিসি প্রারতির জন্য ৬ টি , অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ২ টি পদ সংরক্ষিত রয়েছে । )
মাসিক বেতন– ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৪) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট টেকনিক্যাল (ASSISTANT SUPERINTENDENT- TECHNICAL)
শূন্য পদ- ৫ টি (উল্লেখিত শূন্যপদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ৪ টি ওবিসি প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত রয়েছে । )
মাসিক বেতন– ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Zoology/Botany/Agriculture/Sericulture স্নাতক বা সমতুল পাশ হতে হবে ।
৫) পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড -১ (STENOGRAPHER GRADE – 1)
শূন্য পদ- ৪ টি (উল্লেখিত শূন্যপদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ৩ টি ওবিসি প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত রয়েছে । )
মাসিক বেতন– ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
৬) পদের নাম- লাইব্রেরী ইনফরমেশন অ্যসিস্ট্যান্ট (LIBRARY INFORMATION ASSISTANT)
শূন্য পদ– ২ টি
মাসিক বেতন- ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্স বিষয়ে স্নাতক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৭) পদের নাম – জুনিওর ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল (JUNIOR ENGINEER ELECTRICAL)
শূন্য পদ – ৫ টি ((উল্লেখিত শূন্যপদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ৪ টি ওবিসি প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত রয়েছে । )
বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
মাসিক বেতন – ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের কোর্সে ডিপ্লোমা ধারী হতে হবে ।
৮) পদের নাম – জুনিওর ট্রান্সেলেটর হিন্দি (JUNIOR TRANSLATOR – HINDI )
শূন্য পদ – ৪ টি (উল্লেখিত শূন্যপদের মধ্যে ওবিসি প্রার্থীদের জন্য ১ টি এবং একটি পদ তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে । )
বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।
মাসিক বেতন – ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে ।
৯) পদের নাম – আপার ডিভিশন ক্লার্ক (UPPER DIVISION CLERK)
শূন্য পদ – ৮৫ টি (উল্লেখিত শূন্যপদের মধ্যে তপশিলি জাতীর জন্য ১২ টি , তপশিলি উপজাতির জন্য ৬ টি ওবিসি প্রার্থীর জন্য ২২ টি , অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ৮ টি পদ সংরক্ষিত রয়েছে । )
বয়স সীমা – এক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে ।
মাসিক বেতন – ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে তৎসহ ইংরাজি এবং হিন্দি ভাষায় মিনিটে ৩৫ টি শব্দ টাইপিং -র দক্ষতা থাকতে হবে ।
১০) পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড – ২ (STENOGRAPHER GRADE – 2)
শূন্য পদ- ৪ টি (উল্লেখিত শূন্যপদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ২ টি ওবিসি প্রার্থীদের জন্য ১ টি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ১ টি পদ সংরক্ষিত রয়েছে । )
মাসিক বেতন– ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
১১) পদের নাম- ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (FIELD ASSISTANT)
শূন্য পদ- ১ টি
মাসিক বেতন– ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
১২) পদের নাম- রাঁধুনি (COOK)
শূন্য পদ– ২ টি
মাসিক বেতন- ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।
বয়স সীমা – এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী তৎসহ প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
উল্লেখিত যাবতীয় পদের মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের চার দেওয়া হয়েছে ।
আবেদন ফী –
এক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই । তবে ‘সহকারী নির্দেশক (ASSISTANT DIRECTOR – ADMINISTRATION & ACCOUNTS ) পদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং এবং অন্যান্য সব পদের ক্ষেত্রে অসংরক্ষিত আসনের প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । আবেদন ফী -এর টাকা অনলাইনে জমা করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে । তার পর হবে ইন্টারভিউ । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
আবেদন পত্র পূরণের সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
১. ভোটার ও আঁধার কার্ড
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্র
৬. পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ১৬ ই জানুয়ারি 16/01/2023 -এর মধ্যে
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.csb.gov.in -এ
Official Notice : Download
বেকার কর্ম প্রার্থীদের সঙ্গে আমরা আছি সব সময়। চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে কর্ম প্রার্থীদের অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara. com – এ
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT#TEXTILES #SILK