মাধ্যমিক পাশে 5500 শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন এক্ষুনি -Job Recruitment for 10th Pass

মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য এবার বিরাট সুখবর। এবার মাধ্যমিক পাশে কয়েক হাজার আপ্রেন্টিশ (APPERENTICE) বা শিক্ষানবিশ নেবে ভারত সরকারের অর্ডন্যান্স (ORDNANCE FACTORIES ) ফ্যাক্টরিস ।  এই মর্মে গত কয়েকদিন আগে ভারত সরকারের অর্ডন্যান্স ফ্যাক্টরিস মারফৎ শিক্ষানবিশ (RECRUITMENT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে দেশের একাধিক স্থানে অর্ডিন্যান্স ফ্যাক্টরিসে বিভিন্ন পদে শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (SKILL INDIA MISSION ) মিশনের  অধীনে।  এবার তাহলে আসুন  দেখে নেওয়া যাক শিক্ষানবিশ পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।

আবেদন পদ্ধতি—

ভারত সরকারের অর্ডিন্যান্স ফ্যাক্টরিস দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩.  প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি সংশ্লিষ্ট দফতরের  ওয়েব (http://www.yantraindia.co.in) অথবা (www.apprenticeship.gov.in )সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদন কারী প্রার্থীকে তার,

a.  নিজের নাম—————————— 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—- 

c.  লিঙ্গ————————————-

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———- 

e.  শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————

g.  মোবাইল নম্বর————————-

h. ইমেল আইডি ————————-

i. আবেদকারী প্রার্থীর পিতার নাম—————

সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। 

এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। 

শূন্যপদের বিবরণ – 

এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৫৪৫৮ টি । তবে নিয়োগ হওয়া শিক্ষানবিশ কে তার দক্ষতা অনুযায়ী  বিভিন্ন বিভাগে শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে । 

বয়সসীমা—

উল্লেখিত বিভাগে শিক্ষানবিশ হওয়ার আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।   

এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর  এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। 

মাসিক ভাতা-

এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের ভারত সরকারের অর্ডিন্যান্স ফ্যাক্টরি মারফৎ প্রতিমাসে নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে ।

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত বিভাগগুলিতে শিক্ষানবিশ হওয়ার জন্য পদের ক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে 

পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে। তবে আবেদনকারীকে মাধ্যমিক এবং আই টি আই কোর্সে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে । 

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, 

০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি

সুখবর! 38,880 জন শিক্ষক নিয়োগের ঘোষণা, রইল বিস্তারিত -Govt School Teachers Recruitment 

এবার আসবো কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে

অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই  

উল্লেখিত শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে গোটা দেশের একাধিক প্রান্তে অবস্থিত অর্ডন্যান্স ফ্যাক্টরিতে । 

অনলাইনে আবেদন  সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন (www.apprenticeship.gov.in ) অথবা (http://www.yantraindia.co.in) -এ 

তাহলে আর দেরি না করে উপরের প্রতিবেদন টি পড়ে নিয়ে চটপট আবেদন করুন উল্লেখিত পদে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস হওয়ার জন্য । 

রাজ্য তথা গোটা দেশের সরকারি চাকরির খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন www. bongodhara.com   – এ 

Official Notice : Download 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #ORDNANCE FACTORIES #APPERENTICESHIP #TRAINING #SKILL INDIA MISSION

Leave a Comment