আপনি কি মাধ্যমিক পাশ। তাহলে আর দেরি করবেন না। কারণ এবার মাধ্যমিক পাশে কয়েকশো জওয়ান (RECRUIT)নিয়োগ হতে চলছে দেশের সীমান্ত সুরক্ষায় । তবে এই নিয়োগের ক্ষেত্রে কিছু পদের জন্য উচ্চ মাধ্যমিক এবং নির্দিষ্ট বিভাগ বা ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে । সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র (HOME MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা ‘ স্বরাষ্ট্র সীমা (SSB) বল -য়ের নির্দিষ্ট শাখা মারফৎ। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে সীমান্ত সুরক্ষা বল -য়ের অধীনে দেশের একাধিক সীমান্ত এলাকায় । তাই অযথা সময় বিলম্ব না করে এখনই আবেদন করুন । দেখে নিন বিস্তারিত প্রতিবেদন
প্রথমেই শূন্য পদ —
ভারত সরকারের ‘ স্বরাষ্ট্র সীমা (SSB) বল ‘ মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েক টি বিভাগে প্রায় ৭৫০ শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । সংশ্লিষ্ট পদ গুলি হল ,
১) অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (Assistant Commandant)
২) সাবইনস্পেক্টর (Sub Inspector)
৩) অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (Assistant Sub Inspector)
৪) কনস্টেবল (Constable)
আবেদন পদ্ধতি —
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে ।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে ।
৫। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় ছবি এবং নিজের সই( SIGNATURE) আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে ।
৬। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
আবেদন পত্র পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন,
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান ইত্যাদি
নিয়োগ পদ্ধতি —
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমেই ডেকে নেওয়া হবে দৈহিক সক্ষমতার পরীক্ষায় । তারপর নেওয়া হবে লিখিত পরীক্ষা । লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে যোগ্যতা যাচাই, ইন্টারভিউ -এর জন্য। এরপর হবে জমা দেওয়া যাবতীয় নথি ভেরিফিকেশন। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
শূন্য পদের সংখ্যা –
অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (Assistant Commandant) পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ১৮ টি
সাবইনস্পেক্টর (Sub Inspector) পদের ক্ষেত্রে একাধিক বিভাগ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা – ১১১ টি
অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (Assistant Sub Inspector) পদের ক্ষেত্রে একাধিক বিভাগে মোট শূন্য পদের সংখ্যা – ৭০ টি
কনস্টেবল (Constable) পদের ক্ষেত্রে একাধিক বিভাগে মোট শূন্য পদের সংখ্যা – ৫৪৩ টি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের নির্দিষ্ট বিভাগ অনুযায়ী আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / স্নাতক সমতুল পাশ হতে হবে । পাশাপাশি উপযুক্ত ট্রেডে ব্যাচেলর / বি টেক / ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।
বয়স সীমা –
উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বিভাগ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর নুন্য তম বয়স হতে হবে ১৮ বছর এবং বয়সের ঊর্ধ্ব সীমা ৩০ বছর । তবে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (Assistant Commandant) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্ব সীমা ২৩ থেকে ৫৫ বছর পর্যন্ত । তবে যাবতীয় বিভাগ এবং পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের যেমন সরকারি নিয়মানুযায়ী ছাড় দেওয়া হয়েছে তেমনি উল্লেখিত বয়সের হিসাব আবেদনকারী প্রার্থীকে চলতি বছর জুন মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরাজি 10/06/2023 এর হিসাবে করে নিতে হবে ।
মাসিক বেতন –
উল্লেখিত পদ গুলিতে নির্দিষ্ট বিভাগ অনুযায়ী কর্মরত বা নিযুক্ত জওয়ান কে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী ভারতীয় সীমান্ত সুরক্ষা বল -য়ের তরফ থেকে প্রতিমাসে নুন্যতম ২১, ৭০০ টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে । তবে যাবতীয় পদে নিযুক্ত জওয়ানদের প্রতিমাসে বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রদান করা হবে যথাযোগ্য সরকারি নিয়মানুসারে ।
আবেদন ফী –
উল্লেখিত পদে আবেদন জানাতে আবেদন কারী প্রার্থীদের যেমন ক্যাটাগরি অনুযায়ী তেমনি নির্দিষ্ট পদ অনুযায়ী আলাদা আলাদা আবেদন ফী জমা করতে হবে । যেমন ,
অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট ‘ পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৪০০ টাকা
সাব ইনস্পেক্টর ‘ র্যাঙ্ক পদের ক্ষেত্রে ২০০ টাকা এবং
বাকি অন্যান্য পদের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে ।
তবে যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।
উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর শেষ তারিখ – 10/06/2023
নিয়োগ সম্পর্কিত আরও বিস্তারিত বিষয় জানতে ক্লিক করুন ssb.gov.in -এ
আমারাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন Bongodhara.com – এ
written by – Somnath Pal .
Official Notice : Link1/ Link2/ Link 3 /Link4
Online Apply : Click Here
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #SSB