কথায় বলে স্বাস্থ্যই সম্পদ । শিক্ষা থেকে স্বাস্থ্য, রাজ্যের একাধিক দফতরে নিয়োগ অব্যাহত । চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য (HEALTH WORKER) কর্মী। তবে চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর ও সংশ্লিষ্ট জেলা মারফৎ । রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশন কর্ম সূচির (NUHM) আওতায় রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Memo No- HFW-45025(11)/87/2023-CMOH(HFW)/4021 Dated- 12/04/2023
প্রথমেই শূন্যপদের বিবরণ –
১) পদের নাম- ‘ সিনিওর মেডিক্যাল অফিসার ‘ (Senior Medical Officer)
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা–
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে । এছাড়াও জন স্বাস্থ্য বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা এবং মাষ্টার অব মেডিসিন অর্থাৎ এম ডি ডিগ্রিধারী হতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ করা হবে ।
২) পদের নাম- ‘ মেডিক্যাল অফিসার ‘ ( Medical Officer)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স–
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা–
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে । এছাড়াও জন স্বাস্থ্য বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা এবং মাষ্টার অব মেডিসিন অর্থাৎ এম ডি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে যক্ষ্মা রোগ বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার সদর শহরে স্বাস্থ্য আধিকারিক হিসাবে নিয়োগ করা হবে ।
৩) পদের নাম- ‘ মাইক্রো বায়োলজিস্ট ‘ (Microbiologist)
শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স–
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৬২ বছরের মধ্যে
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা–
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইক্রো বায়োলজি বিষয়ে (Ph.D) ডিগ্রীধারী হতে হবে । এছাড়াও MBBS ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা এবং মাইক্রো বায়োলজি বিষয়ে মাষ্টার অব মেডিসিন অর্থাৎ এম ডি ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে যক্ষ্মা রোগের ব্যাকটিরিয়া বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ করা হবে ।
৪) পদের নাম – ‘ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘ (Statistical Assistant)
শূন্যপদ -উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা- ১টি
বয়স সীমা –
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট ধারি হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । কম্পিউটারে মিনিটে ৪০ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ করা হবে ।
৫) পদের নাম – ‘ সিনিওর ট্রিটমেন্ট সুপারভাইজর ‘ (Senior Treatment Supervisor)
শূন্য পদের সংখ্যা- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স– এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়াও আবেদনকারীকে মোটর বাইক চালানোয় পারদর্শী এবং বৈধ লাইসেন্স ধারী হতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার যে কোনও ব্লকে নিয়োগ করা হবে ।
৬) পদের নাম – ‘ সিনিওর টিউবার কুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজর ‘ (Senior Tuberculosis Labratory Supervisor )
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৫ টি
বয়স–
এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডি এম এল টি অথবা বি এম এল টি বিষয়ে ডিগ্রী ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । এছাড়াও আবেদনকারীকে মোটর বাইক চালানোয় পারদর্শী এবং বৈধ লাইসেন্স ধারী হতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার যে কোনও ব্লকে নিয়োগ করা হবে ।
৭) পদের নাম- ‘ সিনিওর ল্যাবরেটরি টেকনিশিয়ান ‘ (Senior Laboratoty Technician)
শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে ।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ ,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে মাইক্রো বায়োলজি / জেনারেল মাইক্রো বায়োলজি / ক্লিনিক্যাল মাইক্রো বায়োলজি / বায়ো টেকনোলজি বিষয় নিয়ে M.Sc ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও যক্ষ্মা রোগের ব্যাকটিরিয়া সম্পর্কে অভিজ্ঞতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োগ করা হবে ।
৮) পদের নাম – ‘ টিউবার হেলথ ভিজিটর ‘ ( Tuberculosis Healt Visitor )
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বয়স–
এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
এ খাত্রে আবেদনকারী প্রার্থীকে বিজ্ঞান শাখায় স্নাতক অর্থাৎ সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে । এ ছাড়াও MPW / LHV / ANM অথবা স্বাস্থ্য কর্মী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এ ছাড়াও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ দক্ষ হতে হবে ।
নিয়োগের স্থান –
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার যে কোনও পুরসভায় নিয়োগ করা হবে ।
আবেদন পদ্ধতি –
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে তা আপলোড করতে হবে । সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে ।
প্রার্থী নির্বাচন-
উল্লেখিত যাবতীয় পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের বিষয়ে যাবতীয় বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,
বয়সের প্রমানপত্র,
জাতীগত সংশাপত্র,
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ,
ভোটার কার্ড,
আঁধার কার্ড,
উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র
পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি ।
আবেদন ফী—
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের আবেদন ফী জমা করতে হবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নামে। আবেদনকারী প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ১০০ টাকা, তপশীলি জাতী এবং তপশীলি উপজাতী এবং ওবিসি অন্যান্য দের জন্য ৫০ টাকা আবেদন ফী রাখা হয়েছে।
উল্লেখিত যাবতীয় পদে আবেদন জানানোর শেষ তারিখ – ২৫ শে এপ্রিল অর্থাৎ 25/04/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.wbhealth.gov.in অথবা www.mushidabad.gov.in -এ
সরকারি চাকরি কিংবা প্রকল্প, আমরাই দেবো সঠিক খবর , নজর রাখুন bongodhara.com
Official Notice : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #WB #HEALTH #RECRUITMENT #GOVT #JOB NEWS