চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েল ইন্ডিয়া (Oil India Limited ) লিমিটেডের পক্ষ থেকে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , নিয়োগের ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট দিন এবং সময়ে আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস সহযোগে সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে ।
এক্ষেত্রে একাধিক বিষয়ে শিক্ষক পদে মোট ৫ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে ।
যেমন ,
অর্থনীতি (Economics)
ইংরাজি (English)
অংক (Mathematics)
বিজ্ঞান (Science) এবং
ফিজিক্যাল এডুকেশন (Physical Education)
বয়স সীমা –
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে ২২ বছর বয়সের ঊর্ধ্ব সীমা ৪৫ বছর। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
এক্ষেত্রে নিযুক্ত শিক্ষকমণ্ডলী কে একক ভাবে প্রতিমাসে 19,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত বিষয় গুলিতে শিক্ষক পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রী ধারী হতে হবে । পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাই এবং ইন্টারভিয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক ।
Walk in Interview –
Place – Oil India Higher Secondary School , Duliajan , Assam .
Time – 05/07/2023 – 07/07/2023
সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ
written by – Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #TEACHER #RECRUITMENT #CONTRACTUAL #HIGHER SECONDARY #SCHOOL