মাসিক বেতন 19,500! ওয়েল ইন্ডিয়াতে প্রচুর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউ দিয়ে চাকরি -Oil India Recruitment

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েল ইন্ডিয়া (Oil India Limited ) লিমিটেডের পক্ষ থেকে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন । 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , নিয়োগের ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট দিন এবং সময়ে আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস সহযোগে সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে হবে ।  তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে । 

এক্ষেত্রে একাধিক বিষয়ে শিক্ষক পদে মোট ৫ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে ।

যেমন , 

অর্থনীতি (Economics)

ইংরাজি (English)

অংক (Mathematics)

বিজ্ঞান  (Science) এবং 

ফিজিক্যাল এডুকেশন (Physical Education) 

বয়স  সীমা

সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে ২২ বছর বয়সের ঊর্ধ্ব সীমা ৪৫ বছর। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক বেতন

এক্ষেত্রে নিযুক্ত শিক্ষকমণ্ডলী কে একক ভাবে প্রতিমাসে 19,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

উল্লেখিত বিষয় গুলিতে শিক্ষক পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রী ধারী হতে হবে ।  পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

নিয়োগের  ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাই এবং ইন্টারভিয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে  পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । 

Walk in Interview – 

Place – Oil India Higher Secondary School , Duliajan , Assam . 

Time – 05/07/2023 – 07/07/2023 

সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG – #TEACHER #RECRUITMENT #CONTRACTUAL #HIGHER SECONDARY #SCHOOL

Leave a Comment