আপনি কী মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। রাজ্য সরকারের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের নয়া প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট কর্মী পদ পূরণ করা হবে। জানা গিয়েছে, এক্ষেত্রে গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করা হবে। রাজ্যের DM অফিস দপ্তরে নিয়োগ করা হবে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। WB Govt DM Office Job
কী কী পদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে বিস্তারিত –
1. কেস ওয়ার্কার / শিশু সুরক্ষা অফিসার
2. হাউস মাদার
3. হেল্পার কাম নাইট ওয়াচম্যান
4. এসএসএ নার্স
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন। মাধ্যমিক /উচ্চ মাধ্যমিক /সোস্যাল সায়েন্স /LLB /সামাজিক কাজের সঙ্গে জরিত থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
মাসিক বেতন : এক্ষেত্রে সর্বনিন্ম পদের জন্য মাসিক বেতন 12,000 টাকা এবং সর্বোচ্চ পদের জন্য মাসিক বেতন 21,170 টাকা।
বয়সসীমা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে চাকরি প্রার্থীদের সর্বাধিক বয়স হতে হবে 40 বছর এবং সর্বনিন্ম বয়স হতে হবে বয়স হতে হবে কোনো পদের ক্ষেত্রে 18, আবার কোনো পদের ক্ষেত্রে 21 ও 23 বছর।
কীভাবে আবেদন করতে হবে : যে সমস্ত আগ্রহী প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক থেকে। নোটিশের শেষের দিকে আবেদন ফর্ম থাকবে সেটি প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কপি দিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা – District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, PO.- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin.- 721101, West Bengal
খামের উপর অবশ্যই লিখতে হবে -Application for the post of………………(পদের নাম) for Govt. run CCI/SAA under Mission Vatsalya, Paschim Medinipur
আবেদন জমার শেষ তারিখ : 07/08/2023 তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
Official Notice : Click Here
Official Website : Click Here
More News : Click Here
Join Telegram Channel : Click Here