মাধ্যমিক পাশে রেলে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন -Railway Job Recruitment

মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য এবার বিরাট সুখবর। এবার মাধ্যমিক পাশে  আপ্রেন্টিশ বা শিক্ষানবিশ নেবে ভারতীয় রেল।  এই মর্মে গত কয়েকদিন আগে ভারতীয় রেলের উত্তরপূর্ব (North-East Rail) শাখা মারফৎ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেলের বিভিন্ন পদে শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা। এবার তাহলে আসুন  দেখে নেওয়া যাক শিক্ষানবিশ পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

আবেদন পদ্ধতি–

উত্তর পূর্ব রেলের তরফে  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  আগামী ২রা আগস্ট অর্থাৎ 02/08/2023 এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ।  আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদন সম্পর্কিত বিস্তারিত জানতে চটপট দেখে নিন (www.scr.indianrailways.gov.in )

প্রথমে  সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । তারপর যথাযথ ভাবে পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত নিয়মের পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে । 


শূন্য পদ – 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , 

মেকানিক্যাল / ডিজেল / শেড / সিগন্যাল / ক্যারেজ ইত্যাদি ওয়ার্ক শপ  মিলিয়ে মোট ১১০০ শূন্য পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

বয়সসীমা—

উল্লেখিত বিভাগ গুলিতে শিক্ষানবিশ পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন ।   

মাসিক ভাতা- 

নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে। 

শিক্ষাগত যোগ্যতা- 

আবেদনকারীকে  অষ্টম শ্রেণি/ মাধ্যমিক পাশ হতে হবে 

পাশাপাশি আইটিআই সার্টিফিকেট এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি—

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই 

নিয়োগের স্থান – 

সফল এবং যোগ্য প্রার্থীদের  শিক্ষানবিশ হিসাবে  নিয়োগ করা হবে ভারতীয় রেলের উত্তর -পূর্ব শাখায় ।  

আবেদন ফী

উল্লেখিত পদ গুলিতে আবেদনের জন্য সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে। সংরক্ষিত আসনের জন্য কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই। 

চট জলদি চাকরির খবর পেতে চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Click Here

Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal. 

TAG- #Indian rail #rail #Apprenticeship #Training #rrb

Leave a Comment