মাধ্যমিক পাশে ১ লক্ষ ৩০ হাজার চাকরি, কোথায় ও কীভাবে? রইল বিস্তারিত -Govt Recruitment

সরকারি  কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । তবে বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরির অবস্থা বেশ করুন । এই অবস্থায় জীবন জীবিকা হিসাবে বেসরকারি চাকরিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বেকার চাকরি প্রার্থীরা । পুরনো বছর হোক কিংবা নতুন বছর সাম্প্রতিক চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট । তবে আর্থিক দৈন্য দশা কাটিয়ে রাজ্য  কিংবা কেন্দ্র সরকার,  দেশের বেকার চাকরি প্রার্থীদের কর্মসংস্থান দিতে বদ্ধ পরিকর । এ বিষয়ে সরকারের স্বদিচ্ছার স্পষ্ট ইঙ্গিত মিলেছে বেশ কয়েক দিন আগেই ।  কারণ বছর শুরুতে এতো বড় নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য ।  

যদি আপনি কি মাধ্যমিক পাশ হন তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য। মাধ্যমিক পাশেই এবার প্রায় দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে ভারত সরকারের স্বরাষ্ট্র  (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (CRPF) অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে  সংশ্লিষ্ট দফতর মারফৎ।  এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের  কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সি আর পি ( Central Reserve Police Force) এফের একাধিক ক্যাম্পে ।   এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করাই শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

প্রথমেই দেখে নেওয়া যাক শূন্য পদ সম্পর্কে-

এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি লেবেলের কর্মী পদে নিয়োগ করা হবে । 

পদের নাম – ‘ কন্সটেবল জেনারেল ডিউটি ‘  ( Constable General Duty) 


শূন্য পদ- 

উল্লেখিত পদে গোটা দেশ জুড়ে মোট শূন্য পদের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৯২৯ টি । 

(উল্লেখিত শূন্য পদের মধ্যে পুরুষ চাকরি প্রার্থীদের জন্য ১ লক্ষ ২৫ হাজার ২৬২ টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৪ হাজার ৭৬৭ টি পদ সংরক্ষিত রয়েছে ।)   

মাসিক বেতন- 

সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের গ্রুপ সি পদের বেতন কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে  বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 

বয়স সীমা – 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ১৮ থেকে ২৩ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের  যেমন , তপশিলি জাতি – উপজাতি , ওবিসি এবং অন্যান্য সন্রখহিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী  বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা – 

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হলেই চলবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে শারীরিক দিক দিয়ে সুস্থ্য এবং বলিষ্ঠ হতে হবে । অর্থাৎ আবেদনকারীকে শারীরিক দিক একশো শতাংশ ফিট হতে হবে । 

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট দফতরের  ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

জাতিগত সংশাপত্র 

শারীরিক মাপজোক 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

নিয়োগ পদ্ধতি-

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমেই দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এরপর আবেদনকারী প্রার্থীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্যদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে মেডিক্যাল অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার জন্য  । সব শেষে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ । 

পরীক্ষা কেন্দ্র:-

সারা দেশ জুড়েই এই পরীক্ষার অসংখ্য কেন্দ্র রয়েছে। আবেদনকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী অফিসিয়াল নোটিফিকেশন দেখে পরীক্ষা কেন্দ্র বেছে নিয়ে আবেদন করবেন।

নিয়োগকারী সংস্থা – 

ভারত সরকারের স্বরাষ্ট্র দফতরের  তত্ত্বাবধানে সিআরপিএফ (Central Reserve Police Force) এর  গ্রুপ সি নন গেজেটেড শ্রেণিতে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

১) আঁধার কার্ড 

২) নিজের বায়োডাটা 

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫) জাতীগত সংশাপত্র 

৬) বয়সের প্রমান পত্র

৭) বাসস্থানের প্রমান পত্র 

৮) আবেদনকারীর নিজের  পাসপোর্ট সাইজের ছবি ,ইত্যাদি। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (http://crpf.gov.in)  -এ  

বেকার চাকরি প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। নজর রাখুন bongodhara.com-এ 

Join Telegram Channel : Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #CRPF #CONSTABLE

Leave a Comment